প্রশিক্ষণ । সংযুক্তি । উচ্চশিক্ষা। প্রেষণ

Govt Policy for Including Certificate 2024 । সরকারি চাকরিরত অবস্থায় শিক্ষা সনদ দাপ্তরিক কাজে বিবেচনা করা যায়?

সরকারি চাকরিরত অবস্থায় শিক্ষা/ উচ্চশিক্ষা গ্রহণের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা ও শিক্ষাসনদ দাপ্তরিক কাজে বিবেচনা সংক্রান্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশ নং ০৫.১১০.৯৯৯.০০.০০.০৮৫.২০০৮.৭২১, তারিখ: ২২ জুলাই, ২০১৩ দ্বারা নিম্নরূপ নির্দেশনা জারি করা হয়:

“চাকুরীরত অবস্থায় শিক্ষা / উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত শিক্ষা / উচ্চ শিক্ষা গ্রহণ করে তা পি.ডি.এস বা সার্ভিস রেকর্ডে অন্তর্ভূক্তির আবেদন করছেন। এ ক্ষেত্রে বিদ্যমান বিধি-বিধান লঙ্ঘিত হচ্ছে।

২। এমতাবস্থায়, কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে অর্জিত শিক্ষাগত সনদ (ডিগ্রী) দাপ্তরিক কাজে বিবেচনার জন্য গৃহীত হবে না এবং সংশ্লিষ্ট কর্মকর্তার পি.ডি.এস/ সার্ভিস রেকর্ডে অন্তর্ভূক্ত করা যাবে না।”

 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

4 thoughts on “Govt Policy for Including Certificate 2024 । সরকারি চাকরিরত অবস্থায় শিক্ষা সনদ দাপ্তরিক কাজে বিবেচনা করা যায়?

  • চাকরিরত অবস্থায় শিক্ষা/ উচ্চশিক্ষা গ্রহণের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা ও শিক্ষাসনদ দাপ্তরিক কাজে বিবেচনা সংক্রান্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশ নং ০৫.১১০.৯৯৯.০০.০০.০৮৫.২০০৮.৭২১, তারিখ: ২২ জুলাই, ২০১৩ দ্বারা নিম্নরূপ নির্দেশনা জারি করা হয়:

    এ অর্ডারটিরটি একটি কপি (pdf) আমাদের দাপ্তরিক কাজে বিষেশ প্রয়োজন। প্রেরণ করার জন্য Admin-কে বিনীত অনুরোধ করছি।
    ইমেইল: miltonmistry81@gmail.com
    ধন্যবাদান্তে,
    Miltan Mistry
    Executive Officer
    CCI&E, Dhaka.

  • দু:খিত PDF কপি নেই। তবে আপনি ফিরোজ মিয়ার বই থেকে রেফারেন্স হিসেবে নিতে পারে।

  • এমাদুল ইসলাম

    চাকরিরত অবস্থায় শিক্ষা/ উচ্চশিক্ষা গ্রহণের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা ও শিক্ষাসনদ দাপ্তরিক কাজে বিবেচনা সংক্রান্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশ নং ০৫.১১০.৯৯৯.০০.০০.০৮৫.২০০৮.৭২১, তারিখ: ২২ জুলাই, ২০১৩ দ্বারা নিম্নরূপ নির্দেশনা জারি করা হয়:

    এ অর্ডারটিরটি একটি কপি (pdf)/jpg আমাদের দাপ্তরিক কাজে বিষেশ প্রয়োজন। প্রেরণ করার জন্য Admin-কে বিনীত অনুরোধ করছি।

  • দু:খিত। পিডিএফ/জেপিজে কপি নাই। তবে এখন রেফারেন্স যুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *