সরকারি চাকরিরত অবস্থায় শিক্ষা/ উচ্চশিক্ষা গ্রহণের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা ও শিক্ষাসনদ দাপ্তরিক কাজে বিবেচনা সংক্রান্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশ নং ০৫.১১০.৯৯৯.০০.০০.০৮৫.২০০৮.৭২১, তারিখ: ২২ জুলাই, ২০১৩ দ্বারা নিম্নরূপ নির্দেশনা জারি করা হয়:
“চাকুরীরত অবস্থায় শিক্ষা / উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত শিক্ষা / উচ্চ শিক্ষা গ্রহণ করে তা পি.ডি.এস বা সার্ভিস রেকর্ডে অন্তর্ভূক্তির আবেদন করছেন। এ ক্ষেত্রে বিদ্যমান বিধি-বিধান লঙ্ঘিত হচ্ছে।
২। এমতাবস্থায়, কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে অর্জিত শিক্ষাগত সনদ (ডিগ্রী) দাপ্তরিক কাজে বিবেচনার জন্য গৃহীত হবে না এবং সংশ্লিষ্ট কর্মকর্তার পি.ডি.এস/ সার্ভিস রেকর্ডে অন্তর্ভূক্ত করা যাবে না।”
চাকরিরত অবস্থায় শিক্ষা/ উচ্চশিক্ষা গ্রহণের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা ও শিক্ষাসনদ দাপ্তরিক কাজে বিবেচনা সংক্রান্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশ নং ০৫.১১০.৯৯৯.০০.০০.০৮৫.২০০৮.৭২১, তারিখ: ২২ জুলাই, ২০১৩ দ্বারা নিম্নরূপ নির্দেশনা জারি করা হয়:
এ অর্ডারটিরটি একটি কপি (pdf) আমাদের দাপ্তরিক কাজে বিষেশ প্রয়োজন। প্রেরণ করার জন্য Admin-কে বিনীত অনুরোধ করছি।
ইমেইল: miltonmistry81@gmail.com
ধন্যবাদান্তে,
Miltan Mistry
Executive Officer
CCI&E, Dhaka.
দু:খিত PDF কপি নেই। তবে আপনি ফিরোজ মিয়ার বই থেকে রেফারেন্স হিসেবে নিতে পারে।
চাকরিরত অবস্থায় শিক্ষা/ উচ্চশিক্ষা গ্রহণের পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা ও শিক্ষাসনদ দাপ্তরিক কাজে বিবেচনা সংক্রান্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশ নং ০৫.১১০.৯৯৯.০০.০০.০৮৫.২০০৮.৭২১, তারিখ: ২২ জুলাই, ২০১৩ দ্বারা নিম্নরূপ নির্দেশনা জারি করা হয়:
এ অর্ডারটিরটি একটি কপি (pdf)/jpg আমাদের দাপ্তরিক কাজে বিষেশ প্রয়োজন। প্রেরণ করার জন্য Admin-কে বিনীত অনুরোধ করছি।
দু:খিত। পিডিএফ/জেপিজে কপি নাই। তবে এখন রেফারেন্স যুক্ত করা হয়েছে।