ঈদ বোনাস I নববর্ষ । দূর্গাপূজা

সরকারি কর্মচারীদের ঈদ বোনাস ২০২৫ । উৎসব ভাতা প্রদানের নিয়ম ও প্রাপ্তির বিধান কি?

সরকারি চাকুরিতে যোগদানের পর উৎসব ভাতা প্রাপ্তির ক্ষেত্রে কিছু বিধান রয়েছে যা সকল দপ্তরই অনুসরণ করে থাকে। পূর্ববর্তী মাসের সমপরিমান মূল বেতনের সমান-সরকারি কর্মচারীদের ঈদ বোনাস ২০২৫ 

পূর্বে উৎসব ভাতার বিধান কি ছিল? মাস পূরণ না হলে চলতি মাসে যত দিন কর্মদিবস থাকে উৎসব দিনের পূর্ব পর্যন্ত তত দিনের সমপরিমাণ মূল ভাতার সমান উৎসব ভাতা দেওয়া হয়। ধরে নিই, ঈদের ১৪ দিন পূর্বে কেউ চাকুরীতে যোগদান করল তবে সে ১৪ দিনের মূল বেতনের সমপরিমাণ উৎসব ভাতা প্রাপ্ত হইবে।

নতুন কি পরিবর্তন আনা হয়েছে?–সংশোধিত আদেশে বলা হয়েছে যে, “একজন নবনিযুক্ত কর্মচারী উৎসব অনুষ্ঠিত হওয়ার তারিখের পূর্ববর্তী যে তারিখেই চাকুরিতে যােগদান করুক না কেন তিনি যােগদানকৃত পদের মূলবেতনের সমপরিমান অর্থ উৎসব ভাতা হিসেবে প্রাপ্য হবেন”। কিন্তু পূর্বের আদেশে বলা হয়েছে, “একজন নবনিযুক্ত কর্মচারী যে মাসে উৎসব অনুষ্ঠিত হবে, সেই মাসে বা তার পূর্ববর্তী মাসে যত তারিখেই যোগদান করুক না কেন যোগদানকৃত পদের মূলবেতনের সমপরিমাণ অর্থ উৎসব ভাতা হিসাবে প্রাপ্য হবেন”।

উৎসব ভাতা সম্পর্কিত নতুন সংশোধিত আদেশে শুধুমাত্র ভাষাগত স্পষ্টীকরণ প্রদান করা হয়েছে। ভাষাগত ও ভাবের পরিবর্তনের মাধ্যমে বিষয়টি পরিস্কার করা হয়েছে। পূর্ববর্তী আদেশের তারিখ ও নম্বর একই রাখা হয়েছে। একই স্মারক ও তারিখের স্থলাভিষিক্ত করা হয়েছে। আদেশটি শুধুামত্র সরকারি নয়, বরং আধা-সরকারি/রাষ্ট্রীয় মালিকানাধীন এবং স্ব-শাসিত প্রতিষ্ঠানসমূহে নবনিযুক্ত কর্মচারীগণের উৎসব ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে প্রযোজ্য হইবে।

এলপিসিজনিত কারণে বেতন ও উৎসব ভাতা বন্ধ । বোনাস ও বেতন ঈদের পর বকেয়া উত্তোলন করতে পারবেন

সরকারি চাকুরিজীবির উৎসব ভাতা প্রাপ্তির বিধান।

সরকারি চাকুরিজীবির উৎসব ভাতা প্রাপ্তির বিধান বিস্তারিত গেজেটের পাতায় দেখুন: ডাউনলোড

উৎসব বোনাস ২০২৩ । নবনিযুক্তগণ যে তারিখেই যোগদান করুক না কেন মূল বেতনের সমান উৎসব ভাতা প্রাপ্য হইবেন

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

42 thoughts on “সরকারি কর্মচারীদের ঈদ বোনাস ২০২৫ । উৎসব ভাতা প্রদানের নিয়ম ও প্রাপ্তির বিধান কি?

  • MD ABDUL MANNAN

    আসসালামু আলাইকুম। ভাই একটি বিষয়ে জরুরি হেল্প প্রয়োজন তাহল- একজন নন-মুসলিম কর্মচারী ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে অবসরে যাবেন। ১৫ অক্টোবর ২০২১ তারিখে সারদীয় দূর্গ উৎসবের জন্য তিনি কি উৎসবভাতা প্রাপ্ত হবেন?

  • হ্যাঁ প্রাপ্য হবেন।

  • MD ABDUL MANNAN

    ভাই যদি এ সংক্রান্ত কোন নীতিমালা থেকে থাকে তা যদি দিতেন খুবই উপকৃত হতাম। অগ্রিম ধন্যবাদ

  • বিস্তারিত বলুন। আগের কমেন্ট ধরতে পারছি না।

  • MD ABDUL MANNAN

    আমরা একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরি করি। আমাদের পেনশন সিস্টেম নেই, এলপিআর বা পিআরএল সিস্টেমও নেই। কেউ অবসরে গেলে তাকে প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী অবসরভাতা হিসেবে এককালীন গ্রাচ্যুইটি প্রদান করে বিদায় দেয়া হয়। এর পর মাসিক কোন পেনশন বা অন্য কোন ভাতা প্রদান করা হয় না।

    তো আমাদের একজন ননমুসলিম শিক্ষক ২০ সেপ্টেম্বর ২০২১ তারিখে অবসর গ্রহণ করেছেন। তিনি দূর্গাপুজার উৎসবভাতা প্রাপ্তির জন্য আবেদন করেছেন (যা ১৮ অক্টোবর ২০২১ তারিখে উৎসব অনুষ্ঠিত হবে)।

    জানি আপনি শুধুমাত্র সরকারি চাকুরিজীবিদের বিষয়ে কথা বলেন। তারপর যদি আমার প্রশ্নটি বুঝে একটু উত্তর দিতেন বা কোন রেফারেন্স জানা থাকলে দিতেন তাহলে খুবই উপকৃত হতাম।

    আমার প্রশ্ন হলো তিনি উৎসবভাতা পাবেন কিনা?

  • বিধি মোতাবেক তিনি দূর্গাপূজার উৎসব ভাতা পাবেন না।

  • MD SHAHRIAR SARKAR

    একজন সরকারীকর্মচারী ঈদের পূর্ববর্তী মাসে ২৬ দিন কাজ করে ইস্তফা নিলে তার ঈদ বোনাস নিতে পারবে বা জমা দিতে হবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন কি?

  • আমার জানা মতে এ সংক্রান্ত কোন প্রজ্ঞাপন নেই।

  • আবদুল আজিজ ,প্রধান শিক্ষক

    আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্নে ছিল- টা হল স্থায়ীভাবে বরখাস্ত হওয়া কোন শিক্ষক/কর্মচারী বকেয়া উৎসব ভাতা প্রাপ্য হবেন কি? জানালে উপকৃত হতাম অথবা কোন প্রজ্ঞাপন থাকলে তথ্য দিলে উপকৃত হতাম।ধন্যবাদ

  • আবদুল আজিজ

    আসসালামু আলাইকুম। আমার একটি প্রশ্নে ছিল- তা হল স্থায়ীভাবে বরখাস্ত হওয়া কোন শিক্ষক/কর্মচারী বকেয়া উৎসব ভাতা প্রাপ্য হবেন কি? জানালে উপকৃত হতাম অথবা কোন প্রজ্ঞাপন থাকলে তথ্য দিলে উপকৃত হতাম।ধন্যবাদ
    *মূল কথা হল- একজন শিক্ষক ০১/০২/২০২১ তারিখে স্থায়ীভাবে বরখাস্থ হন । সে কি ২০২০ সালের উৎসব ভাতা বকেয়া হিসেবে ২০২২ সালে এসে পেতে পারেন কি-না ?

  • বকেয়া পাওনা সবই পাবেন। সরকার যদি আর্থিক আর্থিক ক্ষতিজনিত কারণে বরখাস্ত না করে থাকে তবে অবশ্যই সকল বকেয়া পাবেন। আদেশে যদি বাজেয়াপ্ত করে তবে পাবেন না।

  • এ সংক্রান্ত কোন আদেশ নেই। তবে আপনি আপনার বরখাস্ত আদেশ দেখুন সেখানে নিষেধাজ্ঞা না থাকলে হিসাবরক্ষণ অফিস অবশ্যই মিটিয়ে দেবে।

  • Md. Zahidul Islam

    আসসালামু আলাইকুম, একজন সরকারি উন্নয়নখাতে নিয়োজিত কর্মকর্তা /কর্মচারী হজ্জব্রত পালনের ক্ষেত্রে বিনা বেতনে অসাধারণ ছুটি থাকা কালে তিনি কি ঈদুল আযহার উৎসব ভাতা পাবেন কিনা?

  • না। পূর্ব মাসের বেতন যেহেতু জিরো তাই উৎসব ভাতা পাবেন না।

  • আমার বাবা ৮/০৭/২০২২ তারিখে পরলোকগমন করেন। তাহলে কি উনি যে অক্টোবর মাসে দুর্গাপূজার যে উৎসব ভাতা পেতেন সেটা কি পাওয়া যাবে।
    যদি এ সংক্রান্ত কোন প্রজ্ঞাপন বা নথি থাকে তাহলে দয়া করে দিবেন

  • অবশ্যই পাবেন।

  • আমার বাবা ৮/০৭/২০২২ তারিখে পরলোকগমন করেন। তাহলে কি উনি যে অক্টোবর মাসে দুর্গাপূজার যে উৎসব ভাতা পেতেন সেটা কি পাওয়া যাবে।
    যদি এ সংক্রান্ত কোন প্রজ্ঞাপন বা নথি থাকে তাহলে দয়া করে দিবেন
    নথিটা খুবই দরকার প্লিজ দিবেন

  • প্রজ্ঞাপন লাগবে না। পাবেন। দাবী করেন।

  • Partho Sarker

    ভাইয়া, আমার ইমেইল একটু দিবেন প্লিজ

  • মোশাররফ

    আমি ১৩ জুন চাকরিতে রিজাইন দিয়েছি, ২৯ তারিখে ঈদ।
    আমি ১১ জুন ঈদ বোনাস পেয়েছি। আমি কি এই বোনাস পাবো নাকি সরকারকে ফেরত দিতে হবে। দয়া করে একটু জানাবেন।

  • ফেরত দিতে হবে না। বোনাস ফেরতের কোন নির্দেশনা নেই।

  • মোঃ নাজমুল হোসাইন

    একজন অবসরপ্রাপ্ত কর্মচারী স্ব-স্বাষিত কোন প্রতিষ্ঠানে চাকুরি করলে উৎসব ভাতা দুেই জায়গা থেকে পাবে কীনা জানতে চাই।

  • বেতন দুই জায়গা হতে পেলে বোনাসও দুটি পাবে?। বিধি মোতাবেক অবসর প্রাপ্ত কোন কর্মচারী স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরি করতে পারে না।

  • বদলিজনিত কারণে এল পি সি এজি অফিসে অনলাইনে গ্রহণ না করায় বেতন ও উৎসব ভাতা ঈদের পরে দাখিল করলে কি বকেয়া পাওয়া যাবে।

  • Md. Sujan Mahmud

    আসসালামুআলাইকুম, ভাইয়া, আমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরী করি। এখানে একটি বিধান রয়েছে, বিভাগীয় পরীক্ষায় পাস সাপেক্ষে একটি গ্রেডে উন্নতি করবে যোগদানের তারিখ থেকে এবং বকেয়া প্রাপ্য হবেন। বিভাগীয় পরীক্ষায় পাস করতে ৩ মাস বা ১ বছর সময় লাগে। আমার প্রশ্ন হলো এই সময়ে কি উৎসব বোনাস বকেয়া পাওয়া যাবে? উত্তর দিলে অনেক উপকৃত হতাম।

  • না। শুধু বাড়ি ভাড়া ও মূল বেতন বকেয়া পাওয়া যাবে।

  • Md. Safiollah

    আমি একজন সরকারী কর্মচারী। ১০ বছর প্রেক্ষিতে যে উচ্চতর গ্রেড প্রদান করা হয়। আমার প্রশ্ন কেউ যদি ঐ উচ্চতর গ্রেড পাওয়ার কথা ১০/১০/২০২০ তারিখে, তাকে ঐ তারিখেই দিল, তবে প্রশাসনের কাজের বা বিভিন্ন পরিস্থিতির কারণে অর্ডার করতে ৭ মাস দেরি করল, সেই ক্ষেত্রে কি উৎসব বোনাস পাবেন?

  • উৎসব বোনাস বকেয়া এরিয়ার পাবেন না।

  • অরিন্দম

    হিন্দু কর্মকর্তা/কর্মচারীরা বছরে কয়টি বোনাস পাবে?

  • তারিকুল ইসলাম

    সর্বসাকূল্য বেতন গ্রহনকারী কর্মচারী উৎসব ও বাংলা নববর্ষ ভাতা পাবে কি?

  • মাতৃছুটি চলাকালীন কি ঈদের উৎষব বোনাস পাওয়া যাবে কি

  • শাহাদাৎ

    কোন দোকানের কর্মচারী যদি ঈদের বন্ধের সময় কাজ করে, তখন তার বেতন কিভাবে হিসাব করতে হবে।

  • বেসিক অনুসারে অধিকাল বা দিগুন ধরা হবে।

  • Dr. Mirza Mofazzal Islam

    আমার পিআরএল শেষ হবে ১৯ মে ২০২৫। আগামী জুন ২০২৫ ঈদুল আজহা। আমি কি ঈদুল আজহার বোনাস পাব কিনা?

  • পাবেন। পেনশনার হিসেবে বোনাস পাবেন।

  • কোন সরকারি চাকুরীজীবী যদি মাসের মাঝামাঝি বদলি হয়, এবং পরবর্তী মাসে দুর্গা পূজার বোনাস বা বেতন এলপিজির জন্য না পায় তবে বোনাস কি পরবর্তীতে পাবে।।।

  • অবশ্যই পরবর্তীতে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *