পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

Govt. Staff Introduced by Grade 2024 । সরকারি কর্মচারীগণ পূর্বতন শ্রেণি ভিত্তিক পরিচিতি হতে বের হতে পেরেছে কি

সরকারি কর্মচারীদের বেতন গ্রেডভিত্তিক পরিচিতি সাথে পূর্বতন শ্রেণিভিত্তিক পরিচিতির সম্পর্ক স্পষ্টীকরণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়-Govt. Staff Introduced by Grade 2024

২০১৫ সাল হতেই কি গ্রেড ভিত্তিক পরিচিতি শুরু হয়েছে? হ্যাঁ।– alsচাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ৮ অনুযায়ী “আপাতত বলবৎ এতদসংক্রান্ত অন্য কোন বিধি-বিধানে যাহাই থাকুক না কেন, কর্মচারীগণ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণিতে বিভাজনের বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে বেতনস্কেলের গ্রেডভিত্তিক পরিচিত হইবেন। গ্রেড ভিত্তিক পরিচিত শুরু হলেও ১০ বছরেও পরিবর্তন হয়নি শ্রেণীর বিন্যাস কর্মচারী পরিচিতি। এখনও পিওন ৪র্থ শ্রেণী এবং ক্লার্ক ৩য় শ্রেণীর কর্মচারী হিসেবেই পরিচিত। কোন কোন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ও এমন শব্দ ব্যবহার করেছে।

কোন গ্রেড হতে ৪র্থ শ্রেণী? পূর্বতন ৪র্থ শ্রেণি হলো গ্রেড-১৭ থেকে গ্রেড-২০। এখানে বারবার গ্রেড ভিত্তিক পরিচিতির কথা বলা হলেও অনলাইনে সার্চ করলে বিভিন্ন সরকারি আদেশে ৪র্থ শ্রেণী হিসেবে উল্লেখ করা হয়েছে। দপ্তর গুলোতেও সেটিই করা হয়। গ্রেড সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে গ্রেড পরিচিতি উপরস্ত কর্মকর্তাগণ মনে রাখতে পারে না বা মনেও রাখার চেষ্টাও করে না। এখনও গ্রেড নয় বরং এরা শ্রেণী হিসেবেই পরিচিত।

১ম শ্রেণী কোন গ্রেড হতে? সরকারি গ্রেডের মধ্যে পূর্বতন ১ম শ্রেণি হলো গ্রেড-১ থেকে গ্রেড-৯ প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে চিহ্নিত রয়েছে। তবে পূর্বতন ২য় শ্রেণি হলো গ্রেড-১০ থেকে গ্রেড-১৩ [যে সমস্ত পদ ২য় শ্রেণির গেজেটেড পদমর্যাদা সম্পন্ন বলিয়া সরকারি আদেশে (GO) সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক সৃষ্টি করা হয়েছে] এবং পূর্বতন ৩য় শ্রেণি হলো গ্রেড-১৩ [যে সমস্ত পদ গেজেটেড পদমর্যাদা সম্পন্ন বলিয়া সরকারি আদেশে (GO) সুনির্দিষ্টভাবে উল্লেখপূর্বক সৃষ্টি করা হয় নাই] থেকে গ্রেড-১৬ পর্যন্ত তৃতীয় গ্রেড হিসেবে চিহ্নিত রয়েছে।

গ্রেড হতে শ্রেণী বের করার নিয়ম কি? / শ্রেণী নয় বরং গ্রেড হিসেবে পরিচিতি পাওয়া জরুরি হয়ে পড়েছে

দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে ১৩ গ্রেড নিয়ে কিছুটা কনফিউশান হলেও এটি ক্লিয়ার থাকুন যে, ১৩ গ্রেড গেজেটেড হলে তা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গন্য হবে।

কর্মচারীগণ ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণিতে বিভাজনের বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে বেতনস্কেলের গ্রেডভিত্তিক পরিচিত হইবেন।”

Caption: Class by grade

সরকারি কর্মচারীদের বেতন ভাতা শ্রেণী বা গ্রেড অনুসারে  । কোন গ্রেডের কর্মচারীদের বেতন কত? 

  1. প্রথম শ্রেণী- গ্রেড-১> ৭৮০০০ গ্রেড-২> ৬৬০০০  গ্রেড-৩> ৫৬৬০০  গ্রেড-৪> ৫০০০০  গ্রেড-৫> ৪৩০০০  গ্রেড-৬ ৩৫৫০০  গ্রেড-৭> ২৯০০০  গ্রেড-৮> ২৩০০০  গ্রেড-৯> ২২০০০।
  2. দ্বিতীয় শ্রেণী- গ্রেড-১০> ১৬০০০  গ্রেড-১১> ১২৫০০  গ্রেড-১২> ১১৩০০ গ্রেড-১৩> ১১০০০ (তৃতীয় শ্রেণীও রয়েছে)।
  3. তৃতীয় শ্রেণী –গ্রেড-১৩> ১১০০০  গ্রেড-১৪> ১০২০০  গ্রেড-১৫> ৯৭০০  গ্রেড-১৬> ৯৩০০ (১৩ গ্রেড গেজেটেড হলে দ্বিতীয় শ্রেণীর হবে)।
  4. চতুর্থ শ্রেণী- গ্রেড-১৭> ৯০০০  গ্রেড-১৮> ৮৮০০ গ্রেড-১৯> ৮৫০০  গ্রেড-২০> ৮২৫০।

৪র্থ শ্রেণীর কর্মচারীদের স্টার্টিং বেতন রেঞ্জ কত?

অফিস সহায়ক, পিয়ন, নিরাপত্তা প্রহরী, মালী, পরিচ্ছন্নতা কর্মী, ইকুইপমেন্ট এডেনডেন্ট, পাম্প চালক, যন্ত্রপরিচর্যাকারী ইত্যাদি পদগুলো ৪র্থ শ্রেণী বা ১৭-২০ গ্রেডের কর্মচারী। চাকরির শুরুতে এদের মূল বেতন ৮২৫০-৯০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা,  শিক্ষা ভাতা, যাতায়াত, টিফিন ও অন্যান্য ভাতা মিলিয়ে তাদের মোট বেতন ১৪০০০ টাকা হতে ১৬০০০ টাকার মধ্যে হয়ে থাকে।

সরকারি কর্মচারীদের শ্রেণী নির্ণয় ২০২৩ । গ্রেডের সাথে পূর্বতন শ্রেণি পরিচিতি স্পষ্টীকরণ করা হয়েছে

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *