জিপিএফ মুনাফার হার নির্ধারণ ২০২২-২৩ – প্রতিবছরই কি মুনাফার হার নির্ধারণ হয়?– GPF & CPF Profit Rate 2022-23
GPF & CPF Profit Rate?– GPF-General Provident Fund, CPF- Contributory Provident Fund. অর্থাৎ সরকারি চাকুরি জীবিরা পেনশন পায়। এবং সিপিএফ হচ্ছে স্বায়ত্ত্বশাসিত সংস্থায় কর্মরত কর্মকর্তা – কর্মচারীদের জন্য ভবিষ্য তহবিল সিপিএফ এ প্রতি মাসে কর্মকর্তা/ কর্মচারিদেরকে মূল বেতনের ১০% নিয়োগকারি সংস্থা প্রদান করে যা তাদের পেনশন স্বরুপ এবং ভবিষতে পেনশন পান না । জিপিএফ ও সিপিএফ এর মধ্যে পার্থক্য কি?
জিপিএফ ও সিপিএফ মুনাফার হার তো একই তাহলে আবার জারি করা হল কেন? জি। প্রতি বছরই মুনাফার হার জারি হয় এবং সংশ্লিষ্ট অর্থ বছরের জন্য সেই হার প্রযোজ্য হয়। সরকার চাইলে এ বছর মুনাফার হার হ্রাস বা বৃদ্ধি করতে পারতো। পূর্বে দেখা গেছে যে, মুনাফার হার ১১% এ চলে এসেছে আবার ১৪% মুনাফাও ইতোপূর্বে জারি করা হয়েছে। তাই প্রতিবছর যে হার জারি করা হবে সেই হার প্রযোজ্য হইবে।
GPF Calucation 2022 – প্রারম্ভিক জেরের ক্ষেত্রে ১৫লক্ষ টাকা পর্যন্ত ১৩% মুনাফা এবং ১৫-৩০ লক্ষ পর্যন্ত ১২% মুনাফা এবং ৩০ লক্ষের উপরে হলে ১১% প্রযোজ্য এবং ঠিক একইভাবে যদি আপনার প্রারম্ভিক জের ৩১ লক্ষ টাকা হয় তবে আপনার ক্রমপুঞ্জিভূত অর্থের উপর অর্থাৎ জমাকৃত চাঁদার উপর ১১% হারে মুনাফা প্রযোজ্য হইবে। GPF । জিপিএফ মুনাফা বা সুদ হিসাব (নতুন নিয়মে)
জিপিএফ ও সিপিএফ ১৩% মুনাফা নির্ধারিত নয় কি? / ১৩%-১১% মুনাফা কি সারা জীবনের জন্য নির্ধারিত নয়? না। এটি যে কোন অর্থ বছর পরিবর্তনশীল।
না। প্রতিবছর যে মুনাফার হার জারি হবে সেই হারে উক্ত অর্থবছর মুনাফা হিসাব করা হবে।
জিপিএফ ও সিপিএফ এ কি পরিবর্তন আনা হয়েছে? কোন পরিবর্তন আনা হয়নি শুধুমাত্র অর্থ বছর পরিবর্তন করা হয়েছে।
জুলাই মাসে চাঁদা পরিবর্তনকারীদের জিপিএফ মুনাফা হিসাব করার পদ্ধতি ২০২২-২০২৩
- ধরি জামাল সাহেবের জিপিএফ হিসাবে ৩৫,০০,০০০ টাকা প্রারম্ভিক জের রয়েছে। জুন মাসে ১২ হাজার এবং পরবর্তী ১১ মাসে ১৫০০০ টাকা করে কর্তন করেন। সমাপনী জের নির্ণয় কর।
- যে সূত্র প্রয়োগ করতে হবে: সমাপনী জের = প্রারম্ভিক জের + জুন জমা + মাসিক জমা ×১১ + ১৫ লক্ষ × ১৩% + ১৫ লক্ষ × ১২% + ( অবশিষ্ট জের + জুন জমা + মাসিক জমা × ৫.৫) × ১১%
- সমাপনী জের = ৩৫,০০,০০০+ ১২০০০+ ১৫০০০×১১ +১৫,০০,০০০× ১৩%+ ১৫,০০,০০০ ×১২%+(৫,০০,০০০+ ১২০০০+ ১৫০০০* ৫.৫) × ১১%
- ৩৫,০০,০০০+২,১৮,০১০+১,৮০,০০০+১,৬২,০৮৫
- ৪০,৬০,০৯৫ টাকা সমাপনী জের।
জিপিএফ বা সিপিএফ এক্সেল শীটে হিসাব করা যায় না?
জিপিএফ হিসাব করুন এক্সেল শীটে!- জি প্রথমে আপনি আইবাস++ হতে জিপিএফ স্লিপ এবং জিপিএফ সাব লেজার বের করে নিন। এটি কেবল ডিডিও আইডি হতে বের করা যাবে। আপনি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতে জিপিএফ স্লিপ বের করতে পারলেও জিপিএফ সাব লেজার বের করতে পারবেন না। তাই ডিডিও কর্তৃক জিপিএফ সাবলেজার সংগ্রহ করুন। অতপর এক্সেল শিটে চাঁদা এন্ট্রি করুন হিসাব অটো বের হবে। এক্সেল শীট ডাউনলোড