শ্রেণী ভিত্তিক বৈষম্য দূরীকরণ পদক্ষেপ– সরকারি কর্মচারীদের শ্রেণী বৈষম্য দূর করনের জন্য ২০১৫ সালের পে স্কেলে গ্রেড ভিত্তিক পরিচিত প্রর্বতন করা হয়েছে। কিন্তু এখন ১ম, ২য়, ৩য় ও চতুর্থ শ্রেণীর পদ যেন অলিখিতভাবে রয়ে গেছে। এছাড়া সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি হতে শ্রেণী ভিত্তিক আদেশ কার্যকর থাকায় এটি বিলুপ্ত হয়নি। ডিসির বেতন কত?

আগে যেটা প্রথম শ্রেণি ছিল বর্তমানে সেটা ১ম থেকে ৯ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণি হলো ১০ম গ্রেড শুধু ১০ম গ্রেডই দ্বিতীয় শ্রেণি। ১১-১৬ তম গ্রেড তৃতীয় শ্রেণির এরপর ১৭-২০ তম গ্রেড হলো সর্বশেষ চতুর্থ শ্রেণি। ১ থেকে ৯ নং গ্রেডে যিনি সে প্রথম শ্রেণির কর্মকর্তা বা গেজেটেড অফিসার বা ক্যাডার।

সরকারি কর্মচারীদের সন্তানরা মাসে ৫০০ টাকা করে শিক্ষা সহায়তা ভাতা পান। সর্বোচ্চ দুইজন সন্তানকে এই ভাতা দেওয়া হয়। একজন হলে ৫০০ টাকা ২ জনের ক্ষেত্রে ১০০০ টাকা।

শ্রেণী ভেদাভেদ ২০২৪ / সরকারি বেতন স্কেল, গ্রেডিং সিস্টেম ও অন্যান্য সুবিধাদির তালিকা

সরকারি কর্মচারীদের ১১ তম গ্রেডে মূল বেতন ১২,৫০০ টাকা এবং সর্বসাকুল্যে ২১,৭০০ টাকা । অঞ্চল এবং ডিপার্টমেন্ট ভেদে কিছু টাকার তারতম্য হয়ে থাকে । নিচে জাতীয় বেতন স্কেল ২০০৯ এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ শীট প্রদান করা হল।

শ্রেণী ভেদাভেদ

শিরোনাম: নতুন পে স্কেল মোতাবেক বেতন নির্ধারিত হয় । সাধারণত নতুন পে স্কেল জারি হলে Respective Scale প্রযোজ্য হইবে।

সরকারি কর্মচারীদের বেতন ভাতাদি ২০২৪ । ১১তম গ্রেডে সম্ভাব্য মোট বেতন কত হতে পারে?

  • ১২৫০০+৫৬২৫+১৫০০+২০০= ১৯৮২৫
  • ১৩১৩০+৫৯০৮+১৫০০+২০০= ২০৭৮৮
  • ১৩৭৯০+৬২০৫+১৫০০+২০০= ২১৬৯৫
  • ১৪৪৮০+৬৫১৬+১৫০০+২০০= ২২৬৯৬
  • ১৫২১০+৬৮৪৪+১৫০০+২০০= ২৩৭৫৪
  • ১৫৯৮০+৭১৯১+১৫০০+২০০= ২৪৮৭১
  • ১৬৭৮০+৭০০০+১৫০০+২০০= ২৫৪৮০
  • ১৭৬২০+৭০৪৮+১৫০০+২০০= ২৬৩৬৮
  • ১৮৫১০+৭৪০৪+১৫০০+২০০= ২৭৬১৪
  • ১৯৪৪০+৭৭৭৬+১৫০০+২০০= ২৮৯১৬
  • ২০৪২০+৮১৬৮+১৫০০+২০০= ৩০২৮৮
  • ২১৪৫০+৮৫৮০+১৫০০+২০০= ৩১৭৩০
  • ২২৫৩০+৯০১২+১৫০০+২০০= ৩৩২৪২
  • ২৩৬৬০+৯৪৬৪+১৫০০+২০০= ৩৪৮২৪
  • ২৪৮৫০+৯৯৪০+১৫০০+২০০= ৩৬৪৯০

বেতন স্কেল অনুযায়ী শ্রেণী নির্ণয় করা যায়?

কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা– ব্যাংক এর সিনিয়র অফিসার প্রথম শ্রেণীর যার স্কেল ২২০০০+ ।আর অফিসার দ্বিতীয় শ্রেণীর যার স্কেল ১৬০০০+। যেমন পুলিশের এস আই দ্বিতীয় শ্রেনীর এবং প্রাইমারি প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণীর। সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক দ্বিতীয় শ্রেনীর। প্রাইমারি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেনীর এবং সকল ডিপার্টমেন্টের অফিস সহকারী, কম্পিটার অপারেটর/ষাট মুদ্রাক্ষরিক তৃতীয় শ্রেনীর। অফিস সহায়ক চতুর্থ শ্রেনীর যার স্কেল ৮,২৫০+ । যেমন প্রাইমারি স্কুলের পিওন।