হজের চূড়ান্ত নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬ । নিয়তকারী সকল ব্যক্তিকে দ্রুত নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে?
হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬-এর আলোকে হজে গমনেচ্ছুদের জন্য চূড়ান্ত নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ ঘোষণা করা হয় । সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সনে হজে গমনেচ্ছুদের ১২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে নিবন্ধন সম্পন্ন করতে হবে ।
হজ প্যাকেজের বিবরণ ও মূল্য
২০২৬ সালের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হজ প্যাকেজ-১ (বিশেষ) এবং হজ প্যাকেজ-২ এর ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বা ৬ সিটের রুমের পরিবর্তে অতিরিক্ত অর্থ পরিশোধ করে ২ অথবা ৩ সিটের রুম আপগ্রেডেশনের সুবিধা পাওয়া যাবে ।
প্যাকেজের সুযোগ-সুবিধা
প্যাকেজগুলোর মধ্যে আবাসন ও সার্ভিসের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে:
- হজ প্যাকেজ-১ (বিশেষ): মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর হতে ৭০০ মিটারের মধ্যে আবাসন, মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন, এবং মিনা-আরাফায় ‘ডি+’ ক্যাটাগরির সার্ভিসসহ জোন-২ এ তাঁবু ও মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ ।
- হজ প্যাকেজ-২: মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর হতে ১.২-১.৮ কি.মি.এর মধ্যে আবাসন, মদিনায় মারকাজিয়া এলাকা, এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিসসহ জোন-২ এ তাঁবু ও মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ ।
- হজ প্যাকেজ-৩: মক্কায় আজিজিয়া এলাকায় (৬-৮ কি.মি. দূরত্ব, বাসে যাতায়াত), মদিনায় মারকাজিয়া এলাকার বাহিরে আবাসন, এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিসসহ জোন-৫ এ তাঁবু ও মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ ।
- বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ: মক্কায় হারাম শরীফের বহিঃচত্বর হতে ৩ কি.মি. এর মধ্যে (বাসে যাতায়াত), মদিনায় মসজিদে নববী হতে ১ কি.মি. এর মধ্যে আবাসন, এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিসসহ জোন-৫ এ তাঁবু ও মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ ।
খাবার: প্রতিটি প্যাকেজের হজযাত্রীকে খাবার বাবদ প্রতিদিন ৩৫ সৌদি রিয়াল (কম/বেশি) ব্যয় হতে পারে। এই অর্থ হজযাত্রীকে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে এবং খাবার ক্রয় করতে হবে ।
নিবন্ধনের গুরুত্বপূর্ণ শর্তাবলী
- নিবন্ধনের সময়সীমা: হজ প্যাকেজ ঘোষণার পূর্বে প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীকে ই-হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে ১২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে চূড়ান্ত নিবন্ধনের ভাউচার গ্রহণ করতে হবে ।
- পাসপোর্ট মেয়াদ: নিবন্ধনের জন্য হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত থাকতে হবে ।
- বাকি অর্থ পরিশোধ: প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীকে প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে পরিশোধ করতে হবে। এই সময়ের মধ্যে পরিশোধ না করলে প্রাথমিক নিবন্ধন বাতিল হবে ।
- প্যাকেজ পরিবর্তন: প্যাকেজ নির্বাচন বা চূড়ান্ত নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না ।
- নিবন্ধন বাতিল: ২০ জানুয়ারি ২০২৬-এর পর নিবন্ধন বাতিলের আবেদন করা হলে ব্যয়িত সমুদয় অর্থ (সৌদি পর্বের ব্যয়সহ) কর্তন করা হবে ।অসুস্থতা: মেডিকেল ফিটনেস ব্যতিত কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না । দুরারোগ্য ব্যাধিতে (হৃদরোগ, লিভার সিরোসিস, ক্যান্সার, যক্ষ্মা, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা ইত্যাদি) আক্রান্ত ব্যক্তি হজে যেতে পারবেন না ।
- ভাউচার তৈরি: ই-হজ সিস্টেমে (www.hajj.gov.bd) ভাউচার তৈরি করে অর্থ পরিশোধ করে প্রাক-নিবন্ধন করা যাবে । হজ অফিস (আশকোনা, ঢাকা), ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়/জেলা কার্যালয়েও ভাউচার তৈরি করা যাবে । হজ কলসেন্টার
১৬১৩৬ নম্বরে ফোন করেও ভাউচার তৈরি করা যায় । সরকারি ও বেসরকারি মাধ্যমের পূর্ণাঙ্গ হজ প্যাকেজ হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে ।




