অনলাইনে বেতন দাখিল করায় সরাসরি কর্মকর্তাদের ব্যাংক হিসাবে বেতন চলে আসে। বেতন বিল দাখিল করা হয় প্রতি মাসের ২০-৩০ তারিখের মধ্যে। একাউন্টস অফিস সাধারণত ৩০ তারিখের মধ্যে বিল পাশ করে থাকে-iBas++ Salary Transmit Process 2025
বিল পাশের পর EFT (ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার) জেনারেট হয়। ইএফটি জেনারেট হয়ে বাংলাদেশ ব্যাংকে ৩০/৩১ তারিখের মধ্যে প্রেরিত হয়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সরাসরি কর্মকর্তা প্রদত্ত একাউন্ট ক্রেডিট করে থাকে অর্থাৎ বেতনের অর্থ ব্যাংক হিসাবে ট্রান্সফার করে থাকে।
Bill Submitted by DDO স্ট্যাটাস কখন শো করে?
অনলাইনে বিল সাবমিট করার পর সংশ্লিষ্ট একাউন্টস অফিস জমা হয়। একাউন্টস অফিস বিল পাস না করা পর্যন্ত Bill Submitted by DDO স্ট্যাটাস দেখায় সংশ্লিষ্ট কর্মকর্তার অনলাইন একাউন্টে। ১ তারিখেও Bill Submitted by DDO দেখালে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসের সাথে যোগাযোগের মাধ্যমে বিল পাশ করাতে হবে। মূলত বিল পাশ না করা হলে Bill Submitted by DDO লেখাটি অনলাইন স্ট্যাটাস এ দেখায়।
Bill approved by accounting office স্ট্যাটাস কখন শো করে?
অনলাইনে প্রেরিত বেতন বিল হিসাব রক্ষণ অফিস কর্তৃক পাশ হওয়ার পর Bill approved by accounting office স্ট্যাটাস দেখায়। এতে হিসাব রক্ষণ অফিস হতে বাংলাদেশ ব্যাংক এ EFT Generated হল। সাথে সাথে উক্ত কর্মকর্তার মোবাইলে একটি ম্যাসেজ প্রেরিত হয়। নিচে নমুনা দেখানো হয়।
EFT File Generated or EFT File Transmitted স্ট্যাটাস কখন শো করে?
হিসাবর রক্ষণ অফিস বেতন বিল পাশ করে বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করলে EFT File Generated or EFT File Transmitted লেখা প্রদর্শন করে। তখন বুঝতে হবে বাংলাদেশ ব্যাংক এ এর কাজ চলমান রয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে একাউন্টে টাকা ঢুকে যাবে। এতে কিছুটা সময় লেগে যায় কারণ একই সময়ে সার্ভারকে অনেক চাপ নিতে হয় ফলে সময় লেগে যেতে পারে। কারও ক্ষেত্রে ১ তারিখেই টাকা ঢুকে যায়। আবার কারও ক্ষেত্রে ১০ তারিখ পর্যন্ত লেগে যায়। এ নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।
ইএফটি জেনারেট হলে নিচের মতে ম্যাসেজ শো করে। বর্তমানে Generated শব্দের পরিবর্তে Transmitted শব্দ ব্যবহার করা হচ্ছে।
একাউন্টে টাকা ঢুকলে কেমন ম্যাসেজ আসে?
সাধারণত ইএফটি ট্রান্সমিটেড হওয়ার ১-১০ তারিখের মধ্যে একাউন্টে টাকা ঢুকে যায়। এক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই। কারও সাথে কোথাও যোগাযোগ করার দরকার নেই। ফাইন্যান্স ডিভিশন কর্তৃক কর্মকর্তা হিসাবে বেতনের অর্থ প্রেরণ করা হয়। একাউন্টে ঢাকা ঢোকলে নিচের চিত্রের মতো মোবাইলে ম্যাসেজ শো করে।
বি:দ্র: ইএফটি চালু করতে শুধু মাত্র সোনালি ব্যাংকে একাউন্ট থাকতে হবে এমণ নয় । যে কোন ব্যাংক হিসাবেই ইএফটি চালু করা যায়। এক্ষেত্রে কোন ব্যাংকের কোন হিসাবে টাকা আনবেন তার ডিটেইলস হিসাব রক্ষণ অফিসে প্রেরণ করতে হয়। ধন্যবাদ
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: সোনালী ব্যাংক হতে মেসেজ আসে নি তো?
উত্তর: ব্যাংক হতে সার্ভার জটিলতার কারণে মেসেজ নাও আসতে পারে। ডিসেম্বরে মেইনটিন্যান্স কার্যক্রম চলে তাই মেসেজ আসে নাই মানে বেতন পান নি এমন নয়।
প্রশ্ন কিভাবে বুঝবো বেতন এসেছে?
উত্তর: ব্যাংকে গিয়ে ব্যালেন্স চেক করুন। এটিএম কার্ড নিয়ে নিকটস্থ এটিএম বুথে গিয়ে ব্যাংক হিসাব চেক করুন। সোনালী ব্যাংকে একাউন্ট হলে ঘরে বসেই SBL BAL অথাৎ সোনালী ব্যাংক লিমিটেড স্পেস ব্যালেন্স সংক্ষেপে লিখে ২৬৯৬৯ নম্বরে মেসেজ পাঠালেই ফিরতি মেসেজে ব্যাংক বর্তমান ব্যালেন্স দেখাবে। এজন্য মোবাইলে টাকা থাকতে হবে মেসেজ বাবদ ২.৩০ পয়সা কাটবে। এছাড়াও আপনি ivr.sonalibank.com.bd এই লিংকে গিয়ে আপনার মোবাইল নম্বর ব্যবহার করে ব্যাংক ব্যালেন্স চেক করতে পারেন।
আরও দেখুন: