বার্ষিক বেতন বৃদ্ধি । উচ্চতর গ্রেড

বিএড ডিগ্রি ইনক্রিমেন্ট ২০২৫ । বিএড করলে কি অতিরিক্ত সুবিধা পাওয়া যায়?

বিএড ডিগ্রি অর্জন করলে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা নির্দিষ্ট সংখ্যক ইনক্রিমেন্ট (বেতন বৃদ্ধি) পেতে পারেন। এটি সাধারণত উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য দেওয়া হয়– বিএড ডিগ্রি ইনক্রিমেন্ট ২০২৫

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএড ডিগ্রির জন্য ইনক্রিমেন্ট-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষকগণ চাকরিতে যোগদানের ৫ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করলে, চাকরিতে যোগদানের পূর্বে অর্জিত উচ্চতর/অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার জন্য একই বেতন স্কেল ১০ম গ্রেডে থেকে অগ্রিম বর্ধিত বেতন হিসেবে ২/৩ টি ইনক্রিমেন্ট লাভ করেন।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষকগণ বি.এড. ডিগ্রিবিহীন অবস্থায় চাকুরি গ্রহণ করলে ১১তম গ্রেডের বেতন লাভ করেন। বিএড সম্পন্ন করে চাকুরিতে যোগদান করলে যোগদানের দিন হতে ১০ম গ্রেডের বেতন ভাতা পান। আর বি.এড.বিহীন সহকারী শিক্ষকগণ যোগদানের ৫ বছরের মধ্যে বি.এড. ডিগ্রি অর্জন করলে বি.এড. ডিগ্রি অর্জনের দিন হতে ১০ম গ্রেডের বেতন পান।

বি.এড. ডিগ্রি অর্জনের পর বেতন স্কেলের পরিবর্তন হয় বলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষকগণের এই বেতন বৃদ্ধিকে বি.এড. স্কেল বলে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ চাকরিতে যোগদানের ৫ বছরের মধ্যে বিএড ডিগ্রি অর্জন করলে চাকরিতে যোগদানের পূর্বে অর্জিত উচ্চতর/অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতার জন্য একই বেতন স্কেল ১০ম গ্রেডে থেকে অগ্রিম বর্ধিত বেতন হিসেবে ২/৩ টি ইনক্রিমেন্ট লাভ করবেন। একেই এডভান্স ইনক্রিমেন্ট বলে।

বেসরকারি ‍শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ বিএড স্কেল পেয়েও অতিরিক্ত অর্থ উত্তোলনের বিষয়টি মাউশির দৃষ্টিগোচর হওয়ায় সরকারি কোষাগারে ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে- আর সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকগণ পাওনাটাই যথাসময়ে পাচ্ছেন না!

এ বেতন স্কেলের ১০.১ ধারায় বলা আছে “সকল কর্মচারীর বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ হইবে প্রতি বৎসর ১ জুলাই অর্থাৎ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন নির্ধারণের পর সকল কর্মচারীর পরবর্তী বার্ষিক বেতন বৃদ্ধির তারিখ হইবে ১ জুলাই ২০১৬” তবে শর্ত থাকে যে, নতুন যোগদানকৃত কোন কর্মচারীর কোয়ালিফাইং চাকরির মেয়াদ ন্যূনতম ৬ (ছয়) হইলে তিনি বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা প্রাপ্য হইবেন।” অতএব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল এন্ড কলেজ) এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসরণ পূর্বক বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি বাস্তবায়ন করতে হবে।

Caption: B.ED

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে প্রতি আর্থিক বছরের ১ জুলাই তারিখে শিক্ষক কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি নির্ধারণ (pay fixation) এর শর্ত:

  1. মনেকরি একজন সহকারী শিক্ষক ১০ম গ্রেডে থাকা অবস্থায় ০৩(তিন) টি ইনক্রিমেন্ট পেয়ে তাঁর মুল বেতন ছিলো ১৮,৫৩০ টাকা। এ অবস্থায় ৩০ জুন, ২০২১ এর পুর্বে যে কোনো সময় তিনি উচ্চতর স্কেল পেয়ে ৯ম গ্রেডে উন্নীত হয়েছেন এবং তাঁর মুল বেতন ২২,০০০ টাকা হয়েছে। জুলাই-২০২১ মাসে তাঁর বর্তমান মুল বেতন ২২,০০০ টাকার সাথে পে-স্কেল-২০১৫ অনুসারে একটি ইনক্রিমেন্ট যুক্ত হবে এবং তিনি ২৩,১০০ টাকা মুল বেতন প্রাপ্য হবেন।
  2. মনেকরি একজন প্রভাষক ৯ম গ্রেডে থাকা অবস্থায় ০৩(তিন) টি ইনক্রিমেন্ট পেয়ে তাঁর মুল বেতন ছিলো ২৫,৪৮০ টাকা। এ অবস্থায় ৩০ জুন, ২০২১ এর পুর্বে যে কোনো সময় তিনি উচ্চতর স্কেল পেয়ে ৮ম গ্রেডে উন্নীত হয়েছেন এবং তাঁর মুল বেতন ২৬,৬৩০ টাকা হয়েছে। জুলাই-২০২১ মাসে তাঁর বর্তমান মুল বেতন ২৬,৬৩০ টাকার সাথে পে-স্কেল-২০১৫ অনুসারে একটি ইনক্রিমেন্ট যুক্ত হবে এবং তিনি ২৭,৯৭০ টাকা মুল বেতন প্রাপ্য হবেন।
  3. শিক্ষক কর্মচারীদের উচ্চতর পদে যোগদান, পদোন্নতি, উচ্চতর গ্রেড প্রাপ্তি বা অন্য যেকোন বিধি সম্মত কারণ উচ্চতর বেতন গ্রেডে উন্নিত হলে তাদের বেতন নির্ধারণের শর্তাবলী নিম্নরূপ:
  4. ০১ জুলাই, ২০১৮ এর পর যাঁরা নতুন ভাবে ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে এমপিওভুক্ত হয়েছেন তাদের অধ্যক্ষ হিসেবে এম.পি.ও.ভুক্তির সময় মূল বেতন হবে ৫০,০০০ টাকা।
  5. ০১ জুলাই, 2018 এর পর যাঁরা নতুন ভাবে ডিগ্রি কলেজে উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ হিসেবে এম.পি.ও.ভুক্তির হয়েছেন বর্তমান পদে এমপিওভুক্তির সময় তাদের মূল বেতন হবে ৪৩,০০০ টাকা। 3) ০১ জুলাই, ২০১৮ এর পর থেকে যাঁরা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে এমপিওভুক্ত হয়েছেন তাদের বর্তমান পদে এম.পি.ও.ভুক্তির সময় মূল বেতনহ বে ৩৫,৫০০ টাকা।
  6. ০১ জুলাই, ২০১৮ এর পর থেকে যাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হয়েছেন তাদের বর্তমান পদে এম.পি.ও.ভুক্তির সময় মূল বেতন হবে ২৯,০০০ টাকা।
  7. ০১ জুলাই, ২০১৮ এর পর থেকে যে সকল শিক্ষক বি.এড স্কেল বা উচ্চতর স্কেল প্রাপ্ত হয়েছেন তাদের বি.এড স্কেল বা উচ্চতর স্কেল পাওয়ার সময় মূল বেতন ৭ম, ৯ম ও ১০ম গ্রেডে যথাক্রমে ২৯,০০০ টাকা, ২২,০০০ টাকা ও ১৬,০০০ টাকা হবে।
  8. জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ জারির পূর্বে যে সকল শিক্ষক-কর্মচারী একাধিক উচ্চতর গ্রেড বা টাইম স্কেল প্রাপ্ত হয়েছেন তাদের ২য় উচ্চতর গ্রেড বা টাইম স্কেল বিধি বহির্ভূত হিসেবে গণ্য হবে।
  9. বিভিন্ন সময়ে জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা বা বিভিন্ন পরিপত্র অনুসারে শিক্ষক-কর্মচারীগণের পদ ও শিক্ষাগত যোগ্যতা অনুসারে বেতন কোড ও স্কেল নির্ধারণ করা হয়েছে। এম.পি.ও.ভুক্তির সময় কোনো শিক্ষক-কর্মচারী নিজ পদের জন্য নির্ধারিত বেতন কোড ও স্কেলের অধিক বেতন প্রাপ্ত হলে অতিরিক্ত বেতন-ভাতা বিধি বহির্ভূত হিসেবে গণ্য হবে।
  10. এছাড়া ০১ জুলাই, ২০১৮ তারিখের পর যে কোনো পদের বেতন গ্রেড বিধি মোতাবেক পরিবর্তন হলে নতুন গ্রেডে তাদের বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫ ও বেতন নির্ধারণ (Pay fixation) নীতি অনুসারে পূন:নির্ধারিত হবে।

উচ্চতর পদে যোগদান ও পদোন্নতি, উচ্চতর গ্রেড এবং বি.এড স্কেল প্রাপ্তির কারণে শিক্ষক-কর্মচারী কর্তৃক বিভিন্ন সময়ে নির্ধারিত বেতন-ভাতা’র পরিবর্তে অতিরিক্ত গৃহীত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত?

০১ জুলাই ২০১৮ হতে ৩০ জুন ২০২১ পর্যন্ত এবং বিভিন্ন সময়ে বেসরকারি (স্কুল ও কলেজ) শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীগণের উচ্চতর পদে যোগদান, পদোন্নতি, উচ্চতর গ্রেড এবং বি.এড স্কেল প্রাপ্তির কারণে সঠিক নিয়ম অনুসরণ না করে বেতন নির্ধারণ (pay fixation) করার ফলে উচ্চতর পদে উচ্চতর গ্রেড প্রাপ্তদের অনুকূলে তাঁদের প্রাপ্য বেতনের কম বা বেশি বেতন-ভাতা বরাদ্দ যাচ্ছে। এর ফলে বিভিন্ন প্রকার জটিলতা এবং আর্থিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১১/১১/২০২১ ইং তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক যে সকল শিক্ষক-কর্মচারী প্রাপ্যতার অতিরিক্ত অর্থ গ্রহণ করেছেন, গৃহীত অতিরিক্ত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে ফেরত প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমতাবস্থায়, যে সকল শিক্ষক-কর্মচারীগণের মূল বেতন যথাযথভাবে নির্ধারিত হয়নি এবং প্রাপ্যতার অতিরিক্ত অর্থ গ্রহণ করেছেন তাদেরকে আঞ্চলিক কার্যালয় থেকে অনলাইনে বিধি মোতাবেক এম.পি.ও. সীটে বেতন স্কেল সংশোধন পূর্বক গৃহীত অতিরিক্ত অর্থ চালানের মাধ্যমে ৭ মার্চ ২০২২ ইং তারিখের মধ্যে সরকারি কোষাগারে ফেরত প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ নির্দেশনা প্রতিপালনে ব্যর্থতায় প্রতিষ্ঠান প্রধানসহ সংশ্লিষ্ট সকলে দায়ী থাকবেন এবং তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

   
   
   

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।

2 thoughts on “বিএড ডিগ্রি ইনক্রিমেন্ট ২০২৫ । বিএড করলে কি অতিরিক্ত সুবিধা পাওয়া যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *