“সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে বরাদ্দ না থাকলেও বেতন বিল পাস হয়” এটি একটি সর্বাধিক শ্রবিত বাক্য। বর্তমানে iBAS++ চালু হওয়ার পর বেতন ভাতা কোডে অর্থ বরাদ্দ না থাকলে আর বেতন ভাতা পাস হয় না। এমতাবস্থায় আইবাস ++ এ বরাদ্দ না আসা পর্যন্ত বেতন ভাতা পাস হয় না।
প্রশ্ন: iBAS++ এ মার্চ/২০২০ মাসের বেতন বিল Submit করতে গিয়ে দেখি, মেসেজ দেখাচ্ছে যে, এই কোডে যথেষ্ট ফান্ড নাই, সমাধান কি?
উত্তর: যথাশীগ্র সম্ভব উক্ত মূল বেতন কোডে সংশ্লিষ্ট ডিজি অফিস বা বরাদ্দ প্রদানকারী অফিসের মাধ্যমে আইবাস++ এ বেতন ভাতা বাজেটে যোগ করে নিতে হবে। তারপর বেতন বিল সাবমিট করতে হবে।
প্রশ্ন: বাজেট বরাদ্দ আছে তারপরও কেন পর্যাপ্ত বাজেট নাই দেখাচ্ছে?
উত্তর: এক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের ডিডিও কর্তৃক বাজেট হোল্ড করা থাকতে পারে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিডিও এর সাথে যোগাযোগ করুন।
প্রশ্ন: সব ঠিক আছে, বাজেট আছে, তারপরও কেন ওলটা পালটা ম্যাসেস দিচ্ছে?
উত্তর: অনেক সময় সার্ভার ডাউন থাকে। তাই পরবর্তীতে চেষ্টা করে দেখতে পারেন।
বি:দ্র: অতিমাত্রায় চাপের কারণে ২০-২৫ তারিখ পর্যন্ত সার্ভার ডাউন থাকে তাই, বেতন ভাতা বা অন্য যে কোন বিল সাবমিট করুন পরবর্তীতে চেষ্টা করে। অর্থাৎ এই মুহুর্তে হচ্ছে না, তাই একটু পরে আবার চেষ্টা করুন।
আরও দেখুন:
- iBAS++: বেতন বিল Submit করতে গিয়ে দেখি Insufficient Budget দেখাচ্ছে, করনীয় কি?
- অনলাইনে বিল Submit করার পরে হিসাব রক্ষণ অফিসে হার্ড কপি পাঠানো বাধ্যতামূলক কিনা?
- নববর্ষের বিল Submit করতে গেলে এইটা আসে, আমার করনীয় কি?
- সরকারি কর্মকর্তাদের বেতন ০১ ও ০২ তারিখে EFT Transmit করবে।
- পেনশনারদের মাসিক পেনশন অনলাইনে প্রাপ্তির EFT ইএফটি ফরম।
- iBAS++ ব্যবহারে নিরাপত্তা নিশ্চিতকরণের উপায়।
- সরকারি কর্মচারীদের ইএফটির জন্য নতুন ফরমটির (৪ পৃষ্ঠা) PDF and Docx FORMAT
- আপনার দাখিলকৃত বেতন বিলের স্ট্যাটাস চেক করুন অনলাইনেই।
- মাসের ২ তারিখ এখনও একাউন্টে টাকা আসেনি, করনীয়?
- GPF Slip বা আয়কর Statement নিন অনলাইনে।
- অনলাইনে বেতন বিলের জন্য Self Registration করবেন যেভাবে।
- অনলাইনে কিভাবে বেতন বিল দাখিল করতে হয়? দেখে নিন।
DDO er মাধ্যমে দ্রুত বাজেট যোগ করুন।