সাধারণত সরকারী কর্মচারীদের ০৩ বছর পর পর বদলী হতে হয়। অথবা পদোন্নতি প্রাপ্ত হলেই নতুন কর্মস্থলে যোগদান করতে হয়। সে সেক্ষেত্রে যোগদান পত্র লেখার প্রয়োজন পড়ে। নিচে নমুনা ও সংশোধনযোগ্য কপি প্রদান করা হলো।
বরাবর,
প্রকৌশলী
বাংলাদেশ বেতার
ঢাকা।
বিষয়: যোগদান প্রসঙ্গে।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারীকে তথ্যমন্ত্রণালয়, বেতার-১, অধিশাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকার ২৮-০২-২০১৮ খ্রি: তারিখের ১৫.০০০০.০৩.১৪.৮৩(১২) নং পত্র মোতাবেক সিনিয়রপ্রকৌশলী/ আবাসিক প্রকৌশলী পদে বদলী/ পদায়ন করা হয়। উক্ত বদলী আদেশ সম্পর্কে আমি ০১/০৩/১৮ খ্রি: তারিখ অপরাহ্নে অবগত হই। ০২/০৩/২০১৮ ও ০৩/০৩/২০১৮ খ্রি: তারিখ সাপ্তাহিক ছুটি থাকায় বদলী আদেশ মোতাবেক ০৪-০৩-২০১৮ খ্রি: (পূর্বাহ্ন) তারিখে কাজে যোগদান করিলাম।
অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা আমার কাজে যোগদান পত্রটি গ্রহন করে বাধিত করবেন।
বিনীত নিবেদক,
তারিখ: ০৪-০৩-২০১৮ খ্রি:
(মো: আতিকুর )
আবাসিক প্রকৌশলী
সাভার, ঢাকা
পদোন্নতিতে যোগদানপত্র JPG কপি সংগ্রহ করতে পারেন: ডাউনলোড