মহার্ঘ ভাতা বৈষম্য ২০২৫ । ফ্ল্যাট হারে ২০% মহার্ঘ ভাতা দিলে কর্মচারীদের সর্বোচ্চ ২,০০০ টাকা বাড়বে?
মহার্ঘ ভাতার যে সিদ্ধান্তগুলো সেটি ২০১৩ সালের সিদ্ধান্তের মতোই হতে যাচ্ছে -মহার্ঘ ভাতা যদি দুটি ধাপে নিম্ন গ্রেড ও উচ্চগ্রেড অনুসারে না দেয়া হয় তবে সেটি কর্মচারীদের জন্য সুখবর বয়ে আনবে না-বৈষম্যযুক্ত পে-স্কেলে শতাংশ হারে যা-ই দেয়া হোক না কেন তা বৈষম্য বয়ে আনবে –মহার্ঘ ভাতা বৈষম্য ২০২৫
মহার্ঘ ভাতা কি তাহলে ২০% সর্বোচ্চ?–অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ‘মহার্ঘ ভাতা’ সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গত ডিসেম্বরে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। ওই কমিটি পর্যালোচনা শেষে গ্রেডভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে। তখন সরকার পিছিয়ে এলে এখন সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে। ভাতা দিলে আগামী অর্থবছরে বাড়তি কত খরচ হবে, সেই হিসাব-নিকাশও কষছে সরকার। এভাবে বৈষম্যযুক্তভাবে মহার্ঘ ভাতা ঘোষনা করলে উপরের স্তরের কর্মকর্তা বা আমলারা লাভবান হবে কিন্তু নিম্নশ্রেণীর কর্মচারীদের বর্তমান মূল্যস্থিফির বাজারে উপকারে আসবে না।
বর্তমানে কত লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন? জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন ১৪ লাখ ৪৩ হাজার ৫১৮ জন কর্মরত আছে। সরকারি কর্মকর্তা অর্থাৎ ১ম থেকে ১০ম গ্রেডে ৩ লাখ ৪০ হাজার ৭৪৪ জন আছে। সরকারি কর্মচারী অর্থাৎ ১১তম থেকে ২০তম গ্রেডে ১১ লাখ ২ হাজার ৭৭৪ জন আছেন। সরকারি কর্মচারীদের মূল বেতনের ফ্ল্যাট ২০% মহার্ঘ ভাতা দিলে ১৬৫০ টাকা মহার্ঘ ভাতা আসবে সেখানে আমলারা বলবে দয়া করে তাদের সর্বনিম্ন ২০০০ টাকা করে দিন।
সরকারি গত জানুয়ারিতে কেন সরে আসছিল? গত জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সামালোচনা করেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষপটে তখন মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও উদ্যোগ নিয়েছে সরকার।অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্বগণ। অথচ এটি সবাই জানে যে, ৮২৫০ টাকা বেতন বর্তমান সময়ে কোনভাবে যুক্তিযুক্ত নয়।
অর্থ বিভাগের অনুসারে মহার্ঘ ভাতা সর্বোচ্চ ২০ শতাংশের বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
এবারের মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যোগ না হলে বা সর্বনিম্ন ২০০০ টাকা এমন মহার্ঘ ভাতা দিলে সরকারি কর্মচারীদের জন্য আরও একটি বৈষম্যের যাত্রা শুরু হবে।
Caption: Mohargo Vata Order 2013
মহার্ঘ ভাতা নিম্নগ্রেড ২০২৫ । মহার্ঘ ভাতা কি সর্বনিম্ন ২০০০ টাকা হতে পারে?
- ২০ গ্রেডের সর্বনিম্নের মূল বেতন ৮২৫০ টাকা।
- সে হিসেবে যদি ২০ পার্সেন্ট মহার্ঘভাতে দেওয়া হয়।
- তবে ১৬৫০ টাকা মহার্ঘ ভাতা আসবে।
- সরকার হয়তো এখানে সর্বনিম্ন দুই হাজার টাকা বেধে দেবে।
- কর্মচারীদের জন্য দুই হাজার টাকা খুব বেশি সুফল বয়ে আনবে না।
কর্মকর্তাদের জন্য কি তাহলে সর্বনিম্ন ৮০০০ টাকা বাড়বে?
হতে পারে। – ২২ হাজার টাকা নবম গ্রেডে যদি কারো মূল বেতন হয় তাহলে সেখানে যদি ২০% বৃদ্ধি করা হয় তবে ৪ হাজার ৪০০ টাকা বাড়বে। উচ্চ গ্রেডের কর্মকর্তা বা আমলাদের বাড়বে আট হাজার টাকা যা সর্বোচ্চ হার হিসেবে বেধে দেওয়া হবে। তাহলে দেখা যাবে কর্মচারীদের যেই লাউ সেই কদু। কর্মচারীরা সারা বছর আন্দোলন ও মাঠে ঘাটে রোদ বৃষ্টি থেকে ২০০০ টাকা পেল অন্যদিকে কর্মকর্তারা ৮০০০ টাকা পাবে। নিম্ন স্কেলের কর্মকর্তাদের বাড়বে ৪,৪০০ টাকা এবং উচ্চ গ্রেডের বাড়বে ৮০০০ টাকা।
মহার্ঘ ভাতার আপডেট ২০২৫ । সরকারি বিশেষ সুবিধা সমন্বয় করলে কত টাকা মূল বেতন দাড়াবে?
মূল বেতনে যদি কোন পরিবর্তন যদি না হয় | তবে কর্মচারীরা | যেকোনো সুবিধা হয় |
বৈষম্যের শিকার হবে | কর্মচারীদের দাবি | শোনার যেন কেউ নেই |
বেতন বৈষম্য দুর করে,নতুন পে স্কেল চালু করা হোক,নিন্ম বেতন ৩০ হাজার টাকা এটা দাবি নচেৎ আমাদেরকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে,,,
বৈষম বিরোধী আন্দোলন করেছি, নতুন সরকার আমাদের
১১-২০ গ্রেডের বেতন বৃদ্ধি করুন,আর চলতে পারছি না।আমাদেরও তো সন্তান আছে তাদেরকে ভালোভাবে পড়ালেখা করার এক দিন ভালো খাওয়ার তো চাহিদা রয়েছে,, আউটসোর্সিং এর মাধ্যমে আমরা যারা আছি নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, একটা রাজস্বের ব্যবস্থা করে দেন,, এটাই প্রাণের দাবি,মাস্টার্স পাশ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তির জন্য ২০ গ্রেডের চাকরি করি,, আল্লাহর আস্তে আমাদের জন্য ভালো কিছু করেন নাইলে আমারা প্রাণে মারা যাবো,,,