সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসেই বেতনের সাথে পাওয়া যাবে কিনা-জানুয়ারি হতে কার্যকর হবে কিনা বা ৪০০০ টাকাই পাওয়া যাবে কিনা এমন প্রশ্ন করছেন অনেকেই-গত ০৯ জানুয়ারি ২০২৫ তারিখে জ্যৈষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিং এরপর আর কোন তথ্য কর্তৃপক্ষ জানায়নি তবে ইতোমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন- মহার্ঘ ভাতা সর্বশেষ খবর ২০২৫
মহার্ঘ ভাতার গেজেট কবে হবে? –গত ১১ ডিসেম্বর ২০২৪ তারিখে মহার্ঘ ভাতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। আজ জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান এবং কমিটির সদস্য হিসেবে সাংবাদিকদের প্রশ্নোত্তরে অবগত করেছেন যে, মহার্ঘ ভাতা বিষয়ে দুটি মিটিং ইতোমধ্যে হয়েছে। মোট কথা মহার্ঘ ভাতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবায়িত হবে এমন মন্তব্য করেছেন তিনি। ইতোমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশেরই দৃষ্টি গোচর হয়েছে। তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেটে না হওয়া পর্যন্ত ৪০০০-৭৮০০ টাকা মহার্ঘ ভাতার ঘোষণা ধরা ছোয়ার বাহিরেই থেকে যাবে।
সমালোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হচ্ছে? মহার্ঘ্য ভাতা নিয়া অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে তার প্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিৎ এমন দাবি করছেন। বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোেতাবেক যদি ৪০০০ টাকা ভাতা বাড়ে এবং তাদের কথা অনুযায়ী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যোগ হয় তাহলে সর্বনিম্ন ৮২৫০+৪০০০+ইনক্রিমেন্ট % বাসা ভাড়া তাহলে তো জুলাই থেকে প্রায় ৬-৭ হাজার টাকার মতো বেড়ে যায় এই পর্যন্ত অনেক ধরনের পোস্ট তো দেখছি আসলে হিসেব কি হবে এমন প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। গেজেট হলে বা কোন প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না।
মহার্ঘ ভাতা কি পেনশনারদেরও বাড়বে? সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করা বোঝা যায় যে, এবারের মহার্ঘভাতা অন্য সময়ের থেকে আলাদা হবে এবং সচিব মহোদয় মহোদয় তিনটি পয়েন্ট উল্লেখ করেছেন। ১। এবারের মহার্ঘভাতা অপসরপ্রাপ্ত পেনশন ভোগীরাও পাবেন। ২। মহার্ঘ্য ভাতা রিজনাবেল হারে পাবেন। ৩। মহার্ঘ্যভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় বেসিকের সাথে যুক্ত হবে। এই তিনটি পয়েন্ট যে শুধু অবসর ভোগীদের জন্য নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।
বাজেট না থাকলে কি মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে? সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গ্রেড অনুযায়ী দুই ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার।সাড়ে ১৪ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত ৭ হাজার কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতার জন্য কোন বরাদ্দ রাখা হয়নি। তাই আগামী মাস হতেই মহার্ঘ ভাতার টাকা হাতে পাবেন এমনটি আশা করা ভুল। সংশোধিত বাজেট আসতেও মার্চ হতে এপ্রিল মাস লেগে যায় তাই মার্চ হতে এপ্রিলের আগে এমন ঘোষনা নাও আসতে পারে। তাছাড়া মহার্ঘ ভাতার সর্বনিম্ন হার ৪০০০ নাকি ৩০০০ টাকা হবে এমন বিষয়ে স্পষ্টীকরণ পাওয়া যায় নি। বরাদ্দ না আসা পর্যন্ত বেতনের সাথে পাওয়া যাবে না এবং অন্যদিকে ঘোষণা বা গেজেট জারি হওয়ার পরই কেবল বরাদ্দ আসতে পারে।
মহার্ঘ্য ভাতার সর্বশেষ আপডেট ২০২৫ । চলতি অর্থ বছরেই কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে।
জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির ফলে ( দ্রব্য + নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম + যাতায়াত ব্যয় ইত্যাদি ব্যয় বৃদ্ধি) শ্রমিক বা কর্মচারীদের সাময়িক ভাবে মূল বেতনের সাথে যে অতিরিক্ত ভাতা বা অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করা হয় তাই “মহার্ঘ ভাতা” বলে পরিচিত। ৯ জানুয়ারির পর মহার্ঘ ভাতা নিয়ে নতুন কোন তথ্য এখনও প্রকাশিত হয়নি। আমার ব্যক্তিগত মতামত ১ জানুয়ারি হতে মহার্ঘ ভাতা কার্যকরের ঘোষনা আসলেও জুলাই মাসের বেতনের পূর্বে মহার্ঘ ভাতা হাতে পাওয়া যাবে না।
সূত্র: জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব মহোদয় ও যমুনা টিভি
মহার্ঘ ভাতা কি শতকরা হারে বাড়বে?
সচিব সহোদয় মোখলেসুর রহমান বলেন, ‘মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন মেম্বর এমনটি উল্লেখ করেন তিনি। ইতোমধ্যেই দুইটা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে।’ তবে এবার ব্যতিক্রম হবে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে। একটা রিজেনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।’ এই বাজেটেই মহার্ঘ ভাতা কার্যকর হবে কিনা এ প্রশ্নে তিনি বলেন, ‘এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ।’
ইতোপূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল?
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থ লগ্নী প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্ভর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের ২০% (বিশ শতাংশ) হারে মাসিক সর্বনিম্ন ১,৫০০/- (এক হাজার পাঁচশত টাকা এবং সর্বোচ্চ ৬,০০০/- (ছয় হাজার) টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত নিয়োগকারী বা মালিক (Employer) কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে (Employees) নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তা-ই মহার্ঘ ভাতা । মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় । এটি প্রতি মাসেই দেয়া হয়ে থাকে । যেমন কারও মাসিক বেতন ১০,০০০ টাকা, আর মহার্ঘ ভাতা যদি হয় ২০% তাহলে তার বেতন দাঁড়াবে ২,০০০ টাকা । সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেয়া হয়।
এবার কি মহার্ঘ ভাতা ব্যতিক্রম হবে?
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সরকার মহার্ঘ ভাতা দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শিগগিরই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান। এ বাজেটে মানে ৩০ জুনের মধ্যে, আমি বলব অবশ্যই এর মধ্যে হবে। তার আগে হবে ইনশাআল্লাহ। কোন মাস থেকে ধরা হবে সে বিষয়ে সচিব বলেন, অনুমান করে বলা ঠিক হবে না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ও অর্থসচিব পরিষ্কার করে বলতে পারবেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মোখলেসুর রহমান জানান, মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের। তবে আমিও একজন মেম্বর। ইতিমধ্যেই দুইটা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতা খুব শিগগিরিই হবে। তবে এবার ব্যতিক্রম হবে। আগে পেনশনভোগীরা মহার্ঘ ভাতা পেত না, এবার পাবে। একটা রিজেনেবল পাবে। পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ হবে।
চুক্তি ভিত্তিক যারা আছেন তারা কি মহার্ঘভাতা পাবেন?? জানাবেন ta hoke
মনে হয় না। পূর্বের আদেশে এ রকম ছিল না।
মহার্ঘ কি ফেব্রুয়ারিতে হচ্ছে।
অবস্থার প্রেক্ষিতে মনে হচ্ছে না ফেব্রুয়ারিতে হবে।