পে-স্কেল I গেজেট । প্রজ্ঞাপন । পরিপত্র

মুক্তিযোদ্ধা ভাতা 2024 । “এ” শ্রেণীর পঙ্গু মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৪৫,০০০ টাকা

বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে ২০ হাজার টাকা নির্ধারণ করেছে। চলতি মাসে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ১১৯৯৮ জন মুক্তিযোদ্ধার জন্য বিভিন্ন হারে ২১২ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার টাকা মঞ্জুরী প্রদান করেছে।

তারামন বিবি বীর প্রতীক হিসেবে ১৫ হাজার টাকা মাসিক ভাতা পান এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার মাসে ৩০,০০০ টাকা ভাতা পাচ্ছেন।  মুক্তিযোদ্ধা ভাতা ২০২২ । বর্তমানে মোট মুক্তিযোদ্ধা ভাতার পরিমাণ কত?

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

বাজেট অধিশাখা সচিবালয় সংযােগ সড়ক, ঢাকা

www.molwa.gov.bd

স্মারক নম্বর-৪৮.০০.০০০০.০০৬.৬১.০০১.২০১৯ (অংশ)- ১ তারিখঃ ০৫ সেপ্টেম্বর ২০২২

প্রেরক : উপসচিব (বাজেট)

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা

প্রাপক : চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়

সেগুনবাগিচা, ঢাকা।

বিষয়: যুদ্ধাহত মুক্তিযােদ্ধা ও অন্যান্য মুক্তিযােদ্ধাদের সম্মানি ভাতা বাবদ আর্থিক মঞ্জুরি জ্ঞাপন প্রসংঙ্গে।

আদিষ্ট হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থবছরের বাজেটে বিশেষ কার্যক্রমের আওতায় ১২০০০১৮০৭ কোডে যুদ্ধাহত মুক্তিযােদ্ধা ও অন্যান্য মুক্তিযােদ্ধাদের সম্মানি ভাতা শিরােনামে ৩৭২১১০২ কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত ৪৫৬,০০,০০,০০০/- (চারশত ছাপান্ন কোটি) টাকা হতে ১১৯৯৮ জন বীর মুক্তিযােদ্ধার সম্মানি ভাতা বাবদ ২১২,৬৩,৬৪,০০০/(দুইশত বারাে কোটি তেষট্টি লক্ষ চৌষট্টি হাজার) টাকা বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্টের অনুকূলে ১ম কিস্তি (জুলাই-ডিসেম্বর, ২০২২ প্রান্তিকে ০৬ মাসের জন্য) ছাড়ে নিমােক্ত বিভাজন ও শর্তানুসারে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করছি:

মুক্তিযোদ্ধা ভাতা 2022, মুক্তিযোদ্ধা ভাতার উত্তরাধিকার কারা, মুক্তিযোদ্ধাদের এককালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতার নিয়ম, মুক্তিযোদ্ধা ভাতা বাড়ছে আরও তিন হাজার টাকা, মুক্তিযোদ্ধা ভাতা স্থগিত, মুক্তিযোদ্ধা ভাতা ফরম, মুক্তিযোদ্ধা ভাতার উত্তরাধিকার ২০২০,

০২। শর্তাবলী:

(ক) মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রণীত প্রবিধান ও প্রজ্ঞাপন অনুযায়ী সম্মানি ভাতা পরিশােধ করতে হবে;

(খ) পরবর্তী প্রস্তাব প্রেরণের সময় হালনাগাদ ব্যাংক হিসাবসহ ছাড়কৃত টাকার ব্যয় বিবরণী প্রেরণ করতে হবে;

(গ) অব্যয়িত অর্থ (যদি থাকে) ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে;

(ঘ) প্রকৃত প্রয়ােজনের নিরিখে সরকার অনুমােদিত নির্দিষ্ট হারে সম্মানি ভাতা পরিশােধ করতে হবে।

০৩। এ বিষয়ে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ৩০-০৮-২০২২ তারিখের ০৭.১০৮.০২০.৬৩.০৫.০৩১.২০২২ সংখ্যক নথির উদ্ধৃতাংশমূলে সম্মতি রয়েছে। ০৪। ছাড়কৃত অর্থ বাংলাদেশ মুক্তিযােদ্ধা কল্যাণ ট্রাস্টের, ব্যবস্থাপনা পরিচালক আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে যথাযথ বিলের মাধ্যমে চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে উত্তোলনপূর্বক বিতরণের ব্যবস্থা নিশ্চিত করবেন।

(ডা: মু: আসাদুজ্জামান)

উপসচিব (বাজেট)

টেলিফোনঃ ২২৩৩৮০১৩৩

 

মুক্তিযোদ্ধা ভাতা । “এ” পঙ্গ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৪৫,০০০ টাকা এ সংক্রান্ত মঞ্জুরীপত্র: PDF ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *