সাধারণত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট কর্তন করতে হয়। কিছু ক্ষেত্রে আবার ভ্যাট কর্তন করতে হয় না যে, জ্বালানি, বিদ্যুৎ, পানি ইত্যাদি। উল্লেখিত বা তালিকা ভূক্ত ক্ষেত্রে বা খাত যদি খুজে না পান তবে ১৫% হারে অর্থাৎ বিধি রেট প্রযোজ্য হইবে।

২০২৪-২০২৫ অর্থ বছরের ভ্যাট কর্তন তালিকা

০১. অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (এসি) -১৫%

০২. অপ্যায়ন/খাদ্য দ্রব্য ক্রয় (নন এসি)-৭.৫%

০৩. মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ-১০%

০৪. আসবাবপত্র বিপনন কেন্দ্র-৭.৫%

০৫. জ্বালানী (সিএনজি/অকটেন/ডিজেল)-৫%

০৬. যান্ত্রিক লন্ড্রি-১৫%

০৭. ডকইয়ার্ড-১০%

০৮. নিলামকারী সংস্থা-১৫%

১০. তথ্য প্রযুক্তি নির্ভর সেবা-৫%

১১. ছাপাখানা-১০%

১২. ইন্ডেটিং সংস্থা-৫%

১৩. ইন্টারনেট-৫%

১৪. মেরামত ও সার্ভিসিং-১০%

১৫. শীতাতপ নিয়ন্ত্রিত বা তাপানুকুল লঞ্চ সার্ভিস-৫%

১৬. বোর্ড সভায় যোগানদারকারী-১০%

১৭. ভবন , মেঝে ও অংগন পরিস্কার বা রক্ষণাবেক্ষণকারী সংস্থা-১০%

১৮. ক্রয় বা যোগানদার -৭.৫%

১৯. নির্মাণ সংস্থা ৭.৫%

২০. বিজ্ঞাপনী সংস্থা-১৫%

২১. নিলামকৃত পন্যের ক্রেতা-১৫%

২২. বিবিধ-১৫%

২০২৪-২০২৫ অর্থ বছরের ভ্যাট কর্তন তালিকা PDF পূর্নাঙ্গ কপি সংগ্রহে রাখুন: ডাউনলোড

ভ্যাট কর্তনের হার ২০২৪-২০২৫ pdf । New Vat Rate Which is Applicable for New Fiscal Year

এ বছর ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে উৎসে কর্তনের সঙ্গা পরিবর্তন করা হয়েছে। “উৎসে কর কর্তনকারী সত্তা” বা সংস্থা হল কোন সরকারি সত্তা, এনজিও বিষয়ক ব্যুরো বা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কোন বেসরকারি প্রতিষ্ঠান, কোন ব্যাংক, বীমা কোম্পানী বা অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, কোন মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, কোন লিমিটেড কোম্পানী, দশ কোটি টাকার অধিক বার্ষিক টার্নওভারযুক্ত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ভোক্তার নিকট হতে ভ্যাট কর্তন করে সরকারি কোষাগারে জমা দিবে।

New VAT Source TAX Rate 2024-2025

VAT Rate 2024-25 PDF File Download

ভ্যাট কর্তনের কত দিনের মধ্যে তা সরকারি কোষাগারেজমা দিতে হয়?

সরকারি সত্তা হিসেবে উৎসে কর্তিত ভ্যাট জমাদানের সময়সীমা ভ্যাট কর্তনের ১৫ কর্মদিবসের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। যদি উৎসে ভ্যাট কর্তন না করা হয় তাহলে ভ্যাট করতিপক্ষ জরিমানা হিসাবে ২% সুদ ধার্য করতে পারে এবং নির্ধারিত সময়ের মধ্যে কর্তন করা অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া না হলে কর্তনকারী ব্যক্তি, জমাদানের দায়েত্ত থাকা ব্যক্তি এবং উক্ত কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রত্যেককেই আলাদা আলাদা ভাবে অনধিক ২৫,০০০ টাকা ব্যক্তিগত জরিমানা আরোপ হতে পারে। তাই সময়মত ভ্যাটের হিসাব বা কর্তিত ভ্যাট সরকারি তহবিলে জমা দিন।

উৎসে আয়কর কর্তনের হার ২০২৩-২৪ । ৩% উৎসে আয়কর কর্তন পরিপত্র দেখুন

আরও দেখুন:

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 3057 posts and counting. See all posts by admin

14 thoughts on “নতুন ভ্যাট ও আয়কর কর্তন হার ২০২৪-২৫ । কোন খাতে কত ভ্যাট কর্তন করবেন দেখে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *