পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

Pension Document List 2025 । পেনশন মঞ্জুরির প্রয়োজনীয় ফরম, সনদ ও কাগজপত্রের তালিকা?

সরকারি কর্মচারীর নিজের অবসর গ্রহণের ক্ষেত্রে আনুতোষিক ও অবসর ভাতা পাওয়ার জন্য নিম্নে বর্ণিত ফরম, সনদ ও কাগজপত্রাদি হিসাব রক্ষণ অফিসে দাখিল করিতে হইবে এবং হিসাবরক্ষন অফিস ইহার অতিরিক্ত কোন ফরম, সনদ ও কাগজপত্রাদি চাহিতে পারিবে না-Pension Document List 2025

অবসর নিলেও কাগজপত্র জমা দিতে হবে? অবসর গ্রহণের পর ভাতা পাওয়ার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই প্রয়োজন হবে। সরকারি কর্মচারী বা বেসরকারি চাকরিজীবী যেই হোন না কেন, পেনশন বা ভাতার জন্য আবেদন করার সময় কিছু নির্দিষ্ট কাগজপত্র দাখিল করতে হয়। এগুলো মূলত আপনার চাকরির রেকর্ড, পরিচিতি এবং আর্থিক বিষয় যাচাই করার জন্য প্রয়োজন হয়।

পেনশন ডকুমেন্ট ২০২৫

(১) নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বুক/গেজেটেড কর্মচারীর ক্ষেত্রে চাকুরির বিবরণী- ০১ কপি।
(২) পিআরএল-এ গমনের মঞ্জুরিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)- ০১ কপি।
(৩) প্রত্যাশিত শেষ বেতন পত্র/শেষ বেতন পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)- ০১ কপি।
(৪) পেনশন ফরম ২.১ (সংযোজনী-৪)- ০১ কপি।
(৫) সত্যায়িত ছবি- ০৪ কপি।
(৬) প্রাপ্তব্য পেনশনের বৈধ উত্তরাধিকার ঘোষণা পত্র (সংযোজনী-২)- ০৩ কপি।
(৭) নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আংগুলের ছাপ (সংযোজনী-৬)- ০৩ কপি।
(৮) না-দাবী প্রত্যয়ন পত্র (সংযোজনী-৮)- ০১ কপি।
(৯) পেনশন মঞ্জুরী আদেশ- ০১ কপি।

Pension Document List 2023। পেনশন মঞ্জুরির প্রয়োজনীয় ফরম, সনদ ও কাগজপত্রাদির তালিকা।


Pension Document List । পেনশন মঞ্জুরির প্রয়োজনীয় ফরম, সনদ ও কাগজপত্রাদির তালিকা।

উক্ত কাগজপত্রাদি যুক্ত করলেই চলবে। কর্মচারী বা কর্মকর্তার জন্য উক্ত কাগজপত্রগুলিই যথেষ্ট। 

আনুতোষিক ও অবসর ভাতা পাওয়ার জন্য বর্ণিত ১ থেকে ১০ নং ক্রমিকে উল্লিখিত ফরম, সনদ ও কাগজপত্রসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ বরাবর আবেদন করিতে হইবে এবং উক্ত ফরম, সনদ ও কাগজপত্রাদির ভিত্তিতে প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক জারীকৃত পেনশন মঞ্জুরির আদেশসহ ১-১০ নং ক্রমিকে উল্লিখিত কাগজপত্র হিসাবরক্ষণ অফিসে দাখিল করিতে হইবে। হিসাবরক্ষণ অফিস ইহার অতিরিক্ত কোন ফরম, সনদ ও কাগজপত্রাদি চাহিতে পারিবে না।

  • পেনশন মঞ্জুরীর সংযোজনী ফরমগুলি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড
  • আরও বিস্তারিত জানতে পেনশন বিধিমালা দেখে নিতে পারেন: ডাউনলোড

পেনশন সহজীকরণ আদেশ ২০২০ । পেনশন সহজীকরণ নীতিমালা PDF । পেনশন বিধিমালা ২০২৩

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে প্রশ্ন থাকলে বা ব্যাখ্যা জানতে পোস্টের নিচে কমেন্ট করুন।