পেনশন উত্তরাধিকারী হওয়ার বিধান 2025। যে যে কারণে স্ত্রী আনুতোষিক /পেনশন প্রাপ্তিতে বঞ্চিত হইতে পারে
নিম্নোক্ত কারণে স্ত্রী আনুতোষিক /পেনশন প্রাপ্তিতে বঞ্চিত হইতে পারে- (ক) স্মারক নং ২৫৬৬(৪০)-এফ, তারিখ: ১৬ এপ্রিল, ১৯৫৯ এর সেকশন-১ এর ৩ নং অনুচ্ছেদ এবং সংযুক্ত ফরম “এ” ও “বি” এবং পেনশন সহজীকরণ নীতিমালা মোতাবেক চাকরিজীবী স্বামী স্ত্রীকে ব্যতীত পরিবারের অন্যান্য এক বা একাধিক সদস্যের অনুকুলে আনুতোষিক ও পেনশনের সম্পূর্ণ অংশের জন্য মনোনয়ন প্রদান করিয়া থাকিলে। পেনশন সহজীকরণ আদেশ ২০২০ । পেনশন সহজীকরণ নীতিমালা PDF । পেনশন বিধিমালা ২০২৩
(খ) পুনর্বিবাহ করিলে পেনশন প্রাপ্তিতে বঞ্চিত হইবেন।
(গ) স্বামীর হত্যাকারী হিসাবে প্রমাণিত হইলে। কারণ বিদ্যমান পারস্যনাল ল’ অনুসারে হত্যাকারী নিহত ব্যক্তির সম্পত্তির উত্তরাধিকার হয় না। চাকরি সংক্রান্ত কোন বিধিতে এইরূপ বিধান না থাকিলেও পারস্যনাল ল’ এর বিধান এইক্ষেত্রে অনুসরণীয়। পেনশন ফরম ও পেনশন আইন, পদ্ধতি/বিধিমালা।
প্রশ্নোত্তর পর্ব:
- প্রশ্ন: স্বামীকে হত্যা করলে পেনশন পাওয়া যাবে না?
- উত্তর: না।
- প্রশ্ন: দ্বিতীয় বিয়ে করলে কি পেনশন পাওয়া যাবে না?
- উত্তর: না।
স্ত্রী কখন পেনশন পাবেন না? স্ত্রী আনুতোষিক বা পেনশন থেকে বঞ্চিত হওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে। সাধারণত, স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রী এই সুবিধাগুলি পেয়ে থাকেন, তবে কিছু ক্ষেত্রে তিনি তা নাও পেতে পারেন। যেমন, যদি তিনি পুনরায় বিবাহ করেন অথবা স্বামীর মৃত্যুর পূর্বে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়, সেক্ষেত্রে তিনি এই সুবিধা নাও পেতে পারেন। এছাড়াও, যদি স্বামীর চাকরির নিয়মাবলীতে এই ধরনের সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকে, তাহলেও স্ত্রী বঞ্চিত হতে পারেন। যদি কোনো বিধবা স্ত্রী পুনরায় বিবাহ করেন, তবে তিনি সাধারণত স্বামীর পেনশনের সুবিধা থেকে বঞ্চিত হন। স্বামীর মৃত্যুর আগে যদি তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়, তবে স্ত্রী স্বামীর পেনশন বা আনুতোষিকের অধিকারী নাও হতে পারেন। কিছু ক্ষেত্রে, পেনশনের নিয়মাবলীতে বিধবা স্ত্রীর জন্য কিছু নির্দিষ্ট শর্ত বা সময়সীমা থাকতে পারে। সেই শর্ত পূরণ না হলে বা সময়সীমা উত্তীর্ণ হলে তিনি এই সুবিধা নাও পেতে পারেন। যদি স্বামীর একাধিক স্ত্রী বা সন্তান থাকে, তবে পেনশনের অংশ অন্যদের মধ্যেও বণ্টন হতে পারে, যার ফলে একজন স্ত্রী প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হতে পারেন। কোনো আইনি জটিলতা বা স্বামীর পেনশনের কাগজপত্রে ত্রুটির কারণেও স্ত্রী পেনশন বা আনুতোষিক প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন। এসব ক্ষেত্রে, স্ত্রীর উচিত দ্রুত স্বামীর চাকরির নিয়মাবলী ও পেনশনের কাগজপত্র যাচাই করা এবং প্রয়োজনে আইনগত সহায়তা নেয়া।
Pension Book PDF File । পেনশন বিধিমালা PDF ডাউনলোড করুন
এল প্রিয়ারে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করি আমি ২০০৬ সালে আমার প্রথম স্ত্রীর ইন্তেকাল করেছে এখন আমার দ্বিতীয় স্ত্রী কি পারিবারিকভাবে আমার মৃত্যুর পরে
না। পিআরএল এবং অবসর একই কথা তাই এ সময় দ্বিতীয় বিবাহ করলে দ্বিতীয় স্ত্রী পেনশন বঞ্চিত হতে পারে।