পেনশন । লাম্পগ্র্যান্ট I পিআরএল

পেনশন চালুর নিয়ম নীতি ২০২৫ । স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পেনশন সুবিধা চালু করা যায়?

মন্ত্রিপরিষদ বিভাগের ০৯-০৮-১৯৯৯ তারিখের মপবি/শা:ক্র:/অর্থ-০৭/৯৯-১৬৩ নং স্মারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/সিটি কর্পোরেশনে পৌরসভায় পেনশন সুবিধা প্রবর্তন সংক্রান্ত নীতিমালা জারি করা হয়। এর আলোকে স্বায়ত্তশাসিত প্রতিটি প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি অন্যান্য সুবিধা রাখা হয়েছে। বর্তমানে অনেক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারী প্রতিষ্ঠানের ন্যায় পেনশন স্কীম চালুর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে এলে অর্থ বিভাগ শর্ত সাপেক্ষে নিজস্ব অর্থায়নে পেনশন সুবিধা চালুর প্রস্তাবে সম্মাতি দেন-পেনশন চালুর নিয়ম নীতি ২০২৫ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠান-৪ শাখা।

নং ০৭.০০.০০০০.১২৯.০০.০০২.১৯.৩৩ তারিখ: ০১/০৪/২০১৯ খ্রি:

বিষয়: নিজস্ব আয় দ্বারা পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য পেনশন সুবিধা প্রবর্তন।

মন্ত্রিপরিষদ বিভাগের ০৯-০৮-১৯৯৯ তারিখের মপবি/শা:ক্র:/অর্থ-০৭/৯৯-১৬৩ নং স্মারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/সিটি কর্পোরেশনে পৌরসভায় পেনশন সুবিধা প্রবর্তন সংক্রান্ত নীতিমালা জারি করা হয়। এর অনুবৃত্তিক্রমে নিজস্ব আয় দ্বারা পরিচালিত বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য সরকারি কর্মচারীদের ন্যায় স্ব-অর্থায়নে “পেনশন সুবিধা” প্রবর্তনের প্রস্তাবে নিম্নেবর্ণিত কাগজপত্র ও তথ্যাদি প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল:

(ক) আবেদনকারী প্রতিষ্ঠানের/সংস্থার সংশ্লিষ্ট আইন এবং পেনশন/গ্র্যাচুইটি ও অন্যান্য বিধি-বিধান;

(খ) আবেদনকারী প্রতিষ্ঠানের কর্মচারীদের পূর্নাঙ্গ তথ্য ও তাদের বেতন ভাতাদি বাবদ বার্ষিক ব্যয়;

(গ) প্রতিষ্ঠানের অবসরগ্রহণকারী কর্মচারীদের বছর ভিত্তিক আগামী ২০ বছরের তথ্য এবং তাদের পেনশনের হিসাব;

(ঘ) প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা, নিজস্ব আয়ের উৎস, আয়ের কত অংশ গ্র্যাচুইটি বাবদ বরাদ্দ ব্যয় হয় এবং পেনশন স্কীম চালু করা হলে কত অংশ ব্যয় হবে তার বিবরণ;

(ঙ) গ্র্যাচুইটির জন্য সঞ্চিত অর্থ এবং প্রভিডেন্ট ফান্ডের জন্য সঞ্চিত অর্থের বিবরণ;

(চ) প্রতিষ্ঠানের বিগত ৫ বছরের আয় ও ব্যয়ের বিবরণী (নিজস্ব আয় ও অনুদান থেকে বরাদ্দ আলাদাভাবে প্রদর্শন করা);

(ছ) প্রস্তাবিত পেনশন ফান্ডের উৎস এবং উহার প্রমান (সংশ্লিষস্ট ব্যাংক /আর্থিক প্রতিষ্ঠানের হিসাব বিবরণী;

(জ) প্রস্তাবিত পেনশন ফান্ডের অর্থ বিনিয়োগের সম্ভাব্য খাত এবং আগামী ২০ (বিশ) বছরে সম্ভাব্য আয়ের প্রাক্কলন; এবং

(ঝ) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি স্কিমের ব্যয় এবং প্রস্তাবিত পেনশন স্ক্রীমের সম্ভাব্য ব্যয়ের তুলনামূলক বিবরণী।

মো: সাইফুল্লাহ পান্না

যুগ্ন সচিব

অর্থ বিভাগ।

 

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পদক্ষেপ সংক্রান্ত আদেশের কপিটি সংগ্রহ করে রাখতে পারেন: ডাউনলোড

পেনশন চালুর জন্য প্রয়োজনীয় তথ্যাদি 

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “পেনশন চালুর নিয়ম নীতি ২০২৫ । স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পেনশন সুবিধা চালু করা যায়?

  • ০৯/০৮/১৯৯৯ তারিখের মপবি/শাঃক্রঃ/অর্থ-৭/৯৯-১৬৩নং স্মারক প্রয়োজন

  • দু:খিত সংগ্রহে নেই। অনুগ্রহ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খোজ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *