সর্বশেষ প্রকাশিত পোস্টসমূহ

সঞ্চয়পত্র অটোমেটিক পুনঃবিনিয়োগ ২০২৪ । মেয়াদ উত্তীর্ণ হলে এখন মূল টাকা ব্যাংক হিসাবে অটো ফেরত আসবে না?

সরকার জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘জাতীয় সঞ্চয় স্কিম’ এর বিষয়ে কিছু সিদ্ধান্তসমূহ গ্রহণ করিলা জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘জাতীয় সঞ্চয় স্কিম’ এর আওতাভুক্ত ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের ন্যায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’ এ বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করা হয়েছে-সঞ্চয়পত্র অটোমেটিক পুনঃবিনিয়োগ ২০২৪

অটো পুন: বিনিয়োগ হবে? হ্যাঁ। জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক পরিচালিত সকল ‘জাতীয় সঞ্চয় স্কিম’ এর ক্ষেত্রে স্বয়ংক্রিয় পুনঃবিনিয়োগ সুবিধা চালু করা হয়েছে। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এর ক্ষেত্রে শুধুমাত্র মূল বিনিয়োগকৃত অর্থ স্বয়ংক্রিয় পুন:বিনিয়োগ সুবিধা পাইবে।

৫ বছর পরে যে সঞ্চয়পত্রে লাভ দেয় সেটির ক্ষেত্রে? ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব এর ক্ষেত্রে মুনাফাসহ মূলবিনিয়োগকৃত অর্থ পুন:বিনিয়োগ সুবিধা পাইবে। প্রতি ৫ বছর পর পর বাংলাদেশ সঞ্চয়পত্র যেটি ৫ বছর মেয়াদী সেটি মূনাফা সহ পুন: বিনিয়োগ হয়ে যাবে তাই কোন ঝামেলাই নেই।

রেমিটেন্স দিয়ে প্রিমিয়াম বন্ড কেনা যাবে? হ্যাঁ। ৪ মেয়াদে পুন: বিনিয়োগ হয়ে যাবে। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডের ক্ষেত্রে একবার প্রাপ্ত রেমিট্যান্স এর অর্থ দ্বারা ১ (এক) মেয়াদে বিনিয়োগ ও পরপর সর্বোচ্চ ২ (দুই) মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা প্রদান করা যাইবে। এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এর ক্ষেত্রে একবার প্রাপ্ত রেমিট্যান্স এর অর্থ দ্বারা ১ (এক) মেয়াদে বিনিয়োগ ও পরপর সর্বোচ্চ ৪ (চার) মেয়াদের জন্য পুনঃবিনিয়োগ সুবিধা প্রদান করা যাইবে। ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে বিনিয়োগ ও পুন:বিনিয়োগর মেয়াদ উত্তীর্ণ হইবার পর পুনরায় বিনিয়োগ করিতে হইলে নতুন করিয়া রেমিট্যান্স আনিয়া সম্পূর্ণ নতুনভাবে বিনিয়োগ করিতে পারিবেন।

৪টি স্কিমেই পুন: বিনিয়োগ সুবিধা চালু করা হলো/ পেনশন স্কীমে এখন প্রতি মাসে মুনাফা পাওয়া যাইবে

৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদী হিসাব এর ক্ষেত্রে মুনাফাসহ মূলবিনিয়োগকৃত অর্থ পুন:বিনিয়োগ সুবিধা পাইবে।

Caption: mof.gov.bd

সঞ্চয়পত্র ধরন ২০২৪ । মেয়াদ শেষে প্রতিবার আর ফরম পূরণ করতে হবে না

  1. ৫-বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র
  2. ৩-মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র
  3. পরিবার সঞ্চয়পত্র
  4. পেনশনার সঞ্চয়পত্র

পুন: বিনিয়োগ কবে থেকে কার্যকর?

জাতীয় সঞ্চয় স্কিনে স্বয়ংক্রিয় পুন:বিনিয়োগের ক্ষেত্রে, পুন:বিনিয়োগের তারিখ হইতে বিনিয়োগের ঊর্ধ্বসীমা প্রযোজ্য হইবে। বিদেশী মালিকানাধীন শিপিং বা এয়ার ওয়েজ কোম্পানির বিদেশস্থ অফিসে চাকুরীরত অনিবাসী বাংলাদেশী মেরিনার, পাইলট ও কেবিনক্রুদের নিজ নামে বাংলাদেশে কোন তফসিলী ব্যাংকের অথোরাইজড ডিলার (এডি) শাখায় বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব থাকিলে, উক্ত এফসি একাউন্টে প্রাপ্ত রেমিটেন্স দ্বারা ‘ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড’ এ বিনিয়োগ করার সুযোগ পাইবে। ‘পেনশনার সঞ্চয়পত্র’ এ বিদ্যমান ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা প্রদানের পরিবর্তে মাসিকভিত্তিতে মুনাফা প্রদান করা হইবে। এই আদেশ ০১ ডিসেম্বর, ২০২৪ তারিখ হইতে কার্যকর হইবে।

   
   
   

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *