আয়কর । ভ্যাট । আবগারি শুল্ক

সঞ্চয়পত্র আয়কর রিটার্ন ফরম নমুনা । How to Prepare return for Sanchaypatro

৫ লক্ষ টাকা অধিক সঞ্চয়পত্র কিনতে বা যারা ৫ লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র কিনেছেন তাদের জন্য রিটার্ণ দাখিল বাধ্যতামূলক – No Sanchaypatro can be purchase without return submission– সঞ্চয়পত্র রিটার্ণ ফরম পূরণের নিয়ম ২০২২

সঞ্চয়পত্র রিটার্ণ ফরম পূরণের গাইড লাইন –যারা একই সাথে ৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে চান তাদের পূর্ব হতে টিআইন থাকতে হবে। যাদের টিআইএন আছে তাদের অবশ্যই রিটার্ণ দাখিলের পূর্বে সঞ্চয়পত্র রিটার্ণ দাখিল করে ব্যাংকে গিয়ে সঞ্চয়পত্র কিনতে হবে। ব্যাংক রিটার্ণ দাখিলের প্রমানক বা রিসিপ্ট ছাড়া সঞ্চয়পত্র বিক্রি করে না।

যেসব প্রতিষ্ঠান রিটার্ণ প্রাপ্তি স্বীকার প্রমানপত্র ছাড়া সঞ্চয়পত্র বিক্রি করবে সেসব প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। তাই ব্যাংক কোন ভাবেই রিটার্ণ দাখিল ছাড়া সঞ্চয়পত্র কিনতে দিবে না। প্রমাণ হিসেবে আয়কর রিটার্নের প্রাপ্তিস্বীকারপত্র অথবা করদাতার নাম, টিআইএন ও কর বছর উল্লেখ করে অনলাইনের এনবিআরের সনদ অথবা উপ-কর কমিশনারের সনদ গ্রহণযোগ্য হবে। কিছু সেবায় TIN নয় রিটার্ন জমার প্রমাণক জমা দিতে হবে।

সঞ্চয়পত্র রিটার্ণ পূরণে যে বিষয়টি খুব গুরুত্ব দিতে হবে তা হচ্ছে সম্পদের মূল্য উল্লেখ করবেন না। কিছু অর্থ পারিবারিক ব্যয় দেখাবেন। সঞ্চয়পত্র ক্রয়ের অর্থ অতীত জীবনের সঞ্চয় হিসেবে দেখাবেন। জীবন বীমা, ডিপিএস ইত্যাদি থাকলে অবশ্যই আপনি তা উল্লেখ করবেন, সমস্ত সম্পদাদি এন্ট্রি করবেন। কোন ভাবেই কোন তথ্য বা অর্থ সম্পদ উল্লেখ করা থেকে বিরত থাকবেন না। অর্থের উৎস বা প্রমানক প্রদর্শন করতে হবে। পেইজ নম্বর ৬ এ হিসাব যেন ০ (শুন্য) হয় এটি খেয়াল রাখবেন।

রিটার্ণ দাখিলের প্রমানক / সঞ্চয়পত্র আয়কর রিটার্ন দাখিলের রশিদ

আয়কর রিটার্ণ দাখিলের পর রিটার্ণ ফরম হতে দুই পৃষ্ঠার একটি স্লিপ আপনাকে দিবে রিটার্ণ দাখিলের প্রমানক হিসেবে।

সঞ্চয়পত্র আয়কর রিটার্ন দাখিলের রশিদ

Caption: Return submitted receipts from income tax office / Officialy Sanchaypatro return submission sample

সঞ্চয়পত্র রিটার্ণ দাখিলের কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে

  1. সার্বজনীন ১৪ পাতার রিটার্ণ ফরম (১ পাতার ফর্ম ব্যবহার হতে বিরত থাকতে চেষ্টার করবেন)
  2. টিআইএন সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র ফটোকপি।
  3. সঞ্চয়পত্র উৎসে কর কর্তনের সনদপত্র (যা ব্যাংক অথবা ডাকঘর হতে সংগ্রহ করতে হবে)
  4. অর্থের উৎসের প্রমানক (যদি স্বামীর নিকট হতে পান ব্যাংক স্টেটমেন্ট, ব্যক্তিগত আয় বা রেমিটেন্স হলে তার প্রমানক)
  5. ডিপিএস তথ্য দিলে তার জমার স্লিপ এবং রেজিনম্বর।
  6. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।

স্ত্রীকে সঞ্চয়পত্র নগদ টাকা দিয়ে কিনে দিলে সমস্যা কি?

আপনার স্ত্রী যদি গৃহিনী হয় তবে আপনি আপনার স্ত্রীকে অর্থ দিলে বা কোন টাকা প্রদান করতে চাইলে অবশ্যই ব্যাংকিং চ্যানেলে দিবেন তাতে ব্যাংক স্টেটমেন্টে হিট করবে এবং আপনার স্ত্রী ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে প্রমান করতে পারবেন যে, আপনার নিকট হতে পেয়েছেন এবং আপনিও প্রমান করতে পারবেন যে আপনার স্ত্রীকে আপনি দিয়েছেন। ভাল হয় দান বা গিফট দেখিয়ে টাকা পরিশোধ করা।  বৈধ আয় থেকে কিভাবে আইন মেনে ও আয়কর ঝামেলা এড়িয়ে স্ত্রী সন্তানের নামে সঞ্চয়পত্র ক্রয় করবেন। স্ত্রী সন্তানের নামে সঞ্চয়পত্র ক্রয়ের পূর্বে সতর্ক থাকুন

সঞ্চয়পত্র আয়কর রিটার্ন ফরম নমুনা । How to Prepare return for Sanchaypatro: ডাউনলোড

আয়কর রিটার্ন ফরম doc ফরম্যাট (MS Word) Nikosh Font

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *