সঞ্চয়পত্র খবর । ক্রয় সীমা । নগদায়ন

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র খোলার নিয়ম ২০২৪। সোনালী ব্যাংক সঞ্চয়পত্র ফরম ও মুনাফার হার কত?

সরকারি চাকরিজীবী ও সাধারণ মানুষ সোনালী ব্যাংকের ১২০০+ শাখা থাকায় লেনদেন সহজলভ্য হওয়ায় সঞ্চয়পত্র এটি কিনে থাকে – সোনালী ব্যাংক রাষ্ট্রায়াত্ত ব্যাংক হওয়ার কারণে বিশ্বস্ততা অর্জন করেছে – সোনালী ব্যাংক সঞ্চয়পত্র খোলার নিয়ম ২০২৪

Sonali Bank Sanchaypatro 2024– Just Sonali Bank এ account থাকলে হবে। না থাকলে, সোনালী ব্যাংকে একাউন্ট করে নিন। ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের জন্য TIN certificate লাগে না।  আপনার মোট সঞ্চয়পত্র যদি ৫ লক্ষ টাকার উপরে যায়, তবে TIn certificate এর পাশাপাশি, Tax return slip বাধ্যতামূলক। সোনালী ব্যাংক সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২৪

পরিবার সঞ্চয়পত্র মুনাফার হার ২০২৪ –  ৫ লক্ষ টাকা পর্যন্ত – প্রতি মাসে লাখে ৯১২/- পাওয়া যায়। ৫,০০,০০১ থেকে ১৫,০০,০০০ – প্রতি মাসে লাখে ৮৬৪/- টাকা পাওয়া যায়। ১৫,০০,০০১ থেকে ৩০,০০,০০০- লাখে ৭৮৭.৫০ টাকা পাওয়া যায়।৩০,০০,০০১ থেকে ৫০,০০,০০০ – লাখে ৭১২.৫০ টাকা পাওয়া যায়। এক পাতার সঞ্চয়পত্র ফরম । One Leaf New Sanchaypatro Form 2024

পরিবার সঞ্চয়পত্র যারা করতে পারেন তারা হলেন- ১৮ বা তদুর্দ্ধ বয়সের যে কোন বাংলাদেশী মহিলা। যে কোন বাংলাদেশী প্রাপ্ত বয়স্ক শারীরিক প্রতিবন্ধী ( পুরুষ ও মহিলা) এবং  ৬৫ ও তদুর্দ্ধ বয়সের যে কোন বাংলাদেশী পুরুষ। কোন বাংলাদেশ ১৮-৬৪ বছর বয়সী সুস্থ্য পুুরুষ পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে না। পরিবার সঞ্চয়পত্র ১০ হাজার টাকার কেনা গেলেও অন্যান্য সঞ্চয়পত্র ১ লক্ষ টাকার নিচে ক্রয়যোগ্য নয়। সোনালী ব্যাংক সঞ্চয়পত্রের নতুন নিয়ম ২০২৪

কোন সঞ্চয়পত্র কত টাকার কেনা যাবে? / সঞ্চয়পত্র সাধারণত কত বছরের জন্য ক্রয় করতে হয়?

সব সঞ্চয়পত্রগুলো ৫ বছরের জন্য করতে হয়। শুধুৃমাত্র ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক টা ৩ বছরের জন্য করতে হয়। পরিবার সঞ্চয়পত্র – সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা। ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক – সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা। পেনশনার সঞ্চয়পত্র – সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা। ৫ বছর মেয়াদী বাংলাদেশী সঞ্চয়পত্র – সর্বোচ্চ ৩০ লক্ষ টাকার কেনা যাবে। সঞ্চয়পত্র ক্রয়ের সর্বোচ্চ সীমা ২০২৪

সোনালী ব্যাংক সঞ্চয়পত্র খোলার নিয়ম ২০২২ । সোনালী ব্যাংক সঞ্চয়পত্র ফরম ও মুনাফার হার

সঞ্চয়পত্র কোন কোন ব্যাংকে করা যায়

সঞ্চয়পত্র করতে যা লাগে । সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র

  1. আপনার ২ কপি ছবি, নমিনীর ২ কপি ছবি (ছবি অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে।)
  2. চেক (এমআইসিআর চেক বই লাগবে) -তবে ক্রয়কেন্দ্র ও একাউন্ট একই ব্যাংকে থাকলে সাধারণ বা লোকাল চেক হলেও হবে।)
  3. সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম। (নির্ধারিত আবেদন ফরম) বর্তমানে এক পাতার ফরম পাওয়া যায়।
  4. আপনার ID card এর ফটোকপি এবং নমিনীর ID card এর ফটোকপি। (ভোটার আইডি কার্ড স্মার্ট বা নন স্মার্ট যে কোন একটি হলেই হবে)।
  5. TIn certificate এবং Tax return slip (প্রযোজ্য হলে) (৫ লক্ষ টাকা পর্যন্ত লাগবে না)

পেনশনার নয় এমন পুরুষের জন্য কোন সঞ্চয়পত্র?

আপনার ক্ষমতা শুধুমাত্র ৫০ লক্ষ টাকা পর্যন্ত কিনতে পারবেন। আপনি পেনশনার না হলে, পেনশন সঞ্চয়পত্র কিনতে পারবেন না। আপনি পুরুষ অথচ বয়স ৬৫ এর নীচে আর আপনি পেনশনার না, তাহলে, আপনার হাতে দুটো অপশন। ১। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র – সর্বোচ্চ ৩০ লক্ষ এবং ২। ৫ বছর মেয়াদী বাংলাদেশী সঞ্চয়পত্র – সর্বোচ্চ ৩০ লক্ষ। এই দুটোর মধ্যে আপনাকে ৫০ লক্ষ টাকার বিনিয়োগ সেট করতে হবে।

সোনালী ব্যাংক সঞ্চয়পত্রের নতুন নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বাধিক মোট ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন। আর সর্বনিম্ম ১০ হাজার টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন যেকোনো বাংলাদেশি নাগরিক। এই সঞ্চয়পত্র যেকোনো সময়ে নগদায়ন করা যায়।

সঞ্চয়পত্র কোন কোন ব্যাংকে করা যায় ২০২২

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *