দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করলে অনেকেই দ্বিধায় থাকে যে, প্রশিক্ষণ ভাতা পাওয়া গিয়েছে এখন টিএ এবং ডিএ কি পাওয়া যাবে-সেটিই আজ আলোচনা করবো–ট্রেনিং টিএ/ডিএ পাওয়ার নিয়ম ২০২৪
ট্রেনিং প্রতিষ্ঠান যদি ডিএ দেয়? প্রশিক্ষণ প্রদানকৃত প্রতিষ্ঠান ডিএ দিলে কর্মস্থল হতে ডিএ পাবেন না। তবে ডিএ না দিলে কর্মস্থল হতে দৈনিক ভাতা পাবেন। এখানে বলে রাখা ভাল যে, ডিএ আর প্রশিক্ষণ ভাতা এক বিষয় নয়। প্রশিক্ষণ ভাতার সাথে টিএ এবং ডিএ এর কোন সম্পর্ক নেই।
প্রশিক্ষণ ভাতা কি? প্রশিক্ষণ ভাতা হলো সাধারণত কোনো প্রতিষ্ঠান বা সংস্থা কর্তৃক তাদের কর্মচারী বা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের সময় দেওয়া একটি অর্থাত্মক সহায়তা। এই ভাতা প্রশিক্ষণের সময়কাল, প্রশিক্ষণের ধরন এবং প্রশিক্ষণার্থীর অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।
কেন প্রশিক্ষণ ভাতা দেওয়া হয়? প্রশিক্ষণ ভাতা প্রশিক্ষণার্থীদের আরো মনোযোগ দিয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। অনেক সময় প্রশিক্ষণের জন্য অন্য শহরে যেতে হয়। এই ক্ষেত্রে ভাতা খরচ জোগাতে সাহায্য করে। কম আয়ের লোকেরাও প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করতে পারে।
টিএ ও ডিএ পাওয়া নিয়ম ২০২৪ / টেনিং টিএ+ডিএ পাওয়া যাবে সেই অর্ডারটা কপিটা দেওয়া যাবে কি?
বর্তমানে ibas++ বিল করলে দুটোই পাবেন
Caption: TA DA Related All Orders
ডিএ এবং ট্রেনিং ভাতা দুটি ভিন্ন বিষয় ২০২৪ । দৈনিক ভাতার সাথে ট্রেনিং ভাতার কোন সম্পর্ক নেই
- অর্থ বিভাগের ২৮/১১/১৯৯৫ তারিখের আদেশ নং-অন/অবিপ্রবি-২/টিএ/ডিএ-১৭/9/9 (৫০০০) এর মাধ্যমে অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে দেনিক ভাতা ২০% বৃদ্ধি করা হয়েছে।
- আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রেসহ অন্যান্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণকালে দৈনিক প্রশিক্ষণ ভাতা হিসেবে প্রশিক্ষণার্থীদের ৪০/- (চল্লিশ) টাকা প্রদান করার সিদ্ধান্ত বহাল রয়েছে।
- ভ্রমণের ক্ষেত্রে দৈনিক ভাতা এবং প্রশিক্ষণ গ্রহণের জন্য দৈনিক প্রশিক্ষণ ভাতা দুটি ভিন্ন বিষয় বিধায় একটির সঙ্গে অন্যটি তুলনা বা বিবেচনার অবকাশ নেই।
প্রশিক্ষণ ভাতা কারা পায়?
কোনো প্রতিষ্ঠানের কর্মচারী যদি কোনো নতুন দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নেয়, তাহলে তাকে প্রশিক্ষণ ভাতা দেওয়া হতে পারে। কোনো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সময় বা কোনো প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করার সময় প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণ ভাতা পেতে পারে। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ইন্টার্নশিপ করে, তাহলে তাদেরও প্রশিক্ষণ ভাতা দেওয়া হতে পারে।
প্রশিক্ষণ ভাতা খরচ বাদে ৫০০ টাকা দেওয়া হয়। যেখানে দৈনিক ভাতা নিম্নরূপ পদ ও গ্রেড ভেদে তাই প্রশিক্ষণ ভাতা কখনও দৈনিক ভাতা হতে পারে না।
১৪০০ | ১২২৫ | ১০৫০ |
৯০০ | ৮৭৫ | ৭০০ |
৪৯০ | ৪০০ |
ট্রেনি টিএ/ডিএ ২০২৪ । প্রশিক্ষণ ভাতা প্রাপ্তির পর প্রশিক্ষণকালীন সময়ের জন্য কি দৈনিক ভাতা পাওয়া যাবে