সর্বজনীন পেনশন স্কিম ২০২৪

Upension gov bd । সর্বজনীন কত টাকা জমা দিলে কত টাকা পেনশন?

একজন গৃহিনীও ১০০০ থেকে ৫০০০ টাকা জমা দিয়ে পেতে পারেন ১,৭২,৩২৭ টাকা পেনশন পাওয়া যাবে-এক্ষেত্রে ১৮ বছর পূর্ণ হলেও জমা শুরু করতে হবে – Upension gov bd

আপনার কত বছর জমা দিতে হবে?– আপনার চলমান বয়সের হতে ৬০ বছর হতে যে সময় লাগে ঐ সময় পর্যন্ত আপনাকে টাকা জমা দিতে হবে। অর্থাৎ ধরি আপনার বয়স ৩৫ বছর তাহলে আপনাকে ২৫ বছর কিস্তি বা চাঁদা জমা দিতে হবে। আপনি প্রতি বছর বা মাসে মাসে টাকা জমা দিয়ে নিশ্চিত জীবন যাপন করতে পারেন। আপনি মারা গেলে আপনার পরিবারও নিশ্চিন্ত থাকবে।

বয়স সর্বনিম্ন কত পূর্ণ হতে হবে? জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরিয়া ১৮ (আঠারো) বৎসর তদূর্ধ্ব বয়স হইতে ৫০ (পঞ্চাশ) বৎসর বয়সি সকল বাংলাদেশি নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রণ করিতে পারিবে। তবে শর্ত থাকে যে, বিশেষ বিবেচনায় ৫০ (পঞ্চাশ) বৎসর উর্ধ্ব বয়সের নাগরিকগণও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করিতে পারিবেন এবং সেইক্ষেত্রে স্কিমে অংশগ্রহণের তারিখ হইতে নিরবচ্ছিন্ন ১০ (দশ) বৎসর চাঁদা প্রদান শেষে তিনি যে বয়সে উপনীত হইবেন সেই বয়স হইতে আজীবন পেনশন প্রাপ্ত হইবেন।

বিদেশ থেকেও রেজিস্ট্রেশন করা যাবে? বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীগণ এ কর্মসূচিতে অন্তর্ভূক্ত হইতে পারিবেন। প্রত্যেক চাঁদাদাতার জন্য একটি পৃথক ও স্বতন্ত্র পেনশন হিসাব থাকিবে। পেনশনে থাকাকালীন ৭৫ (পচাঁত্তর) বৎসর পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করিলে পেনশনারের নমিনি অবশিষ্ট সময়কালের (মূল পেনশনারের বয়স ৭৫ (পঁচাত্তর) বৎসর পর্যন্ত) জন্য মাসিক পেনশন প্রাপ্ত হইবেন। চাঁদাদাতা কমপক্ষে ১০ (দশ) বৎসর চাঁদা প্রদান করিবার পূর্বে মৃত্যুবরণ করিলে জমাকৃত অর্থ মুনাফাসহ তাহার নমিনিকে ফেরত দেওয়া হইবে; এবং পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য করিয়া কর রেয়াতের জন্য বিবেচিত হইবে এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকিবে।

সর্বজনীন পেনশন সকলের জন্য প্রযোজ্য / প্রবাসী, উচ্চশ্রেণী বা নিম্নশ্রেণীর জন্যও স্কিম রয়েছে।

দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সমাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে এবং ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের কারণে নির্ভশীলতার হার বৃদ্ধি পাবে বিবেচনায় নিয়ে মহান জাতীয় সংসদ কর্তৃক “সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩” পাশ করা হয়েছে এবং গত ৩১ জানুয়ারি, ২০২৩ মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভের পর আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। উক্ত আইনের আলোকে গঠিত জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে।

Upension gov bd । সর্বজনীন কত টাকা জমা দিলে কত টাকা পেনশন?

Caption: Upension Packages

সরকারি নিয়ে এলো সবার জন্য পেনশন সুবিধা । ২০০০ টাকা জমা দিলে কত বছরে কত টাকা পাওয়া যাবে?

  • ৪২  বছর ২০০০ টাকা জমা দিলে আপনার বয়স ৬০ বছর পূর্ণ হলে ৬৮,৯৩১ টাকা পাওয়া যাবে।
  • ৪০ বছর ২০০০ টাকা জমা দিলে আপনার বয়স ৬০ বছর পূর্ণ হলে ৫৮,৪০০ টাকা পাওয়া যাবে।
  • ৩৫ বছর ২০০০ টাকা জমা দিলে আপনার বয়স ৬০ বছর পূর্ণ হলে ৩৮,৩৭৪ টাকা পাওয়া যাবে।
  • ৩০ বছর ২০০০ টাকা জমা দিলে আপনার বয়স ৬০ বছর পূর্ণ হলে ২৪,৯৩২ টাকা পাওয়া যাবে।
  • ২৫ বছর ২০০০ টাকা জমা দিলে আপনার বয়স ৬০ বছর পূর্ণ হলে ১৫,৯১০ টাকা পাওয়া যাবে।
  • ২০ বছর ২০০০ টাকা জমা দিলে আপনার বয়স ৬০ বছর পূর্ণ হলে ৯,৮৫৪ টাকা পাওয়া যাবে।
  • ১৫ বছর ২০০০ টাকা জমা দিলে আপনার বয়স ৬০ বছর পূর্ণ হলে ৫,৭৮৯ টাকা পাওয়া যাবে।
  • ১০ বছর ২০০০ টাকা জমা দিলে আপনার বয়স ৬০ বছর পূর্ণ হলে ৩,০৬০ টাকা পাওয়া যাবে।

সর্বজনীন পেনশন অফিস কোথায়?

আপনি নিশ্চিন্তে টাকা জমা করতে থাকুন। সরকার আইন প্রনয়ন করে জাতীয় পেনশন কর্তৃপক্ষ সৃষ্টি করেছে। পেনশন অফিসের ঠিকানা- ভবন নং – ১১, বাংলাদেশ সচিবালয়, আব্দুল গনি রোড, ঢাকা- ১০০০, টেলিফোন: +৮৮ ০২ ২২৩৩৫৫১৩৩, ইমেইল: support [@] upension.gov.bd। এছাড়াও রেজিস্ট্রেশন বা অন্য যেকোন টেকনিক্যাল/কারিগরি সহায়তার জন্য +৮৮ ০১৫৫০ ০৭৯৯২৯ অথবা +৮৮ ০১৫৫০ ০৭৯৯৪৫ যোগাযোগ করুন। সর্বজনীন পেনশন সংক্রান্ত সাধারণ জিজ্ঞাসার জন্য আপনি +৮৮ ০১৭১৩ ১২৯৩৮৫ অথবা +৮৮ ০১৭১২ ৯৮৫০৬৪ অথবা +৮৮ ০১৭১১ ১২৬৪৩২ অথবা +৮৮ ০১৭১৬ ৭২৪৬৮১ অথবা +৮৮ ০১৮১৭ ০৮৯২১৫ নম্বরে কল করুন।

রেজিস্ট্রেশন ও পেমেন্ট কিভাবে করবেন ভিডিও দেখে নিন: ভিডিও

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

3 thoughts on “Upension gov bd । সর্বজনীন কত টাকা জমা দিলে কত টাকা পেনশন?

  • টাকা কি প্রতি মাসে ব্যাংকে গিয়ে রাখতে হবে

  • ব্যাংকে গিয়ে বা বিকাশে রাখতে পারবেন। প্রতিমান বা বার্ষিক ভিত্তিতেও পেমেন্ট করা যাবে।

  • অনেক সুন্দর আর্টিকেল। যিনি লিখেছেন তাকে অনেক ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *