নতুন ভোটার তালিকা (PDF) কিভাবে ডাউনলোড করবেন – Voter List Download – ভোটার লিস্ট ২০২৪
সব এলাকার ভোটার তালিকা পাওয়া যায়? না। ভোটার তালিকা অনলাইন ডাউনলোড – বর্তমানে বিভিন্ন ইউনিয়ন পরিষদ তাদের তথ্য আপডেট রাখছে গাজীপুর বিভাগ সহ বেশ কিছু বিভাগের ইউনিয়ন তথ্য গুলো এখন অনলাইনেই পাওয়া যায়। প্রতিটি ইউনিয়ন কি ধরনের কার্যক্রম করছে তা আপনি এখন অনলাইনে ইউনিয়পরিষদ সাইট ভিজিট করেই দেখাতে পারেন। চলুন সনমানিয়া ইউনিয়ন পরিষদের তথ্য আমরা ঘরে দেখে আসি এবং সেখান থেকে দেখবো কিভাবে একটি ইউনিয়ন পরিষদের ভোটার লিস্ট বা তালিকা বের করতে হয়।
কি লিখে গুগল করতে হবে? সনমানিয়া ইউনিয়ন লিখে গুগল করুন। গুগল মামা আপনার চোখের সামনে এনে দিবে সনমানিয়া ইউনিয়ন পরিষদের সমস্ত তথ্য। সনমানিয়া ইউনিয়ন লিখে সার্চ করলে গুগল সার্চে আসা প্রথম লিংক: সনমানিয়া ইউনিয়ন এ ক্লিক করুন। ঠিক এভাবে আপনি আপনার ইউনিয়ন পরিষদ অনলাইন সার্চ করতে পারবেন। সময়ের সাথে সকল ইউনিয়ন পরিষদের তথ্য আপডেট হবে। তথ্য আপডেট থাকলে ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা বের করা যাবে।
বয়স্কভাতার লিষ্টও কি থাকে? হ্যাঁ। সুবিধাভোগীদের তালিকা, হতদরিদ্রের তালিকা, ভিজিএফ, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, একটি বাড়ি একটি খামার, বিআরডিবি, প্রবাসীদের তালিকা, মুক্তিযোদ্ধার তালিকা, হাটবাজারের তালিকা, ভোটার তালিকা, ইউনিয়নের ভোটার তালিকা, ভোটার হওয়ার বিভিন্ন ফরম, উদ্যোক্তা তালিকা, উপজেলা উদ্যোক্তা তালিকা ইত্যাদি তালিকা অনলাইনে দেখা যায়। আপনি চাইলে সনমানিয়া ইউনিয়ন পরিষদ ঘুরে আসতে পারেন: সনমানিয়া ইউনিয়ন।
ভোটার লিস্ট ডাউনলোড করার নিয়ম / যেভাবে ইউনিয়ন পরিষদ ভোটার তালিকা ডাউনলোড করবেন।
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন www.bangladesh.gov.bd হতে উপরের ইউনিয়ন লিংকে ক্লিক করুন এবং বিভাগ> জেলা> উপজেলা> ইউনিয়ন সিলেক্ট করেও কাঙ্খিত ইউনিয়ন পরিষদে যেতে পারেন। নমুনা দেখাতে এখানে ক্লিক করুন।
Caption: Voter list with Name, Voter No. , Serial Number, Parents Name and Occupation and Date of Birth.
Voter List Download । যেভাবে আপনি অনলাইন হতে ভোটার তালিকা ডাউনলোড করবেন
- প্রথমে সনমানিয়া ইউনিয়ন বা আপনার ইউনিয়নের নাম লিখে গুগল করুন অথবা www.bangladesh.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন।
- সরাসরি সার্চ রেজাল্ট থেকে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে চলে যান অথবা জাতীয় তথ্য বাতায়ন থেকে বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সিলেক্ট করে ইউনিয়ন পরিষদ নির্বাচন করে ওয়েবসাইটে যান।
- উপরের মেন্যু থেকে বিভিন্ন তালিকা তে পয়েন্টার রেখে চূড়ান্ত ভোটার তালিকা তে ক্লিক করুন।
- তালিকা থেকে কাঙ্খিত তালিকা তে ক্লিক করলে ডাউনলোড হবে।
- যেখানে নাম, পিতা মাতার নাম, ঠিকানা, ভোটার নং, ভোটার সিরিয়াল নং ইত্যাদি সমস্ত তথ্য গ্রাম সহ দেয়া থাকবে।
অনলাইন ছাড়া কিভাবে সংগ্রহ করা যায়?
আপনি যদি নির্বাচনী প্রচারক বা পদ প্রার্থী হয়ে থাকেন। সবেমাত্র নমিনেশন জমা দিয়েছেন তবে ৫০০ টাকা ফি সহ আপনার ওয়ার্ডের ভোটার তালিকার জন্য আবেদন করতে হবে উপজেলা পরিষদ বরাবর। উপজেলা পরিষদ হতে নির্বাচন সকল কাগজপত্র জমা ও গ্রহণের সহ আপনাকে একটি সিডি বা ভোটার তালিকা সম্বলিত ডিভিডি দেয়া হবে সেখানে ভোটার তালিকার তথ্য রয়েছে আপনি তা কম্পিউটারে নিয়ে গিয়ে প্রিন্ট করে নিতে পারবেন। এছাড়া বর্তমানে পেনড্রাইভেও সরবারাহ করে থাকে উপজেলা পরিষদ। ভোটার তালিকা সাধারণ ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ মেম্বার, জরিপের জন্য প্রাইমারী শিক্ষক বা হাইস্কুল প্রধান শিক্ষক এদের কাছে সংরক্ষিত থাকে। কোন তথ্য প্রয়োজন হলে আপনি ওখানে থেকেই সংগ্রহ করতে পারেন।
ভোটার নাম্বার এবং ভোটার লিস্টের প্রয়োজনীয়তা
আমরা জানি ভোটার লিস্টে ব্যক্তির ছবি, নাম এবং পিতা মাতার নাম উল্লেখ থাকে। ভোট প্রদানের সময় এই ভোটার নাম্বার চেক করে প্রকৃত ভোটার সনাক্ত করে থাকে। শুধু ভোটার সিরিয়াল জানা থাকলে ভোট দিতে অন্য কিছুর দরকার হয় না। আইডি কার্ড হারিয়ে গেলে এবং NID Card এর নাম্বার জানা না থাকলে এনআইডি কার্ড রি-ইস্যু করতে ভোটার নাম্বার প্রয়োজন হয়। তাছাড়া NID Card Download করার সময় আইডি কার্ডের নাম্বারের পরিবর্তে ভোটার নাম্বার ও জন্ম তারিখ দিয়ে একাউন্টে লগইন করা যায়।
মনে রাখবেন: আপনার ইউনিয়ন পরিষদ যদি তৎপর বা আপডেট হয় তবেই ভোটার লিষ্ট অনলাইনে পাবেন। কর্তৃপক্ষ আপলোড না করলে পাবেন না। সে ক্ষেত্রে উপজেলা অফিস হতে ফি দিয়ে সংগ্রহ করতে হবে।
ভিডিও আসছে………..
1234
149113569
113685487
2489
ভালো একটা পোস্ট ধন্যবাদ আপনাকে
city corporation arear voter list ber korar niom janaben plz
এখনও সরকার সকল সিটিকর্পোরেশনের ভোটার তালিকা আপলোড করার নির্দেশা জারি করেনি।
নতুন ভোটার লিস্ট পিডিএফ ফাইল ১০নং আলিমাবাদ ইয়নিয়ন পরিষদের,মেহেন্দিগঞ্জ,বরিশাল। লাগবে খরচ কত টাকা
সকল ইউপি এখনও অনলাইনে আপলোড করেনি। ফ্রিতে ডাউনলোড করা যায়।
সিলেট জালালপুর
চকবাজার ৫ম অংশ,১৬ নং ওয়ার্ড,কোতোয়ালী,চট্টগ্রাম,ভোটর লিষ্ট দরকার,কি ভাবে পেতে পারি?
এখনও কর্তৃপক্ষ অনলাইনে আপলোড দেয়নি।
ভোলা, বোরহানউদ্দিন,৪নং কাচিয়া ইউনিয়ন ,চকডোষ
ভোটার লিস্ট দরকার, কিভাবে পেতে পারি ।
এখনও আপলোড দেয়নি। অনুগ্রহ করে উপজেলায় যোগাযোগ করুন।