ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

অতিরিক্ত ফি বা চার্জ ব্যতীত অনলাইনে মোটরযানের নিবন্ধন।

অনলাইনে মোটরযান নিবন্ধনের আবেদন দাখিলের ক্ষেত্রে বিক্রয়কারী (শো-রুমের মাধ্যমে)/ডিলার কর্তৃক গ্রাহকের নিকট থেকে নিবন্ধন ফি ও কর সংক্রান্ত সরকারি ফি ছাড়া অন্যকোন অতিরিক্ত ফি বা চার্জ গ্রহণ করা যাবে না।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

বিষয়: অনলাইনে মোটরযানের নিবন্ধন।

মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বর্তমানে অনলাইনে মোটরযানের নিবন্ধন প্রক্রিয়া চালু হয়েছে। শুধুমাত্র বিআরটিএ থেকে তালিকাভূক্ত মোটরযান বিক্রয়কারী (শো রুমের মাধ্যমে)/ডিলার কর্তৃক মোটরযান নিবন্ধনের জন্য BRTA Service Portal (BSP)-তে আবেদন দাখিল করা যায়।।

BRTA Service Portal (BSP) এর মাধ্যমে মোটরযানের নিবন্ধনের আবেদন দাখিলের জন্য যে সকল বিক্রয়কারী (শো-রুমের মাধ্যমে)/ডিলার বিআরটিএ’তে এখনও তালিকাভূক্তির লক্ষ্যে বিএসপি’র ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণ করেননি, তাদেরকে অতিদ্রুত বিআরটিএ’র সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে কোন প্রকার ফি বা চার্জ ব্যতীত তালিকাভূক্ত হয়ে তা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মোটরযান নিবন্ধনকালে মোটরযানের ধরন অনুযায়ী প্রযোজ্য কর, ফি ভ্যাট, সম্পূরক কর, নাম্বারপ্লেট, ডিআরসি’র ফিসের তালিকা বা চার্ট বিক্রয়কারী /ডিলার কর্তৃক শো-রুমের দৃশ্যমান স্থানে টাঙ্গিয়ে বা ঝুলিয়ে রাখতে হবে।

অনলাইনে মোটরযান নিবন্ধনের আবেদন দাখিলের ক্ষেত্রে বিক্রয়কারী (শো-রুমের মাধ্যমে)/ডিলার কর্তৃক গ্রাহকের নিকট থেকে নিবন্ধন ফি ও কর সংক্রান্ত সরকারি ফি ছাড়া অন্যকোন অতিরিক্ত ফি বা চার্জ গ্রহণ করা যাবে না।

সূত্র: পরিচালক (অপারেশন , বিআরটিএ: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *