বাংলাদেশ সার্ভিস রুলস পার্ট-১ এর বিধি-৬৫ । প্রযোজ্য নাই।
নিয়োগের সংযুক্তি (Combination of Appointments)
এই অধ্যায়টি নিয়োগের সংযুক্তি সংক্রান্ত। এই অধ্যায়ের অর্থাৎ বিধি-৬৫ এর বিধানমতে একজন সরকারী কর্মচারীকে একাধিক পদে একই সংগে নিয়োগ করার বিধান সন্নিবেশিত আছে। বর্তমানে এই অধ্যায়টি প্রযোজ্য নাই। বর্তমানে একজন কর্মচারীকে কেবল একটিমাত্র পদেই নিয়োগ দেওয়া যায়। তবে বর্তমানে নিজস্ব পদ ব্যতীত অন্য পদে অতিরিক্ত দায়িত্ব এবং চলতি দায়িত্ব দেওয়ার বিধান আছে।
বিএসআর এর ৬৫ নম্বর বিধিটি সংগ্রহে রাখতে পারেন: ডাউনলোড