বাংলাদেশের অভ্যন্তরে পাসপাের্টের জন্য আবেদনকারীদের এনআইডি ও পাসপাের্টের মধ্যে তথ্যের গরমিল হলে যথাযথ প্রমাণকের ভিত্তিতে এনআইডিতে প্রদত্ত তথা নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপাের্ট প্রদান করা যাবে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
সুরক্ষা সেবা বির্ভাগ
নিরাপত্তা ও বর্হিগমন অনুবিভাগ •
স্মারক নং-৫৮,০০,০০০০.০৪৩.৩২.০০২.১৮ (অংশ).২১৭ তারিখঃ – ০৯ ডিসেম্বর, ২০২১ খ্রিষ্টাব্দ
পরিপত্র
বিষয়ঃ দেশে পাসপাের্ট আবেদনকারীদের এনআইডির তথ্য অনুযায়ী পাসপাের্ট প্রদান।
সুত্রঃ ক. সুরক্ষা সেবা বিভাগ এর ৫৮,০০,০০০০,০৪৩,৩২,০০৭,১৭ (অংশ),৬৩, তারিখ-২৮ এপ্রিল, ২০২১ খ্রি, এর পরিপত্র।
খ. গত ২৩.১১.২০২১ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার রেকর্ড নােট।
বাংলাদেশের অভ্যন্তরে পাসপাের্টের জন্য আবেদনকারীদের এনআইডি ও পাসপাের্টের মধ্যে তথ্যের গরমিল হলে যথাযথ প্রমাণকের ভিত্তিতে এনআইডিতে প্রদত্ত তথা নাম, পিতা-মাতার নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপাের্ট প্রদান করা যাবে।
০২। এতদ্ব্যতীত পাসপোর্টের জন্য আবেদনকারীদের তথ্য সংশোধনপূর্বক পাসপাের্ট রি-ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণে এ বিভাগের স্মারক নং-৫৮,০০,০০০০,০৪৩,৩২,০০৭,১৭(অংশ).৬৩তারিখ-২৮ এপ্রিল, ২০২১ খ্রিষ্টাব্দে জারিকৃত পরিপত্র অনুসৃত হবে।
৩। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী
অতিরিক্ত সচিব
ফোন-৯৫৭৩০৪।
এনআইডিতে প্রদত্ত তথ্য অনুযায়ী পাসপাের্ট প্রদান করা যাবে: ডাউনলোড