AC Land (Assistant Commissioner of Land) বা এসিস্ট্যান্ড কমিশনার অব ভূমি। অর্থাৎ মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার জন্য সহকারী কমিশনার কে এসিল্যান্ড বলা হয়। তিনি অত্র অঞ্চলের ভূমি বন্টন, খাস, এজারার আইননিয়ন্ত্রক, বিক্রি, ডিক্রি জারি, সরকারী ডেভেলপমেন্ট যথা বাধ, ব্রিজ, ড্যাম তৈরির ব্যবস্থাপক, পরামর্শক হিসেবে কাজ করে থাকেন।

সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার এর বেতন ভাতাদি?

বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে ৯ম গ্রেডে সহকারী কমিশনার পদে নিয়োেগ প্রদান করা হয়। মূল বেতন ২২০০০ এর সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি যোগ হয়ে মোট বেতন নির্ধারিত হয়। যদি মূল বেতন ২২ হাজার টাকা হয় তবে উপজেলায় বাসা ভাড়া ৪০% হারে ৮৮০০ টাকা। চিকিৎসা ভাতা ১৫০০ টাকা। তাহলে মোট বেতন দাঁড়ায় ২২০০০+৮৮০০+১৫০০ = ৩২৩০০ টাকা। সন্তান থাকলে শিক্ষা ভাতা ১০০০ টাকা দুই সন্তানের জন্য প্রযোজ্য।

তবে সিনিয়র ভূমি কমিশনার এর বেতন বৃদ্ধি পেয়ে মূল বেতন ৪১০০০ টাকা পর্যন্ত হয়। পরবর্তীতে সহকারী ভূমি কমিশনার হতে উপসচিব, সচিব ইত্যাদি পদে পদোন্নতি হয়।

একজন এসিল্যান্ডের কাজ কি?

বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। প্রকৃতপক্ষে তার পুরো পদবী হলো সহকারী কমিশিনার (ভূমি) বা Assistant Commissioner (Land)। তিনি কালেক্টর বা ডিসি এর প্রতিনিধি হিসেবে বিভিন্নআইনের অধীনে ভূমি ব্যবস্থাপনা ও ভূমি উন্নয়ন কর আদায়ের কাজ করে থাকেন। আপনার ভূমি সংক্রান্ত অধিকাংশ সমস্যার সমাধানের এখতিয়ার বা authority এসি (ল্যান্ড) এর রয়েছে। তিনি উপজেলানির্বাহী অফিসার, এডিসি (রেভিন্যু) এবং সর্বোপরি ডিসি বা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থেকে কাজ করেন। সূত্র

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *