সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি-২৯ ধারায় যে সকল শর্তপূরণে চাকুরীজীবী কল্যাণ সমিতির সদস্য হতে পারবেন তা সুষ্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
যে সংস্থা সরকারি কর্মচারীদের প্রতিনিধিত্ব করে বা করিবে বলিয়া মনে হয় সেই সংস্থার কোন সদস্য প্রতিনিধি বা নির্বাহী কোন সরকারি কর্মচারী হইতে পারিবেন না যদি না সেই সংস্থা নিম্নলিখিত শর্ত পূরণ না করে:
ক) ঐ সমিতির সদস্য পদ এবং কার্যনিবার্হী পদসমূহ কোন একটি নির্দিষ্ট শ্রেণীর সরকারি কর্মচারীদের ভিতরে সীমাবদ্ধ থাকিবে এবং উহা ঐ নির্দিষ্ট শ্রেণীভূক্ত সকল সরকারি কর্মচারীর জন্য তাহা উন্মুক্ত থাকিবে।খ) যে সমিতি বা সমিতিসমূহের ফেডারেশন ধারা-১ এর শর্ত পূরণ না করে তাহার সঙ্গে এই সমিতি কোনভাবেই সম্পর্কযুক্ত হইবে না অথবা সহযোগী হইবে না।
গ) উক্ত সংস্থা কোনভাবেই কোন রাজনৈতিক দল বা সংস্থার সহিত জড়িত হইতে পারিবে না অথবা রাজনৈতিক কার্যকলাপে সংযুক্ত থাকিতে পারিবে না।ঘ) উক্ত সমিতি।
(১) সরকারের সাধারণ বা বিশেষ আদেশ ব্যতীত কোন সাময়িক প্রকাশনা জারি বা পরিচালনা করিবে না।(২) সরকারের পূর্বানুমতি ব্যতিরেকে এই সমিতির সদস্যের পক্ষে কোন দাবিনামা পত্র-পত্রিকা বা সংবাদপত্র বা অন্যত্র প্রকাশ করিতে পারিবে না।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ : ডাউনলোড