ইত্যাদি । বিবিধ । ক্যাটাগরী বিহীন তথ্য

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে নতুন ফল/ফসল অন্তর্ভুক্ত সংক্রান্ত।

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি’র পরিশিষ্ট-ঙ ও চ এ বর্ণিত শস্য, ফসল, ফল-ফুল ইত্যাদির সাথে সৌদি খেজুর, ভিয়েতনামী নারিকেল, সুইট কর্ণ ও কফি চাষ অন্তর্ভুক্ত মর্মে বিবেচিত হবে।

কৃষি ঋণ বিভাগ

বাংলাদেশ ব্যাংক

প্রধান কার্যালয়

ঢাকা। 

website: www.bb.org.bd

এসিডি সার্কুলার নং-০৩; তারিখঃ — ২৬ অক্টোবর, ২০২১

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক।

প্রিয় মহােদয়,

২০২১-২০২২ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে নতুন ফল/ফসল অন্তর্ভুক্তকরণ প্রসঙ্গে।

উপযুক্ত বিষয়ে এসিডি সাকুলার নং-০১ তারিখ ২৯/০৭/২০২১ এর মাধ্যমে জারিকৃত ২০২১-২০২২ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

উক্ত কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি’র পরিশিষ্ট-ঙ ও চ এ বর্ণিত শস্য, ফসল, ফল-ফুল ইত্যাদির সাথে সৌদি খেজুর, ভিয়েতনামী নারিকেল, সুইট কর্ণ ও কফি চাষ অন্তর্ভুক্ত মর্মে বিবেচিত হবে। এপ্রেক্ষিতে, এতদসংগে সংযুক্ত ছকে উল্লেখিত ঋণ নিয়মাচার ও উৎপাদন পঞ্জিকা অনুসরণপূর্বক উক্ত ফল/ফসলসমূহে ঋণ বিতরণের জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলাে।

এতদ্ব্যতীত, উপরােক্ত সাকুলারে বর্ণিত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে।

এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

 

আপনাদের বিশ্বস্ত,

(মােঃ আব্দুল হাকিম)

মহাব্যবস্থাপক 

ফোনঃ ৯৫৩০১৩৮

কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচিতে নতুন ফল/ফসল অন্তর্ভুক্ত সংক্রান্ত: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *