জিপিএফ চাঁদা কর্তন স্থগিত করার নিয়ম । যে সময়ে চাঁদা কর্তন করা বা না করা ইচ্ছাধীন।
একজন সরকারি কর্মচারী ছুটিতে থাকা কালীন সময় বা নিজ বয়স ৫২ বছর পূর্ণ হলে জিপিএফ এ কর্তন করা তার একান্ত ইচ্ছাধীন এক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বাধ্য করতে পারবে না।
চাঁদা প্রদানের শর্তাবলী:
প্রতি মাসে চাঁদা প্রদান করতে হবে। ফরেন সার্ভিসে বদলী হলে বা প্রেষণে নিয়োজিত হলেও চাঁদা কর্তন করতে হবে। তবে সাময়িকভাবে বরখাস্ত কালে চাঁদা প্রদান করতে হবে না। সাময়িক বরখাস্তের পর পূর্নবহাল হলে সাময়িক বরখাস্তকালীন সময়, ছুটিকালীন সময় এবং বয়স ৫২ বৎসর পূর্ণ হলে চাঁদা প্রদান করা বা না করা ইচ্ছাধীন। (বিধি-৮ ও ১০, জিপিএফ বিধিমালা-১৯৭৯)
- সরকারি কর্মচারীদের খোলা চিঠি ২০২৫ । ১০ বছরে সরকারি চাকরিতে ‘বেতন বৃদ্ধি শূন্য’, ডলারের মানদণ্ডে ক্ষতি ২০,০০০ টাকা!
- সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ২০২৫ । নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার হুঁশিয়ারি দিলেন ভিপি নূর!
- সামাজিক নিরাপত্তা ভাতার নিয়ে জরুরি বিজ্ঞপ্তি ২০২৫ । ভাতার টাকা পেতে ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে NID-নিবন্ধিত সিম বাধ্যতামূলক?
- ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ: শুক্র-শনিবারে কাটছে ৯ দিন, লম্বা ছুটি কবে?
- Celebrate the Month of Love with Exclusive Bonuses at TK999APPS — Special Promotions for Bangladeshi Players
চাঁদা, অগ্রিমের কিস্তি ও সুদ জমাদান পদ্ধতি:
সরকারি হিসাব রকষণ অফিস ও বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস হতে বেতন গ্রহণ করার ক্ষেত্রে চাঁদা, অগ্রিমের কিস্তি ও উহার সুদ বেতন হতে কর্তনের মাধ্যমে জমা করতে হবে। ট্রেজারী চালানের মাধ্যমে জমা করা যাবে না। তবে প্রেষণে বা লিয়েনে কোন সংস্থায় কর্মরত থাকাকালে উহা ট্রেজারী চালানের মাধ্যমে জমা করা যাবে। (বিধি-১১, জিপিএফ বিধিমালা, ১৯৭৯, নং-সিএজি/আর আর ইউ/২৩৯/১৫৪১ তারিখ: ১-৮-২০০০ ইং)



