দেশের অভ্যন্তরে শিক্ষা ছুটি বা বৈদেশিক শিক্ষা ছুটির ক্ষেত্রে কিছু বিধি বিধান মানতে হয়। শিক্ষা ছুটি নিতে চাইলেও আপনাকে কিছু নিয়ম মানতে হবে।
শিক্ষা ছুটি নিতে হতে চাকুরীর বয়স ২ বছর হতে হবে অর্থাৎ আপনার চাকুরির স্থায়ীকরণ হতে হবে। যে কোন সময় এ ছুটি নেয়া যাবে না। শিক্ষা ছুটি সম্পর্কে বাংলাদেশ সার্ভিস রুলস অনুসরণ করতে হবে।
বিএসআর পার্ট ১ এর বিধি ১৯৪ এবং এফ আর-৮৪ মোতাবেক, যে তারিখে ইচ্ছা করলে কোন সরকারি কর্মচারী অবসর গ্রহণের সুযোগ গ্রহণ করতে পারেন, ঐ কর্মচারী কে ঐ তারিখের ৩ বৎসরের মধ্যে অথবা ২৫ বৎসর চাকরি র পর অবসর গ্রহণের সুযোগ থাকায়, কোন সরকারি কর্মচারীর যে তারিখে চাকরি র ২৫ বৎসর পূর্ণ হবে, ঐ তারিখের ,৩ বৎসরের মধ্যে উক্ত কর্মচারীকে অধ্যয়ন ছুটি দেয়া যাইবে না।