আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

সর্মপনকারী পেনশনারগণের পেনশন পুন:স্থাপন জটিলতা নিরসনে সিস্টেম বেইজড প্রক্রিয়া চালু ২০২২

সর্মপনকারী পেনশনারগণের ১৫ বছর পূর্তিতে পেনশন পুন:স্থাপনের বিধান চালু হওয়ার পরও সকল ১৫ বছর অতিক্রান্ত পেনশনারগণ পেনশন পুন: স্থাপনের আওতায় আসেনি। ফলে মৃত পেনশনারের পরিবার পেনশন পুন:স্থাপন না হওয়ায় পেনশন প্রাপ্য হচ্ছে না। পেনশন পুন:স্থাপন আরও সহজীকরণের জন্য iBAS++ এ “Pension Management” মডিউল এর “Life Verification” মেনুর মধ্যে “Life Verification for Reinstatement” সাবমেন্যু যুক্ত করা হয়েছে। এখন এ মেন্যু ব্যবহারের মাধ্যমে পেনশন পুন:স্থাপন জটিলতা নিরসন হবে।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়

পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট

হিসাব ভবন। সেগুনবাগিচা, ঢাকা।

www.pension.gov.bd

নম্বর : সিএএফও/পিএফএম/সিজিএ যােগাযােগ/৪৩(খন্ড-১)/১০১৩ তারিখঃ ০২/০৮/২০২২খ্রিঃ।

প্রাপক,

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সকল)

বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (সকল)

জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার (সকল)

উপজলা হিসাবরক্ষণ কর্মকর্তা (সকল)

বিষয়: সর্মপনকারী পেনশনারগণের পেনশন পুন:স্থাপন প্রসংগে।

সূত্র ১: ০৭.০০.০০০০.১৭১.১৩.০১৩.১৪.১১৮; তারিখ:০৮ অক্টোবর ২০১৮খ্রি:

সূত্র ২: ০৭,০০,০০০০.১৭১.১৩.০০৬.১৬-৯৭; তারিখ:২৮ অক্টোবর ২০১৯খ্রি:

সূত্রস্থ ১ নং স্মারকের মাধ্যমে শতভাগ পেনশন সর্মপনকারী প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীগণ অবসর গ্রহণের তারিখ হতে ১৫ বছর সময় অতিক্রান্তের পর পুন:স্থাপিত হয়ে থাকেন এবং সূত্রস্থ ২ নং স্মারকের নির্দেশনা মােতাবেক পুন:স্থাপন সুবিধা ভােগরত অবস্থায় প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীগণ মারা গেলে পুন:স্থাপিত পারিবারিক পেনশন সুবিধা প্রাপ্য হন।

বর্ণিত বিধানের আলােকে শতভাগ পেনশন সর্মপনকারী প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীগণের যথাসময়ে পুন:স্থাপন। প্রক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত জরুরী। বাস্তবতার আলােকে দেখা যাচ্ছে যে, অবসর গ্রহণের তারিখ হতে ১৫ বছর সময় অতিক্রান্ত হবার পরও যথাসময়ে অনেক সর্মপিত পেনশনার পুন:স্থাপন প্রক্রিয়ায় আসছেন না। পুন:স্থাপিত না হবার কারণে পারিবারিক পেনশনার পুনঃস্থাপন পেনশন সুবিধা পাচ্ছেন না। বিষয়টি অনভিপ্রেত। এ জটিলতা নিরসনে পেনশন পুন:স্থাপন প্রক্রিয়াকে সিস্টেম বেইজড করা হয়েছে। এখন হতে পেনশন পুন:স্থাপন নিম্নবর্ণিতভাবে সম্পাদিত হবে:

  • ১৫ বছর পূর্তির পূর্ববর্তী মাসে আইবাস হতে সর্মপনকারী পেনশনারকে পেনশন পুন:স্থাপন সংক্রান্ত অবহিতকরণ ও করণীয় বিষয়ে নিম্নোক্ত ক্ষুদে বার্তা (SMS) প্রদান করা হবে। (সম্মানিত পেনশনার, অবসর পরবর্তী ১৫ বছর সময় অতিক্রান্ত হওয়ায় আগামী….. খ্রি. তারিখে আপনার পেনশন (পিপিও নং:…..ইপিপিও নং:) পুন:স্থাপিত হবে। অনুগ্রহ করে উক্ত তারিখে বা পরবর্তী যেকোনাে কর্মদিবসে যেকোনাে হিসাবরক্ষণ কার্যালয়ে উপস্থিত হয়ে লাইফ ভেরিকেশনের মাধ্যমে পেনশন পুন:স্থাপন করুন- সিএএফও /পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)
  • সংশ্লিষ্ট পেনশনার হাজির হবার পর হিসাবরক্ষণ কার্যালয় iBAS++ এ “Pension Management” মডিউল এর “Life Verification” মেনুর মধ্যে “Life Verification for Reinstatement” সাবমেনু ব্যবহার করে পেনশন পুনঃস্থাপন সম্পন্ন করবেন। এ প্রক্রিয়ায় পূর্বের ন্যায় পেনশনারের ePPO পেনশনারের originating হিসাবরক্ষণ কার্যালয়ে ফেরত আনার প্রয়ােজন নেই। পেনশনারের তথ্য বর্তমানে অন্যকোনাে হিসাবরক্ষণ কার্যালয় থাকলেও যেকোনাে হিসাবরক্ষণ কার্যালয় পেনশন পুন:স্থাপন। কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এ মেন্যু হতে লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করলে পেনশনারের স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে পুন:স্থাপিত হয়ে যাবে।
  • শুধুমাত্র Active এবং Life Verification এর কারণে Blocked পেনশনারকে এ প্রক্রিয়ায় পুন:স্থাপন করা যাবে। অন্য কোন কারণে Blocked পেনশনারকে এ পক্রিয়ায় পুনস্থাপন করা যাবেনা।
  • পুন:স্থাপন প্রক্রিয়া সম্পন্ন হলে পেনশনার এ সংক্রান্ত একটি ক্ষুদে বার্তা (SMS) পাবেন।
  • পুন:স্থাপনজনিত বকেয়া পূর্বের ন্যায় সিএএফও পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয় হতে পরিশােধ করা হবে।
  • পুন:স্থাপন সম্পন্নের সময়ে পেনশনারের বিপরীতে যদি কোনাে ধরণের বিল (টোকেন এন্ট্রি/পুভাইএফটি) পেন্ডিং থাকে তবে স্বয়ংক্রিয়ভাবে তা বাতিল হয়ে যাবে।
  • পুন:স্থাপনের জন্য পেনশনারের আবেদন করার প্রয়ােজন নেই।
  • হিসাবরক্ষণ কার্যালয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা পুন:স্থাপনের কার্যক্রম সম্পন্ন করবেন। সম্পন্নকারী কর্মকর্তাকে OTP Verification এর মাধ্যমে পেনশন পুনঃস্থাপন করতে হবে।
  • পুন:স্থাপনের এ প্রক্রিয়ায় পুন:স্থাপন সংক্রান্ত তথ্যসমূহ মেন্যুতে প্রর্দশিত হবে।

(মােঃ মামুন-উল-মান্নান)

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার

পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট

ফোনঃ- ০২৪১০৩০২৮৯

 

সর্মপনকারী পেনশনারগণের পেনশন পুন:স্থাপন জটিলতা নিরসনে সিস্টেম বেইজড প্রক্রিয়া চালু ২০২২: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *