সরকারি কর্মচারীদের মধ্যে যারা প্রশাসন শাখা বা হিসাব শাখায় কাজ করেন তারাই কেবল চাকরি সম্পর্কিত বিধি বিধানগুলো সম্পর্কে ভাল ধারণা রাখেন। অবশিষ্ট ৮০% কর্মকর্তা/ কর্মচারীই সরকারি চাকরির বিধানাবলী, বাংলাদেশ সার্ভিস রুলস, হালনাগাদ পেনশন রুলস, ভ্রমণ বিধি ও প্রাপ্যতা , উৎসব ভাতার প্রাপ্যতা, সরকারি কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা বা চিকিৎসা শেষে ব্যয় উত্তোলন, বিভিন্ন ভাতাদির প্রাপ্যতা, বিভিন্ন ধরনের অগ্রিম সুবিধা গ্রহণ, নিয়োগ ও বদলি নীতিমালা, বিভিন্ন ধরনের ছুটি কিভাবে নিতে হয়, বাসা বরাদ্দ বা বাড়ি ভাড়া প্রাপ্যতা, শিক্ষা সহায়ক ভাতা বা রেশন সুবিধা ইত্যাদি সর্ম্পকে ভাল ধারনা রাখেন না। এই ওয়েবসাইটটিতে উপরোক্ত বিষয়গুলো সহজ ভাবে তুলে ধরা হয়েছে। সরল ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। সাধারণ কর্মচারী যাতে সহজেই ব্যাপার গুলো বুঝতে পারে এবং যদি কোন বিধি বুঝতে সমস্যা হয় তা নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যদি কোন বিধি বা নীতিমালা বুঝতে অসমর্থ হয় তবে আমাদের ফেসবুক পেইজ, গ্রুপ এবং ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
প্রতিটি পোস্টের রেফারন্স পোস্টের শেষে “ডাউনলোড” নামের যে লিংক দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। ডাউনলোড ফাইল Google Drive or Box.com এ স্টোর করা আছে। কারও যদি ফাইলটি ডাউনলোড করতে সমস্যা হয় তবে আপনি আপনার নিজের gmail Account এ Login করে নিন। লগইন করার পর ঠিকই ফাইলটি ডাউনলোড হবে। তবুও যদি আপনি রেফারেন্স ফাইল ডাউনলোডে সমস্যায় পড়ে তবে আপনি এডমিনকে alaminmia.tangail@gmail.com এ ফাইলের নাম দিয়ে নক করুন। এডমিন আপনার ইমেইলের উত্তর দিবে।
কিছু কর্মকর্তা/ কর্মচারীদের কাছে সরকারি চাকরির বিধি বিধানের কিছু বইও হয়তো সংগ্রহে আছে কিন্তু তা মূলত সংগ্রহেই মাত্র বের করে পড়ার সময় বা সুযোগ নেই। কারও সময় বা সুযোগ থাকলেও বের করে পড়া পর্যন্ত হয় না। আবার দেখা যায় যে, অসংখ্য বইয়ের মধ্যে একটি সামারি বই চাকরির বিধানাবলীই শুধুমাত্র সংগ্রহ রয়েছে। সরকারি চাকরি সংক্রান্ত অসংখ্যা বই রয়েছে যেগুলো আবার প্রতি বছরই আপডেট হয়ে থাকে আপনি যদি শুধুমাত্র এই ওয়েবসাইটের সাথে যুক্ত থাকেন তবে আপনি সকল আপডেট তথ্যই পেয়ে যাবেন। ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রশান-১ শাখা
www.mopa.gov.bd
নং-০৫.০০.০০০০.১১০.০০.০৪০.২০.৩৯৩; তারিখ: ১১ এপ্রিল ২০২১
বিষয়: করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদের সহায়তার জন্য কুইক রেসপন্স টিম গঠন।
করোনাভাইরাস (কোভিড-১৯) -এ আক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা/কর্মচারীদেরকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য নিম্নরূপ কুইক রেসপন্স টিম (Quick Response Team) গঠন করা হলো:
০১. ডা. মো: আনোয়ারুল ইসলাম সরকার, উপসচিব, শৃংখলা-১ শাখা-টিম লিডার। (০১৭১৬১১৯০১২)
০২. জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন, সিনিয়র সহকারী সচিব, সওব্য-১২ শাখা-সদস্য (০১৮১৫০৯৪৪১২)
০৩. জনাব মো: খোকন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসন-৩ শাখা-সদস্য (০১৭১২৪৯৪৭১৮)
০৪. জনাব মো: আব্বাছ উদ্দিন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নাজির), প্রশাসন-৪ শাখা-সদস্য (০১৭২৯৪৭৮৮৪০)
০৫. জনাব মো: বেলাল হোসেন, অফিস সহায়ক, উনি-১ শাখা-সদস্য।
টিমের কার্যপরিধি:
(ক) জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা/ কর্মচারী করোনায় আক্রান্ত হলে, উক্ত টিম তার বা তার পরিবারের সাথে যোগাযোগ করবেন। প্রয়োজনে, তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ঔষধ, চিকিৎসাসহ অন্যান্য সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
(খ) আক্রান্তদের তথ্য সংগ্রহপূর্বক প্রতিবেদন আকারে যুগ্নসচিব (প্রশাসন) এর নিকট দাখিল করবেন।
(গ) বিবিধ।
(মো: এনামুল হক)
উপসচিব (প্রশাসন-১)
ফোন: ৯৫৪০২১৮
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীদের করোনা সহায়তার জন্য আলাদা কুইক রেন্সপন্স টিম গঠন!: ডাউনলোড