সরকারি কর্মচারিদের অবসর উত্তর ছুটি মঞ্জুরের পর লাম্প গ্র্যান্ট উত্তোলনের পর জুন মাসের পর জিপিএফ এ কর্তন বন্ধ করে দিতে হয়।
সারসংক্ষেপ:
- জিপিএফ কর্তন বন্ধের পর চূড়ান্ত উত্তোলনের প্রয়োজন হয়্
- সেক্ষেত্রে প্রথমেই উপজেলা বরাবর যথাযথ কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হয়্
- প্রত্যয়ন পত্র প্রাপ্তির পর সদর দপ্তর বরাবর মঞ্জুরীর জন্য আবেদন করতে হয়।
এজি অফিস বরাবর আবেদনের নমুনাপত্র:
বরাবর,
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা
সাভার, ঢাকা।
বিষয়:- জিপিএফ হিসাব নং-বেতার/রাজ/২১০ এ জমাকৃত সমূদয় অর্থ উত্তোলনের জন্য প্রত্যয়ন পত্রের আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, তথ্য মন্ত্রণালয়ের ০৬/১১/১৭ খ্রি: তারিখের ১৫.০০.০০০০.০২১.১৮. ৭৮৪.১২.৪৫২(৬) নং পত্র মোতাবেক আমার ০৬/১১/১৭ খ্রি: তারিখ থেকে ০৫/১১/১৮ খ্রি: তারিখ পর্যন্ত পূর্ণগড় বেতনে মোট ১ (এক) বছর অবসর উত্তর ছুটি মঞ্জুরী করা হয়েছে। প্রেক্ষিতে, আমার জিপিএফ হিসাব নং-বেতার/রাজ/২১০ এ জমাকৃত সমূদয় অর্থ চূড়ান্ত উত্তোলনের প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করছি।
- ফুলবাড়িয়া হাসপাতাল সেবা প্রাপ্তি ২০২৪ । কর্মচারী হাসপাতালের ডাক্তার ভিজিট, ঔষুধ প্রাপ্তি ও ভীড় কম?
- সরকারি কর্মচারী হাসপাতাল কার্ড ২০২৪ । বিনামূল্যে চিকিৎসা সেবার কার্ড পেতে তথ্য ফর্ম নিজে জমা দিতে হবে?
- Return Submission Last Date 2024 । ২০২৪-২৫ কর বছরের আয়কর রিটার্ণ সময়সীমা আবারও বৃদ্ধি করা হয়েছে
- সরকারি চাকুরিকাল কি? । পদোন্নতির জন্য চাকুরিকাল গণনায় বিবেচ্য বিষয়গুলি কি কি?
- সরকারি ছুটির তালিকা ২০২৫ । অফিস বন্ধের তালিকা কোথায় পাওয়া যাবে?
অতএব, মহোদয় অনুগ্রহপূর্বক আমার উপরোক্ত বিষয়ের আলোকে জিপিএফ হিসাব নং-বেতার/রাজ/২১০ এ জমাকৃত সমূদয় অর্থ চূড়ান্ত উত্তোলনের জন্য প্রত্যয়নপত্র প্রদান করে বাধিত করবেন।
বিনীত,
তারিখ:
(পেনশনারের নাম)
আঞ্চলিক প্রকৌশলী
(অবসর উত্তর ছুটি ভোগরত)
বাংলাদেশ বেতার, কবিরপুর, সাভার, ঢাকা।