ফর্ম I আবেদনপত্র । নমুনা

নন-গেজেটেড কর্মচারীর টিএ ডিএ বিল করে ফেলুন MS Excel শীটে।

সরকারি নন-গেজেটেড কর্মচারীদের ভ্রমণ ভাতা/টিএ ডিএ বিল করতে হয় সরকারি ফরমে। আপনি ইচ্ছে করলে নিচের এক্সেল ফরমে বিল করে স্ট্যাপলিং করে টিএ ফরমের মত করে জমা দিয়ে বিল তুলতে পারেন।

  • মাসের নাম, কর্মচারীর নাম, মূল বেতন ইত্যাদি সকল তথ্য পুরণ করতে হবে।
  • এতে সুবিধা হচ্ছে হিসাব কিতাব অটো হয়ে যাবে।
  • হাতে লিখলে তিনটি ফরম তৈরি করতে অনেক সময় লেগে যায় ফলে সময় সাশ্রয়ী।
  • অনেক বড় বিল এ শীটে করা সম্ভব।

নন-গেজেটেড কর্মচারীর টিএ ডিএ বিল করে ফেলুন এক্সেল শীটে ফরমটি সংগ্রহে রাখতে: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

2 thoughts on “নন-গেজেটেড কর্মচারীর টিএ ডিএ বিল করে ফেলুন MS Excel শীটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *