নিয়োগ । বদলি । পদোন্নতি । জ্যেষ্ঠতা

পদবি পরিবর্তন করে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা পর্যায়ে কর্মরত যুব উন্নয়ন অধিদপ্তরের ” ক্রেডিট সুপারভাইজার” এর পদবি পরিবর্তন করে “সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা” নামকরণ করে পদ নাম পরিবর্তন করা হয়েছে। 

গনপ্রজান্ত্রত্রী বাংলাদেশ সরকার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

যুব -১ শাখা

বাংলাদেশ সচিবালয় , ঢাকা ।

www.moysports.gov.bd

স্মারক নং-৩৪.০০.০০০০.০৫১.০৬.০৮৮.১৬.১৪১ তারিখঃ

প্রাপকঃ চিফ আকাউন্টস এন্ড ফিনান্স অফিসার

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকা।

বিষয়: যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা পর্যায়ে কর্মরত যুব উন্নয়ন অধিদপ্তরের ” ক্রেডিট সুপারভাইজার” এর পদবি পরিবর্তন করে “সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা” নামকরণ সংক্রান্ত।

নির্দেশিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫-১০-২০১৭ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১৫৩.০১.০১৮.১৭.১৭৭ নং স্মারক এবং অর্থ বিভাগের ০৪-০২-২০১৮ খ্রি: তারিখের ০৭.১৫৪.০১৫.০৮.০১.০০৪.২০০৫ (অংশ-১).৬৯ নং স্মারকের সম্মতিক্রমে যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা পর্যায়ে কর্মরত যুব উন্নয়ন অধিদপ্তরের “ক্রেডিট সুপারভাইজার” এর পদবি পরিবর্তন করে “সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা” নামকরণে সরকারি মঞ্জুরি আদেশ জ্ঞাপন করছি।

০২। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতিক্রমে এবং প্রয়োজনীয় বিধি-বিধান ও শর্তসমূহ পালনপূর্বক “ক্রেডিট সুপারভাইজার” এর পদবি পরিবর্তন করে “সরকারী উপজেলা কর্মকর্তা” নামকরণে আদেশ জারি করা হল।

স্বাক্ষরিত/-

দিলরুবা শারমিন

সিনিয়র সহকারী সচিব

ফোন: ৯৫৭৫৫০৯

 “ক্রেডিট সুপারভাইজার” এর পদবি পরিবর্তন করে “সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা” করা হয়েছে: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *