কোন সরকারী কর্মচারী যদি অবিবাহিত অবস্থা মৃত্যুবরণ করে থাকে অথবা পেনশনে যাওয়ার পর যদি মারা যায়। এক্ষেত্রে তার কোন স্ত্রী সন্তান না থাকে তবে পিতা মাতা পেনশন পাইতে পারেন।
স্মারক নং ২৫৬৬(৪০)-এফ, তারিখ: ১৬ এপ্রিল, ১৯৫৯ এর সেকশন-২ এর অনুচ্ছেদ-৫ (২) (বি) অনুসারে পরিবারের কোন সদস্য না থাকিলে অর্থাৎ মৃত কর্মচারীর স্বামী/স্ত্রী, সন্তান, মৃত পুত্রের বিধবা বা সন্তান না থাকিলে উক্ত ক্ষেত্রে মৃত কর্মচারীর উপর সম্পূর্ণ নির্ভরশীল ছিল এই প্রত্যায়নপত্র দাখিলক্রমে মৃত কর্মচারীর নিম্নোক্ত নির্ভরশীল সদস্যবর্গের অনুকূলে নিম্নরূপ অগ্রাধিকারের ক্রমানুসারে পেনশন মঞ্জুর করা যাইবে-
(১) পিতা।
(২) মাতা।
(৩) ১৮ বৎসরের কর্ম বয়স্ক বয়োজ্যেষ্ঠ জীবিত ভাই।
(৪) বয়োজ্যেষ্ঠ অবিবাহিত বোন। বয়োজ্যেষ্ঠ বোনের বিবাহি বা মৃত্যুর ক্ষেত্রে পরবর্তী বয়োজ্যেষ্ঠ বোন।
(৫) বয়োজ্যেষ্ঠ জীবিত বিধবা বোন।
পরিবারের নির্ভরশীল সদস্যদের অনুকূলে পেনশন মঞ্জুর বিষয়ে আরও জানতে পেনশন বিধিমালা দেখুন: ডাউনলোড
মৃত কর্মচারীর যদি ২য় স্ত্রী ও তার সন্তান থাকে, কিন্তু অফিসের কাগজপত্রে নমিনী হিসেবে যদি ১ম স্ত্রী ও ১ম পক্ষের সন্তানদের নাম দেয়া থাকে, তাহলে আনুতোষিক ও পেনশেন কি ২য় স্ত্রী ও তার সন্তান কোনো ভাগ পাবে কিনা? পেলেও কতটুকু?
https://bdservicerules.info/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/