অবসর গ্রহনের ক্ষেত্রে এখনও ২৫ বছর চাকরি পূর্ণ করতে হবে। ২৫ বছর চাকরি পূর্ণ করার আগে কোন ভাবেই পেনশন প্রাপ্য হবেন না। অনেকেরই ধারণা ৫-২৪ বছর চাকরি করলে পেনশন টেবিল অনুসারে পেনশন পাওয়া যাবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। ৫-২৪ বছর এই টেবিলটি শুধুমাত্র অক্ষমতাজনিত পেনশন এবং পারিবারিক পেনশনের ক্ষেত্রেই প্রযোজ্য হইবে।
অক্ষমতাজনিত পেনশন?
জি, আপনি যদি শারিরিকভাবে চাকরি করতে অক্ষম হয়ে পড়েন এবং ডাক্তারী বোর্ড যদি মনে করেন আপনি আর চাকরি করতে সক্ষম নন তবেই আপনি নিচের টেবিল অনুসারে পেনশন পাবেন। যদি আপনি ১৪ বছর চাকরি করার পর অক্ষম হয়ে পড়েন তবে আপনি মূল বেতনের ৫১% পেনশন হিসেবে পাবেন। যেমন আপনার মূল বেতন যদি ২০,০০০ টাকা হয়। তবে মূল বেতনের ২০০০০*৫১% = ১০,২০০ টাকার এর ৫০% = ৫১০০ টাকা মাসিক পেনশন এবং ৫১০০*২৩০ = ১১,৭৩,০০০ টাকা আনুতোষিক হিসেবে প্রাপ্য হবেন।
পেনশন টেবিল ২০১৫
৫-২৫ বছর পেনশন গেজেট ডাউনলোড করুন
টেবিল অনুসারে পারিবারিক পেনশন কিভাবে পায়?
পারিবারিক পেনশন হচ্ছে আপনার মৃত্যুর পর পরিবারে যে হারে পেনশন প্রাপ্য হবেন বা আপনি মস্তিষ্ক বিকৃত হলে পরিবার আপনার পক্ষে যে পেনশন তুলবেন। যদি আপনার ১০ বছর পর মৃত্যু হয় তবে আপনার পরিবার মূল বেতনের ৩৬% হারে পেনশন ও আনুতোষিক পাবেন। যেমন যদি আপনার মূল বেতন ১২০০০ টাকা হয় তবে আপনার পেনশন ১২০০০*৩৬% = ২১৬০ টাকা যা মাসিক পেনশন হিসাবে পাবে আপনার পরিবার। সর্বনিম্ন পেনশন ৩০০০ টাকা তাই ২১৬০ টাকা নয় ৩০০০ টাকা মাসিক পেনশন হিসেবে পাবেন এবং ২১৬০ টাকার বিপরীতে ২৩০ টাকা প্রতি ১ টাকার জন্য ২১৬০*২৬০ = ৫,৬১,৬০০ টাকা আনুতোষিক হিসেবে প্রাপ্য হবেন। আনুতোষিক রেট ২৩০ টাকার পরিবর্তে ২৬০ টাকা প্রযোজ্য হইবে।
বি:দ্র: অনেকেই ভাবেন যে সুস্থ্য অবস্থায় উক্ত টেবিল অনুসারে স্বেচ্ছায় পেনশনে গেলে এ সুবিধা পাওয়া যাবে। আসলে এটি সম্পূর্ণ ভুল। এটি স্বেচ্ছায় সুস্থ্য অবস্থায় পেনশনে গেলে প্রযোজ্য নয়। ২৫ বছর চাকরি পূর্ণ না হলে স্বেচ্ছায় পেনশনে যাওয়া যাবে না।