পেনশন সহজীকরণ আদেশ ২০২০ এ বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন। তবে আপনারদের সুবিধার্থে পেনশন বিধিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫০ টি পেনশন সম্পর্কিত বিধি তুলে ধরা হল। এই ৫০টি বিধি জানা থাকলে পেনশন বিষয়ের বিভিন্ন জটিল বিষয়গুলো আপনি বুঝতে পারবেন।
১। পেনশন প্রাপ্তির পূর্বশর্তসমূহ কী?
উত্তর: পেনশন প্রাপ্তির ৩ টি শর্ত রয়েছে; রাজস্বখাতভূক্ত চাকরি, স্থায়ী চাকরি এবং সন্তোষজনক চাকরি।
২। কত বছর চাকরির পর একজন কর্মচারী স্বেচছায় অবসরে গমন করতে পারেন?
উত্তর : ২৫ বছর।
৩। অক্ষমতাজনিত পেনশন বলতে কী?
উত্তর: কোন কর্মচারী যদি শারিরীক বা মানসিক অসুস্থতার কারণে চাকরি করতে অক্ষম হয়ে পড়েন তবে যে ধরণের পেনশন প্রদানের বিধান আছে তাকে অক্ষমতাজনিত পেনশন বলে। এক্ষেত্রে নূন্যতম চাকরিকাল হতে হয়। ৫বছর।
৪। বর্তমান বিধান অনুযায়ী সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেনশনের পরিমান কত?
উত্তর: ৭৮০০০ এবং ৩০০০ টাকা।
৫৷ প্রচলিত বিধান অনুযায়ী একজন পেনশনার কি কি ধরণের ভাতাদি পেয়ে থাকেন?
উত্তর: বেসামরিক পেনশনারগণ: সকল পেনশনার চিকিৎসাভাতা, উৎসবভাতা, নববর্ষভাতা পেয়ে থাকেন এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ভাতা হিসাবে প্রশংসাসূচক ভাতা, পদক ভাতা প্রদান করা হয়ে থাকে। সামরিক পেনশনাগণ: সকল পেনশনার চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা, রেশন ভাতা, শিশু ভাতা পেয়ে থাকেন এবং কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ভাতা হিসাবে প্রশংসা সূচক ভাতা, পদক ভাতা প্রদান করা হয়ে থাকে।
৬। পেনশনারের বয়স ৬৫ বছর পূর্ণ হলে কী কী সুবিধা বৃদ্ধি পেয়ে থাকে?
উত্তর : ৬৫ বৎসর পূর্ণ হলে চিকিৎসাভাতা ১৫০০ টাকা হতে বৃদ্ধি পেয়ে ২৫০০ টাকায় নির্ধারিত হয় এবং অবসরের তারিখ ৩০.০৬.২০১৫ খ্রি. তারিখের পূর্বে হলে ১০% পেনশন বৃদ্ধি পেয়ে থাকে।
৭। কোন ধরণের উত্তরাধিকারী আজীবন পারিবারিক পেনশন পাবেন?
উত্তর :মূল পেনশনার পুরুষ হলে স্ত্রী/স্ত্রীগণ, মহিলা হলে স্বামী এবং পেনশনারের প্রতিবন্ধী সন্তান/সন্তানগণ।
৮। পেনশনে গমনের পর বিবাহ করলে বিবাহিত স্ত্রী পারিবারিক পেনশন পাবেন কী?
উত্তর : পাবেন না।
৯। পারিবারিক পেনশন গ্রহণরত স্বামী যদি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন তবে স্ত্রীর পেনশন পাবেন কী?
উত্তর : পাবেন না।
১০। বর্তমানে পেনশন শতভাগ সমর্পন করার বিধান আছে কী?
উত্তর :০১/০৭/২০১৭খ্রি: হতে শতভাগ পেনশন সমর্পনের সুযােগ নেই।
১১। বর্তমানে সর্বনিম্ন পেনশনযােগ্য চাকুরিকাল কত বছর?
উত্তর : ৫ বৎসর।
১২। ৬৫ বছর পূর্তিতে প্রাপ্য সুবিধার ফিক্সেশন কিভাবে করা হয়ে থাকে, পেনশনারকে কি স্বশরীরে উপস্থিত হতে হবে?
উত্তর: ৬৫ বছর পূর্তিতে প্রাপ্য সুবিধার ফিক্সেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়ে থাকে। উপস্থিতির কোন প্রয়ােজন নেই।
১৩। প্রতি বছর ১ জুলাই ৫% হারে ইনক্রিমেন্ট প্রদান কখন হতে চালু হয়? ইনক্রিমেন্ট এর ফিক্সেশন কিভাবে করা হয়?
উত্তর :১ জুলাই ২০১৭ খ্রি. হতে। স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়ে থাকে।
১৪। পেনশনারদের জন্য ২টি উৎসব ভাতা কখন চালু হয়?
উত্তর :০১/০৭/২০০৮ ইং হতে।
১৫৷ পেনশনারগণ নববর্ষ ভাতা পাবে কি?
উত্তর :হ্যাঁ, পাবে। এপ্রিল/২০১৭ হতে পাবে।
১৫। আমার চাকুরী ৬ বৎসর পূর্ণ হয়েছে, সেচ্ছায় অবসরে যেতে পারব কি?
উত্তর :না, তবে শারিরীক অসুস্থ হলে মেডিকেল কোর্ড কর্তৃক অক্ষমতা সনদের পর নির্বাহী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হলে মঞ্জুরী সাপেক্ষে অক্ষমতা পেনশনে যাওয়া যায়।
১৬। আমার চাকুরী ৬ বৎসর পূর্ণ হয়েছে, সেচ্ছায় অবসরে যেতে পারব কি?
উত্তর :না, তবে শারিরীক অসুস্থ হলে মেডিকেল কোর্ড কর্তৃক অক্ষমতা সনদের পর নির্বাহী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত হলে মঞ্জুরী সাপেক্ষে অক্ষমতা পেনশনে যাওয়া যায়।
১৭। পারিবারিক পেনশন পেতে হলে কী কী কাগজপত্র লাগবে?
উত্তরঃ পারিবারিক পেনশন পেতে নিম্নের কাগজপত্র লাগবেঃ
ক। পূরণকৃত পারিবারিক পেনশন ফরম,
খ। মঞ্জুরী পত্র,
গ। ওয়ারিশ সনদপত্র,
ঘ। মৃত্যু সনদপত্র (মৃত পেনশনারের ক্ষেত্রে),
ঙ। জাতীয় পরিচয় পত্র,
চ। ব্যক্তিগত আবেদন পত্র,
ছ। পূরণকৃত EFT ফরম,
জ। মূল পেনশনারের PPO বহি,
ঝ। চেক বইয়ের ১ম পাতার ফটোকপি,
ঞ। পাসপাের্ট সাইজ ছবি ৩ (তিন) কপি।
১৮। মাসিক পেনশন EFT এর মাধ্যমে পেতে হলে কী কী কাগজপত্র প্রয়ােজন?
উত্তরঃ মাসিক পেনশন EFT এর মাধ্যমে পেতে হলে নিম্নের কাগজপত্র লাগবেঃ
ক। পূরণকৃত EFT ফরম,
খ। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,
গ। PPO বইয়ের ১ম ও শেষ পাতার ফটোকপি,
ঘ। চেক বইয়ের ১ম পাতার ফটোকপি,
ঙ। পাসপোের্ট সাইজ ছবি ২(দুই) কপি,
চ। পূরণ D-Half ফরম।
১৯। EFT ছাড়া ম্যানুয়ালি চেকের মাধ্যমে মাসিক পেনশন নেয়া সম্ভব কিনা?
উত্তরঃ EFT ছাড়া ম্যানুয়ালি চেকের মাধ্যমে মাসিক পেনশন নেয়া সম্ভব তবে তাকে পূর্বের বকেয়া পরিশােধ পূর্বক EFT এর আওতায় আসতে হবে।
২০। কত তারিখের মধ্যে পেনশন ইএফটি হতে পারে?
উত্তরঃ প্রতি মাসের ৫ তারিখের মধ্যে পেনশন ইএফটি হতে পারে।
২১। একটানা কত মাস যাবৎ পেনশন না নিলে পরবর্তীতে পেনশন নিতে হলে পেনশনার কর্তৃক আবেদন দাখিল করতে হবে কি?
উত্তরঃ একটানা ১২ মাস যাবৎ পেনশন না নিলে পরবর্তীতে পেনশন নিতে। হলে পেনশনার কর্তৃক আবেদন দাখিল করতে হবে অথবা স্বশরীরে উপস্থিত হয়ে পেনশন নিতে হবে।
২২। গুরুতর অসুস্থ পেনশনারকে ইএফটি’র আওতায় আসতে হলে পেনশনারকে উপস্থিত থাকতে হবে কিনা?
উত্তরঃ গুুরতর অসুস্থতার ক্ষেত্রে একাউন্টস অফিসকে নিশ্চিত হতে হবে যে পেনশনার বেঁচে আছেন কিনা।
২৩। কোন পেনশনার ইএফটি আওতাধীন থাকা অবস্থায় ৬৫ বছর পূর্তি হলে পেনশনারকে কি ? পেনশন বই নিয়ে আসতে হবে?
উত্তরঃ পেনশনার EFT আওতাধীন থাকা অবস্থায় ৬৫ বছর পূর্তি হলে পেনশনারকে পেনশন বই নিয়ে আসার প্রয়ােজন নেই তবে পেনশনার যদি মনে করেন সে তার ৬৫ বছর পূর্তিতে সে তার প্রাপ্য মত পেনশন পাচ্ছেন তাহলে মূল পেনশন বই ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে একাউন্টস অফিসে আসবেন।
২৪। নতুন পারিবারিক অথবা আনুতােষিক দেয়ার ক্ষেত্রে কোন কর্মকর্তা/কর্মচারী যদি পূর্বে তার। স্বামী/স্ত্রীর পেনশন পেয়ে থাকে তাহলে কি তার মঞ্জুরী বা আবেদন পত্রে তার প্রাপ্য পেনশনটি পায় কিনা তা কি উল্লেখ করতে হবে?
উত্তরঃ নতুন পারিবারিক অথবা আনুতােষিক দেয়ার ক্ষেত্রে কোন কর্মকর্তা/ কর্মচারী যদি পূর্বে তার স্বামী/স্ত্রীর পেনশন পেয়ে থাকে তাহলে অবশ্যই উল্লেখ করতে হবে নতুবা পেনশন প্রদানের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে।
২৫৷ পেনশনার কর্তৃক ইএফটি ফরম পূরণ করতে গেলে পেনশন বহিতে বেসিক পে, নিট পেনশন ও গ্রাচুয়িটি উল্লেখ না থাকলে সেক্ষেত্রে উহা কিভাবে বের করবাে?
উত্তরঃ পেনশনার কর্তৃক EFT ফরম পূরণ করতে গেলে পেনশন বহিতে বেসিক পে, নিট পেনশন ও গ্রাচুরিটি উল্লেখ না থাকলে সেক্ষেত্রে পেনশনারের সংরক্ষিত D-Half অথবা একাউন্টস অফিসে সংরক্ষিত PPO ইস্যু রেজিষ্টার হতে তথ্য নিতে হবে।
২৬। পেনশন ইএফটি হলে কতদিন পর পর একাউন্টস অফিসে আসতে হবে?
উত্তরঃ পেনশন ইএফটি হলে ১১ মাসে একবার একাউন্টস অফিসে আসতে হবে।
২৭। পেনশন বই হারিয়ে গেছে এখন কী করতে হবে?
উত্তরঃ পেনশন বই হারিয়ে গেলে জিডির মূল কপিসহ একাউন্টস অফিসে ডুপ্লিকেট PPO বইয়ের জন্য আবেদন করতে হবে।
২৮। ইএফটি হলে পেনশন বহির আর কোন প্রয়ােজন আছে কি?
উত্তরঃ EFT হলেও পেনশন বহির প্রয়ােজন আছে। যখন কোন পেনশনার EFT এর আওতায় আসার পর ১১ মাসে একবার দেখা করবেন তখন একাউন্টস অফিস তার হাজিরার প্রত্যয়ন দিয়ে দিতে পারেন।
২৯। ইনক্রিমেন্ট এর জন্য পেনশনার কে উপস্থিত হতে হবে কিনা?
উত্তরঃ ইনক্রিমেন্ট এর জন্য পেনশনারকে উপস্থিত হতে হবে না।
৩০। প্রতি মাসের কত তারিখে ইএফটির মাধ্যমে টাকা পাঠানাে হয়?
উত্তরঃ প্রতি মাসের ৫ তারিখের মধ্যে EFT এর মাধ্যমে টাকা পাঠানাে হয়।
৩১। পেনশনার মারা গেলে কী করতে হবে?
উত্তরঃ পেনশনার মারা গেলে সিএও/পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট কে জানানাে পূর্বক উক্ত পেনশনারের NID, IBAS++ হতে Deactivate করতে হবে।
৩২। যদি কোন পেনশনার গত কয়েক মাস পর্যন্ত ইএফটি’র মাধ্যমে পেনশন পেয়েছেন কিন্তু গত দুই মাস যাবৎ কোন ইএফটি পাচ্ছেন না সেক্ষেত্রে কী করতে হবে?
উত্তরঃ আপনি যদি EFT এর মাধ্যমে টাকা না পান সেক্ষেত্রে পেনশনারের মূল বই এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে একাউন্টস অফিসে আসতে হবে।
৩৩। যদি কোন পেনশনার গত ঈদে ইএফটি’র মাধ্যমে উৎসব ভাতা না পান তখন কীভাবে উৎসব ভাতা পাবেন?
উত্তরঃ এক্ষেত্রে পেনশনার স্ব-শরীরে উপস্থিত হয়ে অথবা মােবাইলের মাধ্যমে পেনশনারের NID এবং জন্ম সাল সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসকে অবহিত করেন, হিসাবরক্ষণ অফিস iBAS++ এ পেনশনারের NID ব্যবহার করে ইএফটি ইস্যু করেন।
৩৪। মােবাইলে ইএফটির মেসেজ গিয়েছে কিন্তু ব্যাংক হিসাবে টাকা জমা হয়নি কেন?
উত্তরঃ ব্যাংক সংক্রান্ত ভুল তথ্যের কারণে হতে পারে।
৩৫। শতভাগ সমর্পনকারী পেনশনারগণ কত বছর পেনশন কালীন সময় অতিবাহিত হলে পুন:স্থাপিত পেনশনার হবেন?
উত্তরঃ পেনশন কালীন সময় ১৫ বছর পূর্ণ হলে।
৩৬। পুন:স্থাপিত পেনশনারগণের বকেয়া কিভাবে নির্ধারিত হয়?
উত্তর: শতভাগ সমর্পণকারী পেনশনারের পেনশনকালীন সময় ১৫ বছর পূর্ণ হবার পরবর্তী দিন হতে তিনি পুন:স্থাপিতা হবেন। তবে কোন পেনশনারের যদি ০১-০৭-২০১৭ খ্রি: এর আগে ১৫ বছর পূর্ণ হয় তবে তিনি পুনস্থাপিত হবেন ১৫ বছর পূর্তিতে কিন্তু বকেয়া পাবেন ০১-০৭-২০১৭ খ্রি: তারিখ হতে। অর্থাৎ ০১-০৭-২০১৭ খ্রি: এর পূর্বের কোন বকেয়া পাবেন না।
৩৭। পুন:স্থাপিত পেনশনার মৃত্যুবরণ করলে তার পরিবার পেনশন পাবে কিনা?
উত্তরঃ মূল পেনশনার পুন:স্থাপিত হয়ে থাকলে তার মৃত্যুতে পারিবারিক পেনশনার পুন:স্থাপিত পেনশন সুবিধা প্রাপ্য হবেন।
৩৮। MICR চেক কি?
উত্তরঃ MICR চেক হলাে Magnetic Ink Character Recognition.এই চেকে চুম্বকীয় কালি (Magnetic Ink) ব্যবহার করা হয় বিধায় ব্যাংক লেনদেনের জন্য সবচেয়ে নিরাপদ এবং এটা সময় সাশ্রয়ী।
৩৯। কি কি কারণে পেনশনারের প্রেরিত অর্থ , ফেরত যেতে পারে?
উত্তরঃ বিভিন্ন কারণে পেনশনারের একাউন্ট হতে টাকা ফেরত আসতে। পারে। যেমন:ব্যাংক একাউন্ট নম্বর ভুল, ব্যাংকের রাউটিং নম্বর ভুল এবং সংশ্লিষ্ট পেনশনারের নামের ভুল।
৪০। পেনশনের টাকা স্ত্রী/পুত্র/কন্যা/ভাইয়ের একাউন্টে নেয়া যাবে কি না?
উত্তরঃ পেনশনের টাকা স্ত্রী/পুত্র/কন্যা/ভাইয়ের একাউন্টে নেয়া যাবে না।
৪১। পেনশনের টাকা যৌথ একাউন্টে নেয়া যাবে কি না?
উত্তরঃ পেনশনের টাকা যৌথ একাউন্টে নেয়া যাবে। তবে পেনশনারের নাম উক্ত একাউন্ট এ অবশ্যই থাকতে হবে।
৪২। যদি পেনশন মঞ্জুরী কোন কারণে ৭৫% বা ৮০% হয় এবং পরবর্তীতে তা পুনরায় পুন:মঞ্জুরী ৯০% হয় তাহলে সংশােধন করা যাবে কি না?
উত্তরঃ যদি পেনশন মঞ্জুরী কোন কারণে ৭৫% বা ৮০% হয় এবং পরবর্তীতে তা পুনরায় পুন:মঞ্জুরী ৯০% হয় তাহলে সংশােধন করা যাবে।
৪৩। যে সকল কর্মচারী পেনশনে যাবেন তাদের গ্রাচুইটি কোন কার্যালয় হতে প্রদান করা হবে এবং তাদের মাসিক পেনশন কিভাবে প্রদান করা হবে?
উত্তরঃ যে সকল কর্মচারী পেনশনে যাবেন তাদের গ্রাচুইটি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় হতে প্রদান করা হয়ে থাকে। তাদের মাসিক পেনশন সিএও পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয় ঢাকা হতে ই এফ টি (ইলেকট্রোনিক ফান্ড টান্সফার)এর মাধ্যমে প্রদান করা হয়ে থাকে।
৪৪। কোন পেনশনার মৃত্যুবরণ করলে পারিবারিক পেনশন কোন কার্যালয় হতে প্রদান করা হয়?
উত্তরঃ যে কার্যালয় হতে মৃত্যুবরণকারী পেনশনার পেনশন গ্রহণ করতেন সে কার্যালয় হতে পারিবারিক পেনশন প্রদান করা হয়।
৪৫। যে সকল পেনশনার ই এফ টি (ইলেকট্রোনিক ফান্ড ট্রান্সফার) এর মাধ্যমে পেনশন গ্রহণ করেন তাদের জীবিত থাকার প্রমান কিভাবে গ্রহণ করা হয়?
উত্তরঃ পেনশনারগণের ই এফ টি প্রেরণের ১১ (এগার) তম মাসে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে হাজির হতে হয়। হিসাবরক্ষণ কর্মকর্তা যাচাই পূর্বক iBAS++ এর মাধ্যমে নিশ্চিত করে থাকেন।
৪৬। কোন পেনশনার নিজে কী তাঁর পেনশন সংক্রান্ত তথ্যাদির (ইপিপিও) রিপাের্ট পেতে পারেন?
উত্তরঃ হ্যাঁ পারেন। সিএও পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট এর ওয়েবসাইট এর মাধ্যমে পেনশনার তাঁর NID ব্যবহার করে ই পিপিও বা পেনশন সংক্রান্ত তথ্যাদি দেখতে পারবেন।
৪৬। কোন পেনশনার নিজে কী তাঁর পেনশন সংক্রান্ত তথ্যাদির (ইপিপিও) রিপাের্ট পেতে। পারেন?
উত্তরঃ হ্যাঁ পারেন। সিএও পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট এর ওয়েবসাইট এর মাধ্যমে পেনশনার তাঁর NID ব্যবহার করে ই পিপিও বা পেনশন সংক্রান্ত তথ্যাদি দেখতে পারবেন।
৪৭। পারিবারিক পেনশন কখন থেকে চালু হয়?
উত্তর :০১/০৬/১৯৯৪ খ্রি: হতে।
৪৮। ১ম স্ত্রী নি:সন্তান, ২য় স্ত্রীর ৪সন্তান কে কত অংশ পাবে?
উত্তর : মােট পেনশন ১৬ আনা। স্ত্রী সন্তান মিলে ৪ জনের অধিক হলেই ২ জন স্ত্রী ৪+৪ আনা পাবে, বাকী ৮ আনা সমান হারে সন্তানদের মাঝে বন্টন হবে। অর্থাৎ ১ম স্ত্রী ৪ আনা আর ২য় স্ত্রী সন্তানদের অংশ সহ (৪+৮)=১২ আনা পেনশন পাবে।
৪৯। বিধবা বা তালাক প্রাপ্ত কন্যাগণ পেনশন পাবে কি?
উত্তর : স্বামী-স্ত্রীর অবর্তমানে সর্বোচ্চ ১৫ বৎসরের অবশিষ্ট সময়টুকুর জন্য পেনশন পাবে।
৫০। শতভাগ পেনশন ভােগী মারা গেলে পরিবারগণ উৎসব ভাতা পাবে কি?
উত্তর : যােগ্য ওয়ারিশ থাকলে পাবে, তবে তাহা ০১/০২/২০১৬খ্রি: হতে পাবে, তাহার পূর্বেও কোন বকেয়া পাবে না।