৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ শুধুমাত্র জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন “সঞ্চয় ব্যুরো” কর্তৃক পরিচালিত হইবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
অর্থ মন্ত্রণালয়
সঞ্চয় শাখা
www.ird.gov.bd
নং-০৮.০০.০০০০.০৪১.২২.০০৩.৯৭ (অংশ).৩০; তারিখ: ১৮ মে ২০২১
প্রজ্ঞাপন
সঞ্চয়পত্র বিধিয়োগ বিধিমালা এর বিধি-৫ এর উপবিধি-৫ ও ৬ অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগে শৃংখলা আনয়নের লক্ষ্যে উক্ত বিধিমালার বিধি-৩ এ যাহাই থাকুক না কেন ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ শুধুমাত্র জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন “সঞ্চয় ব্যুরো” কর্তৃক পরিচালিত হইবে।
২। জনস্বার্থে এই আদেশ জারি করা হইল। ইহা জারির তারিখ হইতে কার্যকর হইবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে
স্বাক্ষরিত/-
(নুসরাত জাহান নিসু)
সিনিয়র সহকারী সচিব
ব্যাংক ও ডাকঘরে মিলবে না পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: ডাউনলোড
উপরোক্ত প্রজ্ঞাপনে ভয়ের কিছু নেই ১০ ধরনের সঞ্চয়পত্রের প্রকল্প গুলোর মধ্যে শুধুমাত্র পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ব্যাংকগুলোতে পাওয়া যাবে না।
(ক) Bangladesh Savings Certificates;;
(খ) প্রতিরক্ষা সঞ্চয়পত্র ;
(গ) পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ;
(ঘ) বোনাস সঞ্চয়পত্র ;
(ঙ) তিন বছর মেয়াদী সঞ্চয়পত্র ;
(চ) ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ;
(ছ) পরিবার সঞ্চয়পত্র ;
(জ) তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ;
(ঝ) জামানত সঞ্চয়পত্র ও
(ঞ) পেনশনার সঞ্চয়পত্র ।