মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা ছাড় করা হয়েছে-মার্চ মাসের ভাতা চলতি মাসেই ছাড় করার ফলে সময়মত ভাতা প্রাপ্য হবেন – মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা ছাড়করণ ২০২৩
মুক্তিযোদ্ধাদের সম্মানী– মুক্তিযুদ্ধা ভাতা হল বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযোদ্ধাদের প্রদত্ত ভাতা বা সুবিধা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় এবং এ যুদ্ধে সম্পূর্ণ বাংলাদেশী জনতাকে সম্মান করা হয়। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও আদরের সাথে বিভিন্ন সুবিধা ও ভাতা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত ২০২২ । সৎকার ব্যয় ও পরিবহনের জন্য ৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে
বাংলাদেশের সাধারণ জনগণ অনেকেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত ও শহীদ পরিবাবর্গের রাস্ট্রীয় সম্মানী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কত পান সে বিষয়ে জ্ঞাত নয়। ২০১৪ সালের আদেশ মোতাবেক ডি শ্রেণীর একজন সাধারণ মুক্তিযোদ্ধা যা যা পাবেন। মাসিক মূল ভাতা-৪,০০০/- + চিকিৎসা ভাতা-১,৭০০/- + সাহায্যকারী ভাতা-০০/- + খাদ্য ভাতা-৪,০০০/- + বিবিধ ভাতা-০০/- মোট মাসিক ভাতার পরিমান ছিল ৪০০০+১৭০০+৪০০০ = ৯,৭০০ টাকা মাত্র। ২০১৪ সালের সাধারণ মুক্তিযোদ্ধাদের প্রকৃতপক্ষে প্রাপ্ত ভাতার পরিমান বিস্তারিত জানতে আদেশ দেখুন: ডাউনলোড
বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে ২০ হাজার টাকা নির্ধারণ করেছে। চলতি মাসে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ১১৯৯৮ জন মুক্তিযোদ্ধার জন্য বিভিন্ন হারে ২১২ কোটি ৬৩ লাখ ৬৪ হাজার টাকা মঞ্জুরী প্রদান করেছে। তারামন বিবি বীর প্রতীক হিসেবে ১৫ হাজার টাকা মাসিক ভাতা পান এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার মাসে ৩০,০০০ টাকা ভাতা পাচ্ছেন। মুক্তিযোদ্ধা ভাতা ২০২২ । বর্তমানে মোট মুক্তিযোদ্ধা ভাতার পরিমাণ কত?
ভাতা কি নগদে হাতে দেওয়া হবে? / এ অর্থ ভাতা ভোগীর ব্যাংক হিসাব ইএফটি’র মাধ্যমে পৌছাবে
মঞ্জুরীকৃত অর্থ ২০২২-২০১৩ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা হিসেবে বরাদ্দকৃত পরিশোধিত হবে, যা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এর ২৯ জানুয়ারি ২০২৩ তারিখের ০৭.১০৮.০২০.63.05.032.2022-১৪৮ নথির উদ্ধৃতাংশমূলে সম্মতি রয়েছে। এ ব্যয়ের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসেবে বিলের মাধ্যমে G2P পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ায় সারাদেশে ২,২৩,৮২৬ জন ভাতাভোগীর অনুকূলে মার্চ ২০২৩ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ সর্বমোট ৩৭৩,০১,৮৬,৬৭৫/- (তিনশত তেহাত্তর কোটি এক লক্ষ ছিয়াশি হাজার ছয়শত পঁচাত্তর) টাকা বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
Caption: Download Full PDF File
মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা ২০২৩ । বরাদ্দ মঞ্জুরী শর্তাবলী দেখে নিন
- সম্মানি ভাতা ও উৎসব ভাতা পরিশোধে /বন্টনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা এবং বিধি-বিধান ও নিয়মাচার অনুসরণ করতে হবে। সম্মানি প্রদানে কোনো অনিয়ম হলে উক্ত MIS এ তথ্য এন্ট্রি প্রদানকারী বা অনুমোদনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন;
- উক্ত ব্যয় ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটের মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা কার্যক্রম এর আওতায় নগদ সামাজিক সহায়তা সুবিধাদির ‘কল্যাণ অনুদান’ খাত (১৫৭০১-১২০০০১৮০৫-৩৭২১১০২) হতে বহন করা হবে;
- উপরোক্ত সংখ্যক ভাতাভোগীর মধ্যে যে সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তাঁরা মাসিক সম্মানি ভাতা ২০,০০০/- (বিশ হাজার) টাকা হারে প্রাপ্য হবেন। অন্যদিকে, ভাতাভোগীর মধ্যে যে সকল মৃত বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশগণ রয়েছেন, তাঁরা “বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” এর অনুচ্ছেদ ৮ এর শর্ত অনুযায়ী মৃত মুক্তিযোদ্ধার জন্য বরাদ্দকৃত মাসিক ২০,০০০/- টাকার আনুপাতিক অংশ প্রাপ্য হবেন;
- “বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বিতরণ আদেশ, ২০২০” অনুযায়ী এ সম্মানি ভাতা প্রদান করা হচ্ছে বিধায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন শহিদ, যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ এ বরাদ্দপত্রের আওতায় প্রদত্ত ভাতা প্রাপ্য হবেন না ।
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এতদসংক্রান্ত নির্দেশনা অনুসরণকরত: মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পৃথক গোপনীয় User ID & Password ব্যবহারপূর্বক উপজেলা পর্যায়ে সোনালী ব্যাংক লিমিটেড এর সংশ্লিষ্ট ব্যবস্থাপক এবং উপজেলা নির্বাহী অফিসার এবং মহানগর (সিটি কর্পোরেশন) এর ক্ষেত্রে সোনালী ব্যাংক লিমিটেড এর সংশ্লিষ্ট ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক স্ব স্ব অধিক্ষেত্রাধীন বীর মুক্তিযোদ্ধাদের তথ্যাদি MIS এর ওয়েবলিংক
- mis.molwa.gov.bd এর মাধ্যমে এন্ট্রি করা হয়েছে বা অনুমোদিত হয়েছে। উক্ত MIS এ এন্ট্রিকৃত এবং অনুমোদনকৃত তথ্যের ভিত্তিতে MIS এর পে-রোল অপশন ব্যবহার করত: বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের সুবিধাভোগীদের প্রাপ্য অর্থের পরিমাণ নির্ধারণ করত: সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসক কর্তৃক প্রেরিত বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের সুবিধাভোগীদের জন্য প্রেরিত পে-রোল সমন্বয় করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আলোচ্য মাসের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতার সমন্বিত পে-রোল প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রত্যেক ভাতাভোগীর নামসহ পূর্ণাঙ্গ তালিকা, প্রাপ্য টাকা, ব্যাংক হিসাবের নম্বর, ব্যাংক সংক্রান্ত অন্যান্য তথ্যাদিসহ প্রয়োজনীয় তথ্যাদির সফটকপি অর্থ বিভাগের IBAS++ এর মাধ্যমে validate করত: বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিস্ট বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের সুবিধাভোগীদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে জমা করার লক্ষ্যে চীফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সেগুনবাগিচা, ঢাকায় IBAS++ এর সিস্টেমের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
- “বীর মুক্তিযোদ্ধা সম্মানি বিতরণ আদেশ, ২০২০” এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী ইলেকট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণের ক্ষমতা মন্ত্রণালয়ের রয়েছে। এ পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধা বা সংশ্লিষ্ট ভাতাভোগীর অনুকূলে অর্থ প্রদান করা হলে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা বা ভাতাভোগীর অনুকূলে প্রচলিত পদ্ধতিতে ভাতা সংশ্লিষ্ট জেলা প্রশাসক হয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধা বা তাঁদের উপকারভোগীদের অনুকূলে বর্ণিত মাসের সম্মানি ভাতা পুনরায় প্রেরণ করার প্রয়োজন হবে না।
মার্চ মাসের জন্য কত টাকা বরাদ্দ মঞ্জুরি প্রদান করা হয়েছে?
চলতি ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোড ১৫৭০১ এর আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে ১২০০০১৮০৫ কোডের মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তা সুবিধাদি হিসেবে ৩৭২১১০২ কোডে ‘কল্যাণ অনুদান’ খাতে বরাদ্দকৃত ৪৬৫৩,৩৫ (চার হাজার ছয়শত তিপ্পান্ন কোটি পঁয়ত্রিশ লক্ষ) লক্ষ টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত Management Information System (MIS) এর ভিত্তিতে Government to Person (G2P) পদ্ধতিতে Electronic Fund Transfer (EFT) প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ নিম্নসারণীতে বর্ণিত ২,২৩,৮২৬ জন ভাতাভোগীর অনুকূলে বিভাজন ও শর্তে মার্চ ২০২৩ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বাবদ সর্বমোট ৩৭৩,০১,৮৬,৬৭৫/- (তিনশত তেহাত্তর কোটি এক লক্ষ ছিয়াশি হাজার ছয়শত পঁচাত্তর) টাকা ছাড়ে আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।