উত্তোলনের সাথে সাথে প্রদানের প্রয়োজন না হইলে, লেপস হইয়া যাইবে এই অজুহাতে আনুষঙ্গিক খাতের অর্থ উত্তোলন করা যাইবে না। (টি,এস,আর-২৯)
১। মাসিক নিয়মিত বিলের সাথে একত্রে “বকেয়া দাবি” যুক্তিযুক্ত হয়। (টি,এস,আর-২২৬)
২। মজুরী বা শ্রমিকের মজুরীর আনুষাঙ্গিক বিলে ডি,ও কে প্রত্যয়ন করিতে হইবে বা “মজুরী প্রদান করা হইয়াছে”। (টি,এস,আর-২৩২)
ক) কোন বৎসর গত না হইলে কোন সাব ভাউচার নষ্ট করা যাইবে না।
খ) সাব-ভাউচার অফিসে সংরক্ষণ করিতে হইবে এবং “বাতিল করা হইলে” এই কথা লিখিয়া সাব-ভাউচার বাতিল করিতে হইবে। এবং এই বাতিল ডি,ও কর্তৃক স্বাক্ষরিত হইতে হইবে।
গ) কোন সাব-ভাউচার নিরীক্ষা অফিসে দাখিলের প্রয়োজন হইলে, উক্ত ভাউচার বাতিল না করিয়া নিরীক্ষা অফিসে দাখিল করিতে হইবে। (টি,এস,আর-২৩৬)
পুরাতন পোস্ট
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত “সহকারী শিক্ষক” এর শূন্যপদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাকপ্রাথমিক শ্রেণীর জন্য রাজস্বখাতে সৃষ্ট “সহকারী শিক্ষক” পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা হয়েছে। তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ব্যতীত।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান পাশ।
অনলাইনে আবেদন শুরু হবে ২৫ অক্টোবর ২০২০ হতে www.dpe.teletalk.com.bd ওয়েব সাইটে।
সার্কুলার সংগ্রহ করতে পারেন: ডাউনলোড