একজন সরকারি কর্মচারী যে স্থানে সংযুক্তিতে কর্মরত থাকবেন সে স্থানের হারে বাড়ি ভাড়া ও যাতায়াত ভাড়া প্রাপ্য হবেন। Actual place of residence বলতে বুঝাবে কর্মচারী নিজে যে স্থানে অবস্থান করছেন। তার কর্মস্থল মোতাবেক নয় সংযুক্তিতে কর্মরত স্থানের হারে বাড়িভাড়া ও যাতায়াত ভাতা প্রাপ্ত হইবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়
বাস্তবায়ন উইং
নং: এমএকপি (আইএমডি)/১/৪এইচ-২(জি)/৮৩/১৫৮ তারিখ: ১১/০৫/১৯৮৩
প্রাপক: মহা হিসাব রক্ষক (বেসামরিক)
বাংলাদেশ, ঢাকা।
প্রেরক: এম এ মালেক
শাখা প্রধান।
বিষয়: বাড়ি ভাড়া ও যাতায়াত ভাড়া প্রাপ্তি আদেশের ব্যাখ্যা প্রসঙ্গে।
মহোদয়,
আপনার ০৪-০৫-৮৩ ইং তারিখের নং-উ:নি: (৮১-৮২)৪/২৫১ পত্রের প্রেক্ষিতে আমি জানাইতে আদিষ্ট হইয়াছি যে, সূত্রে উল্লেখিত পত্রের বিষয়টি বিবেচনা করা হইয়াছে এবং প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা হইল:
ক) সংশ্লিষ্ট কর্মচারী যে স্থানে অবস্থান করেন সে অবস্থান অনুযায়ী তাহাকে বাড়ি ভাড়া প্রদান করিতে হইবে, এ ব্যাপারে তাহার পরিবারের অবস্থান বিবেচনা করা হইবে না।
খ) Actual Place of residence বলিতে সংশ্লিষ্ট কর্মচারী যে স্থানে অবস্থান করেন তাহাকেই বুঝাইবে।
(এম,এ, মালেক)
শাখা প্রধান