বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

House Rent For Attachment Employee । সংযু্ক্তিতে কর্মরত স্থানের হারে বাড়িভাড়া প্রাপ্য হবেন

একজন সরকারি কর্মচারী যে স্থানে সংযুক্তিতে কর্মরত থাকবেন সে স্থানের হারে বাড়ি ভাড়া ও যাতায়াত ভাড়া প্রাপ্য হবেন। Actual place of residence বলতে বুঝাবে কর্মচারী নিজে যে স্থানে অবস্থান করছেন। তার কর্মস্থল মোতাবেক নয় সংযুক্তিতে কর্মরত স্থানের হারে বাড়িভাড়া ও যাতায়াত ভাতা প্রাপ্ত হইবেন।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়

বাস্তবায়ন উইং

নং: এমএকপি (আইএমডি)/১/৪এইচ-২(জি)/৮৩/১৫৮  তারিখ: ১১/০৫/১৯৮৩

প্রাপক: মহা হিসাব রক্ষক (বেসামরিক)

বাংলাদেশ, ঢাকা।

প্রেরক: এম এ মালেক

শাখা প্রধান।

বিষয়: বাড়ি ভাড়া ও যাতায়াত ভাড়া প্রাপ্তি আদেশের ব্যাখ্যা প্রসঙ্গে।

মহোদয়,

আপনার ০৪-০৫-৮৩ ইং তারিখের নং-উ:নি: (৮১-৮২)৪/২৫১ পত্রের প্রেক্ষিতে আমি জানাইতে আদিষ্ট হইয়াছি যে, সূত্রে উল্লেখিত পত্রের বিষয়টি বিবেচনা করা হইয়াছে এবং প্রয়োজনীয় ব্যাখ্যা প্রদান করা হইল:

ক) সংশ্লিষ্ট কর্মচারী যে স্থানে অবস্থান করেন সে অবস্থান অনুযায়ী তাহাকে বাড়ি ভাড়া প্রদান করিতে হইবে, এ ব্যাপারে তাহার পরিবারের অবস্থান বিবেচনা করা হইবে না।

খ) Actual Place of residence বলিতে সংশ্লিষ্ট কর্মচারী যে স্থানে অবস্থান করেন তাহাকেই বুঝাইবে।

(এম,এ, মালেক)

শাখা প্রধান

  1. বিস্তারিত জানতে আদেশ দেখুন: ডাউনলোড
  2. প্রাপ্যতার উদাহরণ: ডাউনলোড
  3. সংযুক্তিতে থাকাকালীন বাড়ি ভাড়া প্রাপ্তি ব্যাখ্যা: ডাউনলোড
  4. এ সংক্রান্ত আরও স্পষ্ট আদেশ সংযুক্ত করা হলো: ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *