বেতন । বাড়ি ভাড়া । অন্যান্য ভাতাদি

স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীগণের মাসিক হাওড়/দ্বীপ/চর ভাতা।

মন্ত্রিপরিষদ বিভাগ এর ১৮/০২/২০১৯খ্রি. তারিখের ০৪.০০.০০০০.৫১২.৩৫.০১১.১৭.৭৬ নং প্রজ্ঞাপনে হাওড়াদ্বীপ /চর হিসেবে ঘােষিত ১৬টি উপজেলায় কর্মরত স্ব-শাসিত (Public Bodies) এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীগণকে মাসিক নিম্নবর্ণিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত উপজেলাসমূহের স্থায়ী বাসিন্দাগণ নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন এ ভাতা প্রাপ্য হবেন না।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়,অর্থ বিভাগ প্রবিধি অনুবিভাগ

প্রবিধি-৩ শাখা 

www.mof.gov.bd

নং-০৭.০০.০০০০.১৭৩.৪১.০২৭.১৫.১১ তাং ২৬/০১/২০২২খ্রি.

প্রজ্ঞাপন

মন্ত্রিপরিষদ বিভাগ এর ১৮/০২/২০১৯খ্রি. তারিখের ০৪.০০.০০০০.৫১২.৩৫.০১১.১৭.৭৬ নং প্রজ্ঞাপনে হাওড়াদ্বীপ /চর হিসেবে ঘােষিত ১৬টি উপজেলায় কর্মরত স্ব-শাসিত (Public Bodies) এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীগণকে মাসিক নিম্নবর্ণিত হারে হাওড়/দ্বীপ/চর ভাতা প্রদানে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেঃ

জাতীয় বেতনস্কেল ২০১৫ এর গ্রেড নংহাওড়/দ্বীপ/চর ভাতার পরিমাণ
গ্রেড নং ২০১৬৫০/-
গ্রেড নং ১৯১৭০০/-
গ্রেড নং ১৮১৭৬০/-
গ্রেড নং ১৭১৮০০/-
গ্রেড নং ১৬১৮৬০/-
গ্রেড নং ১৫১৯৪০/-
গ্রেড নং ১৪২০৪০/-
গ্রেড নং ১৩২২০০/-
গ্রেড নং ১২২২৬০/-
গ্রেড নং ১১২৫০০/-
গ্রেড নং ১০৩২০০/-
গ্রেড নং ৯৪৪০০/-
গ্রেড নং ৮৪৬০০/-
গ্রেড নং ৭ ও তদুর্ধ্ব৫০০০/-

২। হাওড়/দ্বীপ/চর হিসেবে ঘোষিত উপজেলাসমূহের স্থায়ী বাসিন্দাগণ নিজ উপজেলায় কর্মরত থাকাকালীন এ ভাতা প্রাপ্য হবেন না।

৩। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে উক্ত ভাতা কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(শামীম বানু শান্তি)

সিনিয়র সহকারী সচিব

ফোনঃ ৯৫৪০১৮৩

স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীগণের মাসিক হাওড়/দ্বীপ/চর ভাতা : ডাউনলোড

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *