বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মূলত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এ সব প্রতিষ্ঠান সরকারী নিয়ম মেনে নিজস্ব নীতিমালায় পরিচালিত হয়। তবে সরকারি বিধি অনুসরণে বিভিন্ন আর্থিক কর্মকান্ড পরিচালনা করতে হয়। সরকারি আদেশ, নিষেধ ও ব্যয় নীতিমালা মেনেই ব্যয়মঞ্জুরী প্রদান করতে হয়। যে সকল বিষয় না মানলে অডিট আপত্তি হয় তার কিছু নমুনা নিচে সন্নিবেশিত হলো। এ সংক্রান্ত রেফারেন্সও যুক্ত করা হলো।
অডিট আপত্তির শিরোনাম
১। প্রতিষ্ঠানের বাসস্থানে বসবাস করা সত্বেও নির্ধারিত হারে বাড়ী ভাড়া কর্তন না করায় সংস্থার আর্থিক ক্ষতি।
২। অনিয়মিতভাবে শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করায় আর্থিক ক্ষতি।
৩। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশমত ভর্তি ফরম বিক্রয় মূল্যের ৪০% অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তহবিলে জমা না করায় আর্থিক ক্ষতি।
৪। প্রাপ্যতার অতিরিক্ত এবং প্রাপ্যতা বিহীন অনিয়মিত ভাবে টেলিফোন ভাতা নগদে প্রদান করায় ক্ষতি।
৫। উচ্চশিক্ষা শেষে চাকরিতে যোগদান না করায় উচ্চশিক্ষার শর্ত মোতাবেক বন্ডের দাবীকৃত অর্থ আদায় না করায় আর্থিক ক্ষতি।
৭। নির্ধারিত হারে আয়কর কর্তন না করায় রাজস্ব ক্ষতি।
বাংলাদেশে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর বার্ষিক অডিট রিপোর্ট : ডাউনলোড
উপরোক্ত অডিট রেফারেন্সে অডিট আপত্তির বিষয় এবং সমস্যার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সমাধানের বিষয়ও নির্দেশনা প্রদান করা হয়েছে।