স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রেষণে নিয়োজিত সরকারি কর্মকর্তা/ কর্মচারীদেরকে নিম্নেবর্ণিত পদ্ধতি অনুসরণে Electronic Fund Transfer (EFT) -এর মাধ্যমে বেতন ভাতাদি পরিশোধ কার্যক্রম বাস্তবায়ন করা যাবে। চালানে অটোমেশন পদ্ধতি গ্রহণের নির্দেশনা।
গণপ্রজতান্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
বাজেট অনুবিভাগ-১, বাজেট অধিশাখা-৩
www.mof.gov.bd
স্মারক নং-০৭.০০.০০০০.১০৩.১৮.০০১.২০.২৭৩; তারিখ: ১৪ জুন ২০২১
পরিপত্র
বিষয়: স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রেষণে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদি Electronic Fund Transfer (EFT)- এর মাধ্যমে পরিশোধ।
সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রেষণে নিয়োজিত সরকারি কর্মকর্তা/ কর্মচারীদেরকে নিম্নেবর্ণিত পদ্ধতি অনুসরণে Electronic Fund Transfer (EFT) -এর মাধ্যমে বেতন ভাতাদি পরিশোধ কার্যক্রম বাস্তবায়ন করা যাবে:
ক) স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান সরকারের অনুদানে ব্যয় নির্বাহ করার ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত বরাদ্দ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে সৃজিত PL Account -এ স্থানান্তর এবং সৃজিত PL Account-এ স্থানান্তরিত অর্থ হতে সংশ্লিষ্ট Drawing and Disbursing Officer (DDO) কর্তৃক কর্মকর্তা/ কর্মচারীদের বেতন ভাতা প্রদান;
খ) স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান নিজস্ব আয় দ্বারা ব্যয় নির্বাহন করার ক্ষেত্রে:-
অ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনক্রমে স্ব স্ব মন্ত্রণালয় সংশ্লিষ্ট Chief Accounts and Finance Officer (CAFO) কার্যালয়ের মাধ্যমে প্রেরিত পত্র অনুযায়ী CAFO, পেনশন ও ফান্ড কার্যালয়ে PL Account সৃজন;
আ) Automated Challan System (ACS) এর মাধ্যমে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান;
ই) সিজিএ কার্যালয় কর্তৃক PL Account -এর মাধ্যমে বেতন ভাতাদি পরিশোধের জন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে EFT এর অথরিটি প্রদান;
ঈ) চালান জমা দেওয়ার প্রমাণকসহ CAFO, পেনশন ও ফান্ড বরাবর অর্থ জমাকরনের অনুরোধ;
উ) জমাকৃত চালান যাচাইপূর্বক CAFO, পেনশন ও ফান্ড কর্তৃক সৃজিত PL Account -এ অর্থ জমা প্রদানের বিষয়টি নিশ্চিতকরণ; এবং
ঊ) PL Account-এ জমাকৃত অর্থ হতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ডিডিও কর্তৃক EFT -এর মাধ্যমে প্রেষণে নিয়োজিতদের কর্মকর্তা/ কর্মচারীর বেতন ভাতা প্রদান।
২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।
(মো: তৌহিদুল ইসলাম)
উপসচিব
৯৫৬৩১৮৬
স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রেষণে কর্মরতদের বেতন-ভাতাদি EFT তে হবে: ডাউনলোড