পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ৪% সরল সুদে গৃহ নির্মাণ ঋণের আওতায় আনার জন্য সরকার ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সারসংক্ষেপ:
- নীতিমালা প্রক্রিয়াধীন রয়েছে।
- শিক্ষকদের অভ্যন্তরীন চেষ্টায় সম্ভব হয়েছে।
- সরকারি কর্মচারীদের মতো এরা ব্যাংকিং ব্যবস্থায় লোন পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের ২৬/০৯/২০১৮ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১০২.০০২.০০১.২০৮.৫৬৮ নম্বর পত্রের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়কে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য ৫% সরল সুদে গৃহ নির্মাণ ঋণ প্রদানের ব্যাপারে জানানো হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য ৫% সরল সুদে গৃহ নির্মাণ ঋণের আওতায় আনার জন্য সরকার ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে একটি পৃথক নীতিমালা প্রস্তুতের কাজ বর্তমানের প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত নীতিমালা প্রস্তুতের পর সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ৫% সরল সুদের গৃহ নির্মাণ ঋণ প্রদানের কার্যক্রম বাস্তাবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
এ সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন উপ সচিব তনিমা তাসমিন।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরাও পাবেন গৃহ নির্মান ঋণ ৫% সরল সুদে এ সংক্রান্ত পত্রের JPG কপি দেখে নিতে পারেন: ডাউনলোড