আইবাস++ । পে ফিক্সেশন । ই-ফাইলিং

iBAS++ ID এবং PASSWORD শেয়ার করা হতে বিরত থাকুন।

সরকারি কর্মচারীগণ আইবাস++ ব্যবহার করে তাদের বেতন ভাতাদি গ্রহণ করে থাকে। এক্ষেত্রে কোন বিষয় সম্পর্কে সাময়িক অজ্ঞতার কারণে তারা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্যের নিকট শেয়ার করে সাহায্য নিয়ে থাকেন। এটি করা বন্ধ করুন অন্যথায় আপনি বিপদে পড়তে পারেন। সন্দেহজনক কোন কিছু ঘটে থাকলে আইবাস++ টিমের হেল্প নিন।

নোভেল করোনাভাইরাস (কোভিড-১৯) বিস্তারের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা বিভিন্ন লক্ষবস্তুতে, বিশেষত আর্থিক সিস্টেমসমূহে, নতুন উদ্যোমে আক্রমণ শুরু করেছে। যদিও আইবাস++ টিম এ জাতীয় আক্রমণ প্রতিরোধ করতে সর্বদা কাজ করে যাচ্ছে, তারপরও আপনারাই হচ্ছেন আমাদের সম্মুখসারির প্রতিরক্ষা ব্যবস্থা। সুতরাং অনুগ্রহ করে নীচের নির্দেশিকাগুলি অনুসরণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছেঃ

  • করোনাভাইরাস / কোভিড-১৯ / কোভিড-১৯ সাবধানতা / অ্যান্টি-করোনা পণ্য বা কোনও অন্য কোনও অনুরূপ বিষয়বস্তু সম্বলিত অজানা উৎস থেকে আগত কোনও ইমেল খুলবেন না।
  • সন্দেহজনক লিঙ্ক, সংযুক্তি বা বিজ্ঞাপনে ক্লিক করবেন না।
  • আপনার মোবাইল ফোনে কোনও কোভিড-১৯ সম্পর্কিত অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না।
  • আপনার স্ক্রিনে কোভিড-১৯ সম্পর্কিত বিজ্ঞাপনে ক্লিক করবেন না।
  • আইবাস++ ব্যবহার করার জন্য নিরাপদ এবং সুরক্ষিত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করুন । গণ ওয়াইফাই সংযোগ ব্যবহার থেকে বিরত থাকুন।
  • এনক্রিপশন কনফিগার করে আপনার অফিস ও বাসার ওয়াইফাই রাউটারটিকে সুরক্ষিত করুন।
  • অ্যান্টিভাইরাস দিয়ে আপনার ডিভাইসগুলি রক্ষা করুন।
  • আপনার আইডি এবং পাসওয়ার্ড অন্যজন কে জানানো থেকে বিরত থাকুন।

মনে রাখবেন, আপনার সুরক্ষা আপনারই হাতে।

যদি আইবাস++ এর নিরাপত্তা সম্পর্কিত কোন সন্দেহজনক কার্যকলাপ বা লক্ষ্যণ আপনার দৃষ্টিতে আসে, তাহলে আইবাস++ টিমকে 01550044647 নম্বরে বা ibas@finance.gov.bd ইমেইল এর মাধ্যমে বার্তা প্রদান করুন।

Alamin Mia

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ১০ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে পোস্টের নিচে কমেন্টে করুন অথবা alaminmia.tangail@gmail.com ঠিকানায় মেইল করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *