একই পদে ১০ বছর পূর্তিতে আপীল বিভাগের রায়!

মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃত ১৩৩০০/২০১৬ নং রিট পিটিশন এ ০৪-০১-২১৭ খ্রি: তারিখে প্রদত্ত আদেশ আপীল বিভাগ কর্তৃক ৩২২৭ এবং ৪৪১২/২০১৭ নং লিভ টু আপীল মামলার ০৪-০২-২০২০ খ্রি: তারিখে আদেশে Stay করা হয়েছে বিধায় আপীল বিভাগ কর্তৃক পুনরাদেশ না দেয়া পর্যন্ত জাতীয় বেতন ২০১৫ এর ৭ নং অনুচ্ছেদ এবং অর্থ বিভাগের ২১-০৯-২০১৬ খ্রি: তারিখে জারীকৃত ২৩২নং পরিপত্র অনুযায়ী উচ্চতর গ্রেড প্রদান করা যেতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ

বাস্তবায়ন অনুবিভাগ

বাস্তবায়ন-২ অধিশাখা

www.mof.gov.bd

স্মারক নং-০৭.০০.০০০০.১৬২.৮০.০০২.১৫.১২৮; তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২০

বিষয়: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ে কর্মরত ১৫ (পনের) জন কর্মচরীর একই পদে ১০ বছর চাকুরী পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট বিভাগ কর্তৃত ১৩৩০০/২০১৬ নং রিট পিটিশন এ ০৪-০১-২১৭ খ্রি: তারিখে প্রদত্ত আদেশ আপীল বিভাগ কর্তৃক ৩২২৭ এবং ৪৪১২/২০১৭ নং লিভ টু আপীল মামলার ০৪-০২-২০২০ খ্রি: তারিখে আদেশে Stay করা হয়েছে বিধায় আপীল বিভাগ কর্তৃক পুনরাদেশ না দেয়া পর্যন্ত জাতীয় বেতন ২০১৫ এর ৭ নং অনুচ্ছেদ এবং অর্থ বিভাগের ২১-০৯-২০১৬ খ্রি: তারিখে জারীকৃত ২৩২নং পরিপত্র অনুযায়ী উচ্চতর গ্রেড প্রদান করা যেতে পারে।

(আছমা আরা বেগম)

উপসচিব

ফোন: ৯৫৪০১৮৪

একই পদে ১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান সংক্রান্ত: ডাউনলোড

admin

আমি একজন সরকারী চাকরিজীবি। দীর্ঘ ৮ বছর যাবৎ চাকুরির সুবাদে সরকারি চাকরি বিধি বিধান নিয়ে পড়াশুনা করছি। বিএসআর ব্লগে সরকারি আদেশ, গেজেট, প্রজ্ঞাপন ও পরিপত্র পোস্ট করা হয়। এ ব্লগের কোন পোস্ট নিয়ে বিস্তারিত জানতে admin@bdservicerules.info ঠিকানায় মেইল করতে পারেন।

admin has 2984 posts and counting. See all posts by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *