বাংলাদেশ সার্ভিস রুলস বিধিমালার প্রথম খন্ডের ছুটির আবেদন সংক্রান্ত বিধি বিধান মোতাবেক যে কোন প্রকার ছুটি নিতে কিছু প্রসিডিউর ফলো করতে হয়।
বিধি-২৩৪ (১) নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তার নিকট হতে ছুটি প্রাপ্যতার সনদ না পাওয়া পর্যন্ত কোন গেজেটেড কর্মকর্তার ছুটি মঞ্জুর করা যাইবে না।(২) নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারীদের ছুটির হিসাব সার্ভিস বুকে সংরক্ষণ করিতে হইবে। (৩) গেজেটেড অফিসারদের ছুটির হিসাব নিরীক্ষা অফিস অন্য দিকে কর্মচারীর ছুটির হিসাব অফিস প্রধান সংরক্ষণ করবেন।
গেজেটেড কর্মকর্তাদের ছুটির হিসাব ফরম । হিসাবরক্ষণ অফিস হতে ছুটির হিসাব আনয়ন করতে হবে
বাংলাদেশ ফরম নং ২৩৯৫ । Officer Earn Leave Form Word File : ডাউনলোড
পরিশেষে, পরামর্শ হলো আপনি উক্ত তথ্যগুলো জানুন এবং অপরকে জানান। আরও কোন তথ্য জানার থাকলে ইমেইল করুন: alaminmia.tangail@gmail.com এ।